মেদিনীপুর থেকে দুর্গাপুর, মহকুমা শাসককে ফোঁটা যৌনকর্মীদের; ট্রাফিক নিয়ম লঙ্ঘনে সাজা হেলমেট পরিয়ে
🎬 Watch Now: Feature Video
ভাইফোঁটার মতো বিশেষ দিনে সমাজ থেকে বঞ্চিত দুর্বারপল্লীর মহিলাদের কাছে পৌঁছলেন ঘাটালের মহকুমা শাসক। নিলেন ফোঁটা। দিলেন বিশেষ উপহার। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের আরেক প্রান্ত খড়গপুরে ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। আর দুর্গাপুরে হঠাৎ শোনা গেল উলু ও শঙ্খধ্বনি। হেলমেটবিহীন বাইক চালকদের আটকে ললাটে চন্দন আর দূর্বাঘাস দিয়ে দীর্ঘায়ু কামনা করে পরিয়ে দেওয়া হল হেলমেট।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে খড়গপুরের ভাইফোঁটা উদযাপন-
ঘাটালের দুর্বারপল্লীর যৌনকর্মীরা মহকুমা শাসককে ফোঁটা দিয়ে আপ্লুত ৷ পাশাপাশি, মহকুমা শাসক বলেন, "সমাজ থেকে বঞ্চিত এই পল্লীর মহিলাদের কাছে আসতে পেরে খুবই গর্বিত আমরা। আমরা প্রায় 4 বছর ধরে এই শুভদিনে তাঁদের কাছে দৌড়ে আসি। ফোঁটা নিয়ে আরও দশটা মানুষের মতো ওঁদের সমাজের মধ্যে মিশিয়ে দেওয়ার কাজ করি।" রবিবারের কর্মসূচি ঘাটালের মহকুমা প্রশাসন ও রেডক্রস সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়। পরে ভাইয়েরা দিদিদের হাতে তুলে দিলেন উপহার। কিন্তু দিদিরা ভাইদের জানালেন, না-পাওয়ার যন্ত্রণা ৷
অন্যদিকে, খড়গপুরের মোহনপুরে পরিবার-পরিজনহারা বৃদ্ধরা বোনেদের ফোঁটা পেয়ে আপ্লুত ৷ এই বিশেষ দিনে তাঁদের যাতে মনখারাপ না-হয় তার জন্য আয়োজন করা হয়েছিল এই ভাইফোঁটার অনুষ্ঠান।
- এ বিষয়ে ফোঁটা দিয়ে আবাসিকরা বলেন, "একসময় নিজের ভাইকে এবং দাদাকে ফোঁটা দিতাম। আজকের দিনে বিশেষ উৎসব অনুষ্ঠানে মেতে উঠত পরিবার। অন্যদিকে, এই ওল্ডেজ হোমের কর্ণধার রঘুনন্দন হালদার বলেন, "আমার এই হোমে বিশেষভাবে সক্ষম আবাসিকরাও রয়েছেন। আমরা চাই সকল মানুষই ভালো থাক।"
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভাইফোঁটা উদযাপন-
কপালে চন্দন আর মাথায় হেলমেট পরিয়ে ভাইফোঁটা পালন দুর্গাপুরে ৷ খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ।
- দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল-দুর্গাপুরজুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই একটি অঙ্গ হিসাবে ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেটবিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। আমাদের আশা এই কর্মসূচির পর মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।"
- নন্দলাল মণ্ডল নামের এক বাইক চালক বলেন, "আমাদের অসচেতনতার জন্যই বারে বারে দুর্ঘটনার ঘটনা ঘটে। ভাইফোঁটার সকালে হেলমেট পরিয়ে আমাদের ভালো থাকার পরামর্শ দিলেন ট্রাফিকের আধিকারিক আর মহিলাকর্মীরা।"