কলকাতা, 6 নভেম্বর: ভ্যাপসা গরম নয়, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । নভেম্বরের শুরুতে হেমন্তেও শীতের আমেজ গায়ে মাখেনি বঙ্গবাসী ৷ কারণ ঠান্ডা পড়তে এখনও অনেক দেরি ৷ বঙ্গের আবহে আপাতত ঠান্ডার কোনও লক্ষণ নেই। বরং ঠান্ডা-গরমের মিশেলে আবহাওয়ায় এ যেন উলটপুরাণ !
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত এমনই আবহাওয়া চলবে বঙ্গে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে ঠিকই, তবে তাতে শীত দ্রুত পড়বে এমনটা নয় । বরং এই রকম তাপমাত্রা থিতু হবে চলতি মাসের পুরোটাই।
বুধবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ৷ আজ বৃষ্টি হতে পারে কলকাতাতেও ৷
দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায় ৷ এমনটা হবে বাতাসে এখনও থেকে যাওয়া জলীয় বাষ্পের কারণে। আজ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এই মাসের শেষে পরিবর্তন হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আরও পরিবর্তিত হয়ে শীতের আগমনী বার্তা দিতে পারে ডিসেম্ভরের শুরুতে।
মঙ্গলবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 54 শতাংশ।