ETV Bharat / entertainment

ইউটার্ন বিক্রান্ত ম্যাসির! অবসর নিয়ে ফের মুখ খুললেন অভিনেতা - VIKRANT MASSEY RETIREMENT

অভিনয় ছাড়ছেন না বিক্রান্ত ম্যাসি ৷ তাঁর পোস্টের ভুল ব্যাখা করা হয়েছে ৷ মঙ্গলবার অভিনয় ছাড়ার প্রসঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা ৷

Vikrant Massey
বিক্রান্ত ম্যাসি (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 6:12 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: অভিনয় থেকে ব্রেক নিতে চান ৷ অভিনেতা বিক্রান্ত ম্যাসিস ক্রিপ্টিক পোস্টে হতবাক হয় দেশবাসী তথা সিনেপ্রেমীরা ৷ এরপরেই নেটপাড়ায় ছড়িয়ে যায়, বিনোদন ইন্ডাস্ট্রি থেকে 'অবসর' নিচ্ছেন 'টুয়েলভথ' ফেল অভিনেতা ৷

মঙ্গলবার বিক্রান্ত আরও একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন তাঁর করা পোস্টের ভুল মানে বুঝেছেন সাধারণ মানুষ ৷ পাশাপাশি তিনিও এও জানিয়েছেন সিনেমা জগত থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তাঁর নেই ৷ বরং সিনেপর্দা থেকে কিছুদিনের বিরতি নিতে চেয়েছেন তিনি ৷ শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্য কিছুটা নিজেকে সময় দিতে চেয়েছেন ৷

সংবাদ সংস্থা এএনআই অনুসারে বিক্রান্ত বলেন, "অভিনয়, একমাত্র এটাই আমি করতে পারি ৷ আর আজ আমার যা আছে তা এখান থেকেই পেয়েছি ৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে চাই ৷ আমি শুধু মাত্র কিছুদিনের বিরতি নিতে চাই নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য ৷ এখন আমার একটা মনোটোনি বিষয় অনুভূত হচ্ছে ৷"

এরপর 'দ্য সবরমতি রিপোর্ট' খ্যাত অভিনেতা আরও জানান, "আমার করা পোস্টের ভুল মানে বুঝেছেন সাধারণ মানুষ যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি ৷ আমি কিছুদিন নিজের পরিবার ও স্বাস্থ্যের দিকে নজর দিতে চাইছি ৷ সঠিক সময় হলে আমি আবার ফিরে আসবে অভিনয়ের দুনিয়ায় ৷" এর আগের পোস্টে বিক্রান্ত অনুরাগী ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর পাশে থাকার জন্য ৷

তিনি জানিয়েছিলেন, যে এবার তিনি কারোর স্বামী, কারোর ছেলে কারোর বাবা হিসাবে ঘরে ফিরতে চান ৷ এমন পোস্টের পর দ্য সবরমতি রিপোর্ট-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা যায় অভিনেতাকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-সহ অনান্য নেতা-মন্ত্রীদের সঙ্গে পার্লামেন্টের বালযোগি অডিটোরিয়ামে সিনেমা দেখেন বিক্রান্ত ৷

সিনেমা দেখে বেরিয়ে নিজের অভিজ্ঞতা সাংবাদিকদেক সঙ্গে ভাগ করে নেন বিক্রান্ত ৷ তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনান্য ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে এই ছবি দেখলাম ৷ এটা অসাধারণ একটা অনুভূতি ছিল ৷ আমি শব্দ দিয়ে তা ব্যক্ত করছে পারছি না ৷ আমি সত্যিই খুব আনন্দিত ৷ এটা আমার কেরিয়ারের সবথেকে বড় সাফল্য যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আমাক একটা সিনেমা দেখলাম ৷"

মূলত, 2002 সালের 27 জানুয়ারি গুজরাতের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসের এস-6 কোচ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ ট্রাজিক সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ প্রধানমন্ত্রীও এই ছবি দেখে প্রশংসা করেছেন ৷ তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, "এটা দেখে ভালো লেগেছে যে সত্য সামনে এসেছে ৷ যা সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন ৷ আসলে সত্য সবসময় সামনে চলে আসে ৷"

এই ছবি দেখার পর ইতিমধ্যেই বিজেপি নেত্রী হেমা মালিনী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য সবরমতি রিপোর্ট ছবির কাস্টদের সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ছবি দেখে অভিনয়ের প্রশংসা করেছেন ৷ অনেক জায়গায় এই ছবি ট্যাক্স ফ্রি-ও করে দেওয়া হয় ৷ ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সরনা ৷ মুখ্য চরিত্রে বিক্রান্ত ম্যাসির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রীধি ডোগরা, রাশি খান্নাকে ৷ ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর, আমূল ভি মোহন, অনশূল মোহন ৷

মুম্বই, 3 ডিসেম্বর: অভিনয় থেকে ব্রেক নিতে চান ৷ অভিনেতা বিক্রান্ত ম্যাসিস ক্রিপ্টিক পোস্টে হতবাক হয় দেশবাসী তথা সিনেপ্রেমীরা ৷ এরপরেই নেটপাড়ায় ছড়িয়ে যায়, বিনোদন ইন্ডাস্ট্রি থেকে 'অবসর' নিচ্ছেন 'টুয়েলভথ' ফেল অভিনেতা ৷

মঙ্গলবার বিক্রান্ত আরও একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন তাঁর করা পোস্টের ভুল মানে বুঝেছেন সাধারণ মানুষ ৷ পাশাপাশি তিনিও এও জানিয়েছেন সিনেমা জগত থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তাঁর নেই ৷ বরং সিনেপর্দা থেকে কিছুদিনের বিরতি নিতে চেয়েছেন তিনি ৷ শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্য কিছুটা নিজেকে সময় দিতে চেয়েছেন ৷

সংবাদ সংস্থা এএনআই অনুসারে বিক্রান্ত বলেন, "অভিনয়, একমাত্র এটাই আমি করতে পারি ৷ আর আজ আমার যা আছে তা এখান থেকেই পেয়েছি ৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে চাই ৷ আমি শুধু মাত্র কিছুদিনের বিরতি নিতে চাই নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য ৷ এখন আমার একটা মনোটোনি বিষয় অনুভূত হচ্ছে ৷"

এরপর 'দ্য সবরমতি রিপোর্ট' খ্যাত অভিনেতা আরও জানান, "আমার করা পোস্টের ভুল মানে বুঝেছেন সাধারণ মানুষ যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি ৷ আমি কিছুদিন নিজের পরিবার ও স্বাস্থ্যের দিকে নজর দিতে চাইছি ৷ সঠিক সময় হলে আমি আবার ফিরে আসবে অভিনয়ের দুনিয়ায় ৷" এর আগের পোস্টে বিক্রান্ত অনুরাগী ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর পাশে থাকার জন্য ৷

তিনি জানিয়েছিলেন, যে এবার তিনি কারোর স্বামী, কারোর ছেলে কারোর বাবা হিসাবে ঘরে ফিরতে চান ৷ এমন পোস্টের পর দ্য সবরমতি রিপোর্ট-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা যায় অভিনেতাকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-সহ অনান্য নেতা-মন্ত্রীদের সঙ্গে পার্লামেন্টের বালযোগি অডিটোরিয়ামে সিনেমা দেখেন বিক্রান্ত ৷

সিনেমা দেখে বেরিয়ে নিজের অভিজ্ঞতা সাংবাদিকদেক সঙ্গে ভাগ করে নেন বিক্রান্ত ৷ তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনান্য ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে এই ছবি দেখলাম ৷ এটা অসাধারণ একটা অনুভূতি ছিল ৷ আমি শব্দ দিয়ে তা ব্যক্ত করছে পারছি না ৷ আমি সত্যিই খুব আনন্দিত ৷ এটা আমার কেরিয়ারের সবথেকে বড় সাফল্য যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আমাক একটা সিনেমা দেখলাম ৷"

মূলত, 2002 সালের 27 জানুয়ারি গুজরাতের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসের এস-6 কোচ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ ট্রাজিক সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ প্রধানমন্ত্রীও এই ছবি দেখে প্রশংসা করেছেন ৷ তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, "এটা দেখে ভালো লেগেছে যে সত্য সামনে এসেছে ৷ যা সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন ৷ আসলে সত্য সবসময় সামনে চলে আসে ৷"

এই ছবি দেখার পর ইতিমধ্যেই বিজেপি নেত্রী হেমা মালিনী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য সবরমতি রিপোর্ট ছবির কাস্টদের সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ছবি দেখে অভিনয়ের প্রশংসা করেছেন ৷ অনেক জায়গায় এই ছবি ট্যাক্স ফ্রি-ও করে দেওয়া হয় ৷ ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সরনা ৷ মুখ্য চরিত্রে বিক্রান্ত ম্যাসির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রীধি ডোগরা, রাশি খান্নাকে ৷ ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর, আমূল ভি মোহন, অনশূল মোহন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.