ETV Bharat / state

কলকাতায় উদ্ধার 123 কেজি গাঁজা, ধৃত 2 - HUGE GANJA SEIZED IN KOLKATA

বিপুল পরিমাণ গাঁজা-সহ দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ হেস্টিংস থানার কাছে একটি গাড়ি থেকে উদ্ধার 123.402 কেজি গাঁজা ৷

Ganja Recovered in Kolkata
কলকাতায় মিনি ট্রাক থেকে গাঁজা উদ্ধার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2025, 12:57 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা । পুলিশি অভিযানে ব্যর্থ হল পাচারের চেষ্টা ৷ গ্রেফতার দুই যুবক ৷ বাজেয়াপ্ত 123.402 কেজি গাঁজা ৷ বুধবার রাতে হেস্টিংস থানার অন্তর্গত এজেসি বোস রোড এবং বেলভেডিয়ার রোডের সংযোগস্থলে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৷ রাতেই ধৃতদের লালবাজারে নিয়ে যায় পুলিশ । স্থানীয় হেস্টিংস থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ।

সূত্র মারফত খবর পেয়ে রাতেই গাড়িটিকে আটক করে পুলিশ । সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 123.402 কেজি গাঁজা । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন,"যাদের আমরা গ্রেফতার করেছি তাদের নাম সৌরভ বণিক এবং কমল শিকদার । তারা দু'জনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা । উদ্ধার হওয়া গাঁজা মূলত ওড়িশা থেকে নিয়ে আসছিল অভিযুক্তরা । খবর পেয়ে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা গতকাল রাতে হেস্টিংস মোড়ের কাছে ওই গাড়িটিকে আটকায় । এরপর সেটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতেই দেখা যায় বিভিন্ন জিনিসের খাঁজে খাঁজে ঢোকানো রয়েছে একাধিক প্যাকেট । সেই প্যাকেটের মধ্যেই ছিল বিপুল পরিমাণে গাঁজা।"

অন্যদিকে, লালবাজারের নারকোটিক্স সেলের গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওড়িশার এক ব্যবসায়ীর কাছ থেকে এই বিপুল পরিমাণে গাঁজা তারা সংগ্রহ করেছিল । তবে তদন্তের স্বার্থে সেই ব্যবসায়ীর নাম এখনই প্রকাশ্যে আনছেন না তদন্তকারীরা । ইতিমধ্যেই ব্যবসায়ীর খোঁজ পেতে ওড়িশা পুলিশের সঙ্গেও যোগাযোগ করছেন তদন্তকারীরা।

তবে বিপুল পরিমাণ গাঁজা এই রাজ্যে এনে কোথায় সরবরাহ করা হত কিংবা তারা কী উদ্দেশ্যে তা নিয়ে এসেছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
তবে তদন্তকারীদের অনুমান এই ঘটনায় শুধুমাত্র দু'জন নয়, যুক্ত থাকতে পারে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের একাংশ । সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

কলকাতা, 30 জানুয়ারি: গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা । পুলিশি অভিযানে ব্যর্থ হল পাচারের চেষ্টা ৷ গ্রেফতার দুই যুবক ৷ বাজেয়াপ্ত 123.402 কেজি গাঁজা ৷ বুধবার রাতে হেস্টিংস থানার অন্তর্গত এজেসি বোস রোড এবং বেলভেডিয়ার রোডের সংযোগস্থলে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৷ রাতেই ধৃতদের লালবাজারে নিয়ে যায় পুলিশ । স্থানীয় হেস্টিংস থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ।

সূত্র মারফত খবর পেয়ে রাতেই গাড়িটিকে আটক করে পুলিশ । সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 123.402 কেজি গাঁজা । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন,"যাদের আমরা গ্রেফতার করেছি তাদের নাম সৌরভ বণিক এবং কমল শিকদার । তারা দু'জনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা । উদ্ধার হওয়া গাঁজা মূলত ওড়িশা থেকে নিয়ে আসছিল অভিযুক্তরা । খবর পেয়ে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা গতকাল রাতে হেস্টিংস মোড়ের কাছে ওই গাড়িটিকে আটকায় । এরপর সেটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতেই দেখা যায় বিভিন্ন জিনিসের খাঁজে খাঁজে ঢোকানো রয়েছে একাধিক প্যাকেট । সেই প্যাকেটের মধ্যেই ছিল বিপুল পরিমাণে গাঁজা।"

অন্যদিকে, লালবাজারের নারকোটিক্স সেলের গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওড়িশার এক ব্যবসায়ীর কাছ থেকে এই বিপুল পরিমাণে গাঁজা তারা সংগ্রহ করেছিল । তবে তদন্তের স্বার্থে সেই ব্যবসায়ীর নাম এখনই প্রকাশ্যে আনছেন না তদন্তকারীরা । ইতিমধ্যেই ব্যবসায়ীর খোঁজ পেতে ওড়িশা পুলিশের সঙ্গেও যোগাযোগ করছেন তদন্তকারীরা।

তবে বিপুল পরিমাণ গাঁজা এই রাজ্যে এনে কোথায় সরবরাহ করা হত কিংবা তারা কী উদ্দেশ্যে তা নিয়ে এসেছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
তবে তদন্তকারীদের অনুমান এই ঘটনায় শুধুমাত্র দু'জন নয়, যুক্ত থাকতে পারে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের একাংশ । সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.