ETV Bharat / international

ম্যাজিক ফিগারে রিপাবলিকানরা, ট্রাম্পকে শুভেচ্ছা মোদির - US ELECTION 2024

লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী 4 বছর হোয়াইট হাউজের বাসিন্দা কে হবেন ? উত্তরের অপেক্ষায় বিশ্ব ৷

US PRESIDENTIAL ELECTION 2024
মার্কিন মুলুকে ভোট (ইটিভি)
author img

By PTI

Published : Nov 6, 2024, 7:43 AM IST

Updated : Nov 6, 2024, 8:54 AM IST

ওয়াশিংটন, 6 নভেম্বর: একের পর এক সুইং স্টেটে জয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৷ জর্জিয়া, নর্থ ক্যারোলিনার পর পেনসিলভেনিয়ায় জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 267টি ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 224টি ইলেক্টোরাল কলেজ ভোট ৷ জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ ৷

সুুইং স্টেটের গুরুত্বপূর্ণ প্রদেশ পেনসিলভেনিয়ার 19টি ইলেক্টোরাল কলেজ ভোটে জিতলেন তিনি ৷ 2016 সালে ডেমোক্র্যাটদের 'নীল দূর্গ' ভেঙে পেনসিলভেনিয়ায় জয় নিশ্চিত করেছিলেন ট্রাম্প ৷ 2020 সালের ভোটে সেই ফলাফল চলে যায় জো বাইডেনের পক্ষে ৷ এবার ফের একবার নিজের দখলে নিলেন ট্রাম্প ৷

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হয় ভোট ৷ দীর্ঘ 4 বছর পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল রিপাবলিকানরা ৷ অন্যদিকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে জয়ী হয়েছেন 38 বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম ৷ তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি ৷ এদিকে সমর্থিত প্রার্থী জয়ের পথে এগিয়ে যেতেই আনন্দিত এক্স-র মালিক ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷

হোয়াইট হাউজের ক্ষমতা দখলে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 270টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে ৷ আর এখানেই সকলের চোখ আমেরিকার আটটি সুইং স্টেটের দিকে। আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন নির্বাচনী ইতিহাস অনুযায়ী, প্রায় প্রতিটি প্রদেশ একই প্রার্থীকে বেছে নেয় ৷ তবে আটটি সুইং স্টেটের ক্ষেত্রে এই ট্রেন্ড কাজ করে না ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন ৷ শেষ পর্যায়ের প্রচারে তাই এই সমস্ত প্রদেশের ভোটারদের মন জয়ে একচুলও জায়গা ছাড়েননি হ্যারিস বা ট্রাম্প কেউই ৷

আমেরিকার প্রেসিডেন্ট ভোটে 'ইলেক্টোরাল কলেজে'র ভূমিকা:

আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন কংগ্রেসের দুই কক্ষে প্রতিটি প্রদেশ থেকে কতজন সদস্য রয়েছে, সেই হিসাবে ইলেক্টর নির্বাচিত হয় ৷ এই সমস্ত প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ হল সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের প্রতিটি 'ইলেক্টোরাল কলেজ' ভোট পেয়ে যাওয়া ৷

ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538 । হোয়াইট হাউজের দখল নিতে হলে একজন প্রার্থীকে অন্তত 270টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে ৷ আগামী 17 ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট প্রদেশের রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন ।

মার্কিন মুলুকে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারের শুরু থেকে কোনও খামতি রাখেননি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷ গর্ভপাত বিল, অধিকার রক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা ৷ অন্যদিকে, মার্কিনিদের নিরাপত্তা, সীমান্তে সুরক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৷ গত কয়েক সপ্তাহে দেশবাসীর মন জয় করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী ৷ কে মন জয় করতে পেরেছেন ? তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷

মঙ্গলবার সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ লেখেন, "আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৷ আমেরিকাকে আরও একবার মহান করে তোলার জন্য ভোটারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সুতরাং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে সকলকে ৷ তাই সকলের কাছে আমার অনুরোধ সময় লাগুক ৷ কিন্তু ভোট দিন ৷"

পড়ুন: আমেরিকায় ভোট, নিউইয়র্কের ব্যালটে একমাত্র ভারতীয় ভাষা বাংলা !

