এদের নিয়ে কথা বলতে ঘেন্না করে, রাজীব প্রসঙ্গে মন্তব্য অরূপের
🎬 Watch Now: Feature Video
"এদের নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে, ঘেন্না করে ৷ যাদের কোনও নীতি আদর্শ নেই ৷ যারা কেবল নিজের স্বার্থসিদ্ধির কথা ভাবে ৷" সাংবাদিক বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্নের উত্তরে বললেন অরূপ রায় ৷ বিজেপিকে কটাক্ষ করে বলেন, "বাইরে থেকে লোক এনেও ডুমুরজলার মাঠ ভরাতে পারেনি বিজেপি । প্রচুর টাকা খরচ করেছে ৷ কিন্তু বিজেপির স্বপ্ন সফল হবে না ৷" রবিবার তৃণমূল নেতা ঘোষণা করলেন আগামী 7 ফেব্রুয়ারি ডুমুরজলায় পালটা সভা করবে তৃণমূল ।