কলকাতা, 1 ফেব্রুয়ারি: নটী বিনোদিনীকে শ্রদ্ধা জানিয়ে শহরে হয়ে গেল নৃত্যানুষ্ঠান ৷ সেখানে হাজির ছিলেন পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র ৷ এছাড়াও অভিনেতা ওম সাহানির পাশাপাশি চলচ্চিত্রের পরিচালক রামকমল মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ।
সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘের বাংলা ছবি 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান' । আর তাই দিকে দিকে ছবি নিয়ে কথা বলতে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে টিম বিনোদিনী ।
এই সফরে পরিচালক রামকমলের সঙ্গী হতে একটিবারের জন্যও ভুলছেন না বিনোদিনী চরিত্রের নায়িকা রুক্মিণী মৈত্র । শুক্রবার বাস্তবের নটী বিনোদিনী, পর্দার বিনোদিনী এবং রামকমলের 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' ছবিটিকে শ্রদ্ধা জানানো হল 'নারীশক্তি' শীর্ষক একটি সাংস্কৃতিক কর্মসূচিতে ।
![Tributes to Noti Binodini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/binodiniektinatirupakhyan_01022025111514_0102f_1738388714_1096.jpg)
উল্লেখ্য, এদিনই দেশব্যাপী রিলিজ করেছে 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' । আর তাই এই আয়োজন এবং উদযাপন । এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায় এবং তাঁর 'সৃষ্টি ডান্স অ্যাকাডেমি' ।
![Tributes to Noti Binodini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/binodiniektinatirupakhyan_01022025111514_0102f_1738388714_906.jpg)
এদিন এই উপলক্ষে একটি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়, যার পরিবেশনায় ছিলেন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এবং সুবিধাবঞ্চিত বেশ কিছু মহিলা । 'কানহা' গানটির সঙ্গে নৃত্য পরিবেশিত হয় মঞ্চে, যা সকলের চোখে জল এনে দেয় ।
![Tributes to Noti Binodini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/binodiniektinatirupakhyan_01022025111514_0102f_1738388714_475.jpg)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদিনী ছবির মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র । তিনি বলেন, "আমি অবশ্যই বলতে পারি যে, ইন্দ্রাণীদি এই সমাজের অনেক সুবিধাবঞ্চিত মহিলাদের প্রতিভা প্রদর্শন করে অবিশ্বাস্যভাবে ভালো কাজ করেছেন এবং বিনোদিনী একজন মহিলাকেন্দ্রিক চলচ্চিত্র হওয়ায় ডান্স পারফরম্যান্সের মাধ্যমে প্রদর্শিত নারীর ক্ষমতায়নের আসল সারমর্মকে উৎসাহিত করে ।"
বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায় বলেন, "বিনোদিনী ছিলেন স্থিতিস্থাপকতা, ক্ষমতায়ণ এবং নারীবাদীর বিজয়ের প্রতিচ্ছবি । আমরা নাচের মাধ্যমে আমাদের শ্রদ্ধা নিবেদন করে তাঁকে উদযাপন করেছি ।"