ওয়াশিংটন, 6 নভেম্বর: একের পর এক সুইং স্টেটে জয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৷ জর্জিয়া, নর্থ ক্যারোলিনার পর পেনসিলভেনিয়ায় জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 267টি ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 224টি ইলেক্টোরাল কলেজ ভোট ৷ জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ ৷

সুুইং স্টেটের গুরুত্বপূর্ণ প্রদেশ পেনসিলভেনিয়ার 19টি ইলেক্টোরাল কলেজ ভোটে জিতলেন তিনি ৷ 2016 সালে ডেমোক্র্যাটদের 'নীল দূর্গ' ভেঙে পেনসিলভেনিয়ায় জয় নিশ্চিত করেছিলেন ট্রাম্প ৷ 2020 সালের ভোটে সেই ফলাফল চলে যায় জো বাইডেনের পক্ষে ৷ এবার ফের একবার নিজের দখলে নিলেন ট্রাম্প ৷

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হয় ভোট ৷ দীর্ঘ 4 বছর পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল রিপাবলিকানরা ৷ অন্যদিকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে জয়ী হয়েছেন 38 বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম ৷ তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি ৷ এদিকে সমর্থিত প্রার্থী জয়ের পথে এগিয়ে যেতেই আনন্দিত এক্স-র মালিক ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷

হোয়াইট হাউজের ক্ষমতা দখলে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 270টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে ৷ আর এখানেই সকলের চোখ আমেরিকার আটটি সুইং স্টেটের দিকে। আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন নির্বাচনী ইতিহাস অনুযায়ী, প্রায় প্রতিটি প্রদেশ একই প্রার্থীকে বেছে নেয় ৷ তবে আটটি সুইং স্টেটের ক্ষেত্রে এই ট্রেন্ড কাজ করে না ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন ৷ শেষ পর্যায়ের প্রচারে তাই এই সমস্ত প্রদেশের ভোটারদের মন জয়ে একচুলও জায়গা ছাড়েননি হ্যারিস বা ট্রাম্প কেউই ৷

আমেরিকার প্রেসিডেন্ট ভোটে 'ইলেক্টোরাল কলেজে'র ভূমিকা:

আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন কংগ্রেসের দুই কক্ষে প্রতিটি প্রদেশ থেকে কতজন সদস্য রয়েছে, সেই হিসাবে ইলেক্টর নির্বাচিত হয় ৷ এই সমস্ত প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ হল সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের প্রতিটি 'ইলেক্টোরাল কলেজ' ভোট পেয়ে যাওয়া ৷

ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538 । হোয়াইট হাউজের দখল নিতে হলে একজন প্রার্থীকে অন্তত 270টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে ৷ আগামী 17 ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট প্রদেশের রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন ।

মার্কিন মুলুকে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারের শুরু থেকে কোনও খামতি রাখেননি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷ গর্ভপাত বিল, অধিকার রক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা ৷ অন্যদিকে, মার্কিনিদের নিরাপত্তা, সীমান্তে সুরক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৷ গত কয়েক সপ্তাহে দেশবাসীর মন জয় করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী ৷ কে মন জয় করতে পেরেছেন ? তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷

মঙ্গলবার সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ লেখেন, "আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৷ আমেরিকাকে আরও একবার মহান করে তোলার জন্য ভোটারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সুতরাং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে সকলকে ৷ তাই সকলের কাছে আমার অনুরোধ সময় লাগুক ৷ কিন্তু ভোট দিন ৷"

পড়ুন: আমেরিকায় ভোট, নিউইয়র্কের ব্যালটে একমাত্র ভারতীয় ভাষা বাংলা !
Last Updated : Nov 6, 2024, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.