ওয়াশিংটন, 6 নভেম্বর: একের পর এক সুইং স্টেটে জয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৷ জর্জিয়া, নর্থ ক্যারোলিনার পর পেনসিলভেনিয়ায় জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 267টি ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 224টি ইলেক্টোরাল কলেজ ভোট ৷ জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ ৷
America is a nation of builders
— Elon Musk (@elonmusk) November 6, 2024
Soon, you will be free to build
সুুইং স্টেটের গুরুত্বপূর্ণ প্রদেশ পেনসিলভেনিয়ার 19টি ইলেক্টোরাল কলেজ ভোটে জিতলেন তিনি ৷ 2016 সালে ডেমোক্র্যাটদের 'নীল দূর্গ' ভেঙে পেনসিলভেনিয়ায় জয় নিশ্চিত করেছিলেন ট্রাম্প ৷ 2020 সালের ভোটে সেই ফলাফল চলে যায় জো বাইডেনের পক্ষে ৷ এবার ফের একবার নিজের দখলে নিলেন ট্রাম্প ৷
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হয় ভোট ৷ দীর্ঘ 4 বছর পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল রিপাবলিকানরা ৷ অন্যদিকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে জয়ী হয়েছেন 38 বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম ৷ তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি ৷ এদিকে সমর্থিত প্রার্থী জয়ের পথে এগিয়ে যেতেই আনন্দিত এক্স-র মালিক ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷
Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
হোয়াইট হাউজের ক্ষমতা দখলে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 270টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে ৷ আর এখানেই সকলের চোখ আমেরিকার আটটি সুইং স্টেটের দিকে। আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন নির্বাচনী ইতিহাস অনুযায়ী, প্রায় প্রতিটি প্রদেশ একই প্রার্থীকে বেছে নেয় ৷ তবে আটটি সুইং স্টেটের ক্ষেত্রে এই ট্রেন্ড কাজ করে না ।
Congratulations to @realDonaldTrump on his impressive election victory!
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) November 6, 2024
I recall our great meeting with President Trump back in September, when we discussed in detail the Ukraine-U.S. strategic partnership, the Victory Plan, and ways to put an end to Russian aggression against…
বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন ৷ শেষ পর্যায়ের প্রচারে তাই এই সমস্ত প্রদেশের ভোটারদের মন জয়ে একচুলও জায়গা ছাড়েননি হ্যারিস বা ট্রাম্প কেউই ৷
আমেরিকার প্রেসিডেন্ট ভোটে 'ইলেক্টোরাল কলেজে'র ভূমিকা:
আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন কংগ্রেসের দুই কক্ষে প্রতিটি প্রদেশ থেকে কতজন সদস্য রয়েছে, সেই হিসাবে ইলেক্টর নির্বাচিত হয় ৷ এই সমস্ত প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ হল সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের প্রতিটি 'ইলেক্টোরাল কলেজ' ভোট পেয়ে যাওয়া ৷
ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538 । হোয়াইট হাউজের দখল নিতে হলে একজন প্রার্থীকে অন্তত 270টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে ৷ আগামী 17 ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট প্রদেশের রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন ।
Congratulations, President @realDonaldTrump. Ready to work together as we did for four years. With your convictions and mine. With respect and ambition. For more peace and prosperity.
— Emmanuel Macron (@EmmanuelMacron) November 6, 2024
মার্কিন মুলুকে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারের শুরু থেকে কোনও খামতি রাখেননি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷ গর্ভপাত বিল, অধিকার রক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা ৷ অন্যদিকে, মার্কিনিদের নিরাপত্তা, সীমান্তে সুরক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৷ গত কয়েক সপ্তাহে দেশবাসীর মন জয় করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী ৷ কে মন জয় করতে পেরেছেন ? তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷
মঙ্গলবার সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ লেখেন, "আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৷ আমেরিকাকে আরও একবার মহান করে তোলার জন্য ভোটারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সুতরাং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে সকলকে ৷ তাই সকলের কাছে আমার অনুরোধ সময় লাগুক ৷ কিন্তু ভোট দিন ৷"