প্রাক-দোল উৎসবে মেতে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা - Kalyani University
🎬 Watch Now: Feature Video
একদিকে কোরোনা ভাইরাস অন্যদিকে রবীন্দ্রভারতীর ঘটনা । এই দুইয়ের জেরে অনেকটাই ফিকে এবছরের বসন্ত উৎসব । তারই মাঝে প্রাক-দোল উৎসবে মাতল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । প্রভাত ফেরি, রবীন্দ্রনাথের গান এবং রং বেরঙের আবির, সব মিলিয়ে জমজমাট ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এবারের প্রাক-দোল উৎসব ।