ঠাকুর কাঁধে নাচ ভক্তদের, কালী বিসর্জনে জনজোয়ার সোনামুখীতে - KALI PUJA IMMERSION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-11-2024/640-480-22831659-thumbnail-16x9-sonamukhi.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Nov 5, 2024, 7:17 PM IST
কালী ঠাকুর বিসর্জন নিয়ে বরাবরই মাতোয়ারা থাকে বাঁকুড়ার সোনামুখী ৷ এবারেও তার ব্যতিক্রম হল না ৷ এখানে সব মিলিয়ে শতাধিক কালীপুজো হলেও রেজিস্টার্ড পুজোর সংখ্যা একুশটি ।
এই পুজোর বিসর্জন চেহারা নেয় কার্নিভালের ৷ সোমবার রাতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সোনামুখী পৌর এলাকায় সম্পন্ন হল শোভাযাত্রা ৷ প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট টাইমে প্রতিটি পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে শোভাযাত্রায় বের হন ৷ প্রশাসন সূত্রে জানা যায়, সোনামুখী পৌর শহরের এই কালী বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও রকম কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়ন করা হয় প্রায় সাতশো পুলিশকর্মী । এই বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী-সহ আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়ে থাকেন । তবে অন্যান্য বছর পুজো কমিটিগুলি যেভাবে আতশবাজির প্রদর্শন করে থাকেন প্রশাসনের উদ্যোগে এ বছর তার পরিমাণ অনেকটাই কমেছে ।