নয়াদিল্লি, 17 ডিসেম্বর: বিলে কেন্দ্রীয় মন্ত্রীসভার সায় মিলেছে আগেই ৷ লোকসভায় পেশ হল 'এক দেশ, এক নির্বাচন' বিল ৷ মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ বিলের বিরোধিতা করেন বিরোধীরা ৷
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গত 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বিলে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ সূত্রের দাবি, তারপরই বিলটিকে লোকসভায় পেশ করা নিয়ে পদক্ষেপ শুরু করে কেন্দ্র সরকার ৷ সেকারণে মঙ্গলবার বিজেপি-সহ শাসকজোট এনডিএ-র সাংসদদের মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয় ৷ সূত্রের খবর, এদিন লোকসভায় উপস্থিত থাকার জন্য সকল কংগ্রেস সাংসদদের উইপ জারি করা হয়েছে ৷
এদিকে, বিলের বিপক্ষে লোকসভার সেক্রেটরিকে নোটিশ দিয়েছেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি ৷ তাঁর দাবি, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী ৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ৷ তাঁর কথায়, "এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সরাসরি আঘাত করবে ৷ এই ধরণের পদক্ষেপে রাজ্যের স্বায়ত্তশ্বাসন, স্থানীয় গণতান্ত্রিক অধিকার ও ক্ষমতা কেন্দ্রীয়করণের ঝুঁকি রয়েছে ৷"
#WATCