ETV Bharat / state

400 টাকা ঘুষ ! দোষী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ আদালতের - SENTENCE FOR TAKING MONEY

দোষী চিকিৎসক সুনীল কুমার সিংয়ের 4 বছরের কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানার আদেশ জারি করেছে আসানসোল সিবিআই আদালত ৷

SENTENCE FOR TAKING MONEY
আসানসোল সিবিআই আদালত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

আসানসোল, 19 ডিসেম্বর: মেট্রোয় চুমু খাওয়ার প্রসঙ্গ নিয়ে দু'দিন আগেই নেটপাড়া স্বরগরম হয়েছিল। অনেকেই জীবনমুখী গায়ক নচিকেতার গানের লাইন কোট করে সোশাল মিডিয়ায় পোস্ট করছিলেন "প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।" কিন্তু সেই দাবিকে নস্যাৎ করেছে আসানসোল সিবিআই আদালতে একটি মামলা।

মেডিক্যাল সার্টিফিকেট দিতে মাত্র 400 টাকা ঘুষ নিয়েছিলেন এক চিকিৎসক। সিবিআইয়ের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। আর এই ঘটনায় 15 বছর ধরে মামলা চলার পর ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করেছে আসানসোল সিবিআই আদালত। দোষী চিকিৎসক সুনীল কুমার সিংয়ের 4 বছরের কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানার আদেশ জারি করেছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

জানা গিয়েছে, ইসিএলের সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ছিলেন সুনীল সিং। 2009 সালে জনৈক দুধনাথ যাদব নামে এক ব্যক্তি মেডিক্য়াল সার্টিফিকেট নিতে গিয়েছিলেন ওই চিকিৎসকের কাছে। চিকিৎসক সুনীল সিং 400 টাকা ঘুষ চান দুধনাথ যাদবের কাছে। এরপরেই দুধনাথ সিবিআইয়ের দ্বারস্থ হন। সিবিআই ফাঁদ পেতে ওই চিকিৎসককে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে। মাত্র 400 টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে গ্রেফতার হন ওই চিকিৎসক সুনীল সিং।

কিন্তু মূল্য যাই হোক না-কেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার পদে থেকে ঘুষ নেওয়া বড় অপরাধ। মামলা শুরু হয় চিকিৎসক সুনীল সিংয়ের বিরুদ্ধে। পরবর্তীকালে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে। আসানসোলে সিবিআই বিশেষ আদালত হওয়ার পরে মামলা আসানসোলে আসে। প্রায় 15 বছর ধরে চলে এই মামলা। শেষ পর্যন্ত চিকিৎসক সুনীল সিংকে এই মামলায় দোষী সাব্যস্ত করে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

সেই জরিমানা না-দিলে চিকিৎসককে আরও 3 মাসের কারাবাসে থাকতে হবে। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান, দুধনাথ যাদব মেডিক্যাল সার্টিফিকেট নিতে আসানসোলের কাল্লাতে ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে গিয়েছিলেন সার্টিফিকেট দেওয়ার জন্য দুধনাথের কাছে 500 টাকা ঘুষ চেয়েছিলেন চিকিৎসক সুনীল সিং। কিন্তু তার বদলে 400 টাকা দেওয়ার রফা হয়। তারপরেই হাতেনাতে ধরা পড়ে সুনীল সিং। আগামিদিনে এই রায়ের প্রেক্ষিতে বৃহত্তর কোর্টেও যেতে পারেন ওই চিকিৎসক। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আসানসোল, 19 ডিসেম্বর: মেট্রোয় চুমু খাওয়ার প্রসঙ্গ নিয়ে দু'দিন আগেই নেটপাড়া স্বরগরম হয়েছিল। অনেকেই জীবনমুখী গায়ক নচিকেতার গানের লাইন কোট করে সোশাল মিডিয়ায় পোস্ট করছিলেন "প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।" কিন্তু সেই দাবিকে নস্যাৎ করেছে আসানসোল সিবিআই আদালতে একটি মামলা।

মেডিক্যাল সার্টিফিকেট দিতে মাত্র 400 টাকা ঘুষ নিয়েছিলেন এক চিকিৎসক। সিবিআইয়ের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। আর এই ঘটনায় 15 বছর ধরে মামলা চলার পর ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করেছে আসানসোল সিবিআই আদালত। দোষী চিকিৎসক সুনীল কুমার সিংয়ের 4 বছরের কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানার আদেশ জারি করেছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

জানা গিয়েছে, ইসিএলের সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ছিলেন সুনীল সিং। 2009 সালে জনৈক দুধনাথ যাদব নামে এক ব্যক্তি মেডিক্য়াল সার্টিফিকেট নিতে গিয়েছিলেন ওই চিকিৎসকের কাছে। চিকিৎসক সুনীল সিং 400 টাকা ঘুষ চান দুধনাথ যাদবের কাছে। এরপরেই দুধনাথ সিবিআইয়ের দ্বারস্থ হন। সিবিআই ফাঁদ পেতে ওই চিকিৎসককে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে। মাত্র 400 টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে গ্রেফতার হন ওই চিকিৎসক সুনীল সিং।

কিন্তু মূল্য যাই হোক না-কেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার পদে থেকে ঘুষ নেওয়া বড় অপরাধ। মামলা শুরু হয় চিকিৎসক সুনীল সিংয়ের বিরুদ্ধে। পরবর্তীকালে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে। আসানসোলে সিবিআই বিশেষ আদালত হওয়ার পরে মামলা আসানসোলে আসে। প্রায় 15 বছর ধরে চলে এই মামলা। শেষ পর্যন্ত চিকিৎসক সুনীল সিংকে এই মামলায় দোষী সাব্যস্ত করে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

সেই জরিমানা না-দিলে চিকিৎসককে আরও 3 মাসের কারাবাসে থাকতে হবে। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান, দুধনাথ যাদব মেডিক্যাল সার্টিফিকেট নিতে আসানসোলের কাল্লাতে ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে গিয়েছিলেন সার্টিফিকেট দেওয়ার জন্য দুধনাথের কাছে 500 টাকা ঘুষ চেয়েছিলেন চিকিৎসক সুনীল সিং। কিন্তু তার বদলে 400 টাকা দেওয়ার রফা হয়। তারপরেই হাতেনাতে ধরা পড়ে সুনীল সিং। আগামিদিনে এই রায়ের প্রেক্ষিতে বৃহত্তর কোর্টেও যেতে পারেন ওই চিকিৎসক। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.