নওদা, 3 ডিসেম্বর: বেসরকারি আবাসিক মিশনে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে । স্কুল কর্তৃপক্ষের দাবি, হস্টেলের ঘরে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণির ওই ছাত্রী । মিলেছে একটি নোট ৷ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও মৃতের পরিবারের দাবি, তাঁদের খবর দেওয়ার আগে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয় । মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ছাত্রীর পরিবার । এই ঘটনায় উত্তেজিত মৃতের পরিবার স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষক তথা জমিদাতা সাহিন মণ্ডলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগে । এছাড়াও তিনজনকে তুলে নিয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে মৃত ছাত্রীর পরিবারের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পাশাপাশি তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে নওদা থানা ৷
স্কুল কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় আমতলার ওই আবাসিক স্কুলে । বর্তমানে 414 জন পড়ুয়া রয়েছে। মৃত ছাত্রী যে ঘরে থাকত সেই ঘরে আরও 12 জন ছাত্রী থাকত । সকাল ন'টা নাগাদ সকলে স্নান করতে যায় । সাড়ে ন'টা নাগাদ এক ছাত্রী এসে দেখে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে । বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে উদ্ধার করে আমতলার এক নার্সিংহোমে নিয়ে আসে ।
এদিকে মৃত ছাত্রীর আত্মীয় মণিরুল মণ্ডল বলেন, "সকাল সাড়ে ন'টায় ঘটনা ঘটেছে । অথচ আমাদের 11টার সময় জানানো হয় মেয়ে অসুস্থ । তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে । তার 10 মিনিট পর বলা হয় সে মারা গিয়েছে । আমরা এসে দেখি দেহ ময়নাতদন্তের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ কী হয়েছিল এখনও আমাদের কাছে স্পষ্ট নয় । কীভাবে মৃত্যু হল তাও অস্পষ্ট । স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণেই এই ঘটনা ।"
এই বিষয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য রেজাউন মল্লিক বলেন, "খুবই ভালো ছাত্রী ছিল । সবার সঙ্গে ভালো ব্যবহার করত । কী কারণে এই গটনা ঘটাল আমাদের জানা নেই । তবে নোট আর ময়নাতদন্তের রিপোর্ট থেকেই সব স্পষ্ট হয়ে যাবে ।"
(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)