Durga Puja 2022: ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজোর 50তম বছরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি - মহাষষ্ঠী
🎬 Watch Now: Feature Video
আগামিকাল মহাষষ্ঠীতে দেবীর বোধন ৷ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উত্তর দিনাজপুরের পুজো মণ্ডপগুলিতে ৷ কোথাও আবার চলছে পুজো উদ্বোধন ৷ এ সবের মাঝেই আজ মহাপঞ্চমীতে (Maha Panchami) হেলিকপ্টার থেকে মণ্ডপে পুষ্পবৃষ্টি করে নজর কাড়ল উত্তর দিনাজপুরের ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব পুজো কমিটি (Islampur Kamal Memorial Club Durga Puja) ৷ এ বছর এই ক্লাবের দুর্গাপুজো 50 বছরে পড়ল ৷ দুর্গাপুজোর (Durga Puja 2022) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বড় করে পুজোর আয়োজন করা হয়েছে ৷ হেলিকপ্টার থেকে মণ্ডপে পুষ্পবৃষ্টি করানো হয়েছে ৷ আর সেই দৃশ্য দেখতে ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবে উপচে পড়ল মানুষের ভিড় ৷ পুজোর সম্পাদক কৌশিক গুণ জানিয়েছেন, এ বছর তাঁদের পুজো হেরিটেজ সম্মান পেয়েছে ৷