আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার - BOMBS RECOVERED IN MURSHIDABAD

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 2:43 PM IST

আমবাগান থেকে উদ্ধার হল এক বালতি তাজা সকেট বোমা । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার বাবুলতলি ইটভাটা সংলগ্ন এলাকায় ৷ বালতিটিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন । আমবাগানে ঝোপের মধ্যে রাখা ছিল ওই এক বালতি তাজা বোমা । বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ওই এলাকায় । এটি ঘনবসতিপূর্ণ এলাকা, গ্রামের শিশুরা খেলাধুলো করে । এমনকি গ্রামবাসীরা আমবাগানের মধ্যে দিয়ে যাতায়াত করেন । এমন জনবসতিপূর্ণ এলাকায় কে বা কারা এইভাবে বালতিতে বোমা মজুত করে রেখে গিয়েছে, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে এলাকাবাসীর মনে ৷

স্থানীয় বাসিন্দা শুকতারা বিবি ও রহুআলিম মণ্ডলরা জানান, এই জায়গা দিয়ে তাঁরা রোজ যাতায়াত করেন ৷ কোনও কারণে বোমা বিস্ফোরণ ঘটলে বিপদের সম্মুখীন হতেন সকলেই । প্রশাসনের কাছে তাঁরা আবেদন করেন, দ্রুত বোমাগুলি সরিয়ে নিয়ে যাওয়া হোক । রানিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে । বোমাগুলি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে । পাশাপাশি পুলিশ পুরো এলাকাটিকে ঘিরে দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.