ফিলাডেলফিয়া, 1 ফেব্রুয়ারি: ফের বিমান দুর্ঘটনা ৷ এবার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ল একটি মেডিকেল ট্রান্সপোর্ট জেট ৷ বিমান দুর্ঘটনার পর ঘরবাড়িতে আগুন ধরে যায় ৷ একটি ডোরবেল ক্যামেরায় বিমান ভেঙে পড়ার ছবি ধরা পড়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানটি পড়ার সময়েই তাতে আগুন ধরে যায় ৷ যেখানে সেটি ভেঙে পড়ে, সেখানে একটি শপিং মল এবং ব্যস্ত রাস্তা রয়েছে ৷
দুর্ঘটনাস্থল উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে 3 মাইল (4.8 কিলোমিটার) দূরে ৷ ওই বিমানবন্দর থেকে মূলত ব্যবসায়িক জেট এবং চার্টার ফ্লাইট পরিষেবা প্রদান করা হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটিতে দু’জন যাত্রী ছিলেন । ডোরবেল ক্যামেরার মালিক জিম কুইন বলেন, ‘‘আমরা একটি জোরে গর্জন শুনতে পাই ৷ তা কোথা থেকে আসছে তা বুঝতে পারিনি ।’’
লিয়ারজেট 55 বিমানটি শুক্রবার সন্ধ্যা 6.06 মিনিটে ওড়ার পর 1600 ফুট (487 মিটার) উচ্চতায় ওঠার পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায় । ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যার জানাচ্ছে, এটি মিসৌরির স্প্রিংফিল্ডে যাচ্ছিল ৷ মেড জেটস নামে পরিচালিত একটি কোম্পানির বিমান ছিল সেটি ।
বৃহস্পতিবার ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমান ও সেনা হেলিকপ্টারের সংঘর্ষ ৷ নিকটবর্তী পোটোম্যাক নদীতে 64 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমানটি ৷ দুর্ঘটনায় প্রত্যেকে প্রাণ হারিয়েছেন ৷ প্রায় পনেরো শতকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ৷ তার ঠিক দু’দিন পর এই দুর্ঘটনাটি ঘটে ।