কুয়েত সিটি, 22 ডিসেম্বর: দু'দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার কুয়েতের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর'-এ সম্মানিত হলেন। জানা গিয়েছে, 'অর্ডার অফ মুবারক আল কবীর' সম্মান কুয়েতের একটি নাইটহুড অর্ডার।
কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিশেষ সম্মানটি প্রদান করেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার দেওয়া হয়েছে কুয়েতের তরফে।
ভারতীয় আধিকারিকরা জানিয়েছেন, এটি একটি দেশের দ্বারা প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া 20তম আন্তর্জাতিক সম্মান। এর আগেও বেশ কয়েকটি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় এবার নাম জুড়ল কুয়েতের।
জানা গিয়েছে অন্য কোনও রাষ্ট্রের প্রধান এবং বিদেশি রাজপরিবারের সদস্যদের এই বিশেষ সম্মান দিয়ে থাকে কুয়েত। দু'দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবেও এই সম্মান প্রদানের বিষয়টিতে তুলে ধরা হয় । এর আগে বিল ক্লিনটন থেকে প্রিন্স চার্লস এবং জর্জ বুশের মতো বিশ্বের তাবড় নেতাদের দেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রীকে মোদিকেও দেওয়া হল। সেদিক থেকে এই সম্মান-প্রাপ্তি যে বিশেষ তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই।
এদিকে, তাঁর সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েতের আমিরের সঙ্গে দেখা করেন ৷ অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনাও করেন। পরে এক্স হ্যান্ডেলে করা একটি দীর্ঘ পোস্টে এই বৈঠক সম্পর্কে তাঁর মনোভাব স্পষ্ট করেছেন।
প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ-এর সঙ্গে চমৎকার বৈঠক হল। আমরা ফার্মাসিউটিক্যালস, আইটি, ফিনটেক, অবকাঠামো এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা আমাদের অংশীদারিত্বকে একটি কৌশলগতভাবে উন্নীত করেছি এবং আমি আশাবাদী যে আমাদের বন্ধুত্ব আগামিদিনে আরও দৃঢ় হবে।"