একদিকে মলয়, অন্যদিকে অগ্নিমিত্রা; ভাইফোঁটায় আসানসোলে হাজির মন্ত্রী-বিধায়ক - BHAI PHONTA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Nov 3, 2024, 6:08 PM IST
শত ব্যস্ততাতেও প্রতিবার ভাইফোঁটার দিনে আসানসোলে নিজের পৈতৃক বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রবিবারও অন্যথা হল না। নিজের আরও দুই ভাইয়ের সঙ্গে মাটিতে বসেই দুই দিদি এবং দুই বোনের কাছে ভাইফোঁটা নিলেন মলয় ঘটক। পাশাপাশি নিজের বিধানসভা এলাকায় গিয়ে আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল।
প্রতিবছরের মতো এবছরও আসানসোলের চেলিডাঙা অঞ্চলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি উৎসবের চেহারা নিল। মলয় ঘটক ছাড়াও তাঁর আরও দুই ভাই অরুণ ঘটক এবং আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক দিদি ও বোনেদের হাতে ফোঁটা নেন। বাড়ির চার বোন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রণতি বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় এবং মুনমুন চক্রবর্তী ফোঁটা দেন ভাইয়েদের।
অন্যদিকে, রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত হিরাপুরের বরথোল আদিবাসী পাড়ায় পৌঁছন অগ্নিমিত্রা পল ৷ সেখানে তিনি আদিবাসী যুবকদের ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি ধামসা মাদলের তালে নৃত্য পরিবেশন করেন ৷ মিষ্টিমুখ করার পর অগ্নিমিত্রা পল জানান, ঝাড়খণ্ডের নির্বাচনের দায়িত্বে তিনি রয়েছেন ৷ সেই কারণেই তাঁকে আবার ঝাড়খণ্ডে ফিরে যেতে হবে। তারই ফাঁকে তিনি আদিবাসী পাড়ায় ভাইফোঁটায় অংশ নিয়েছেন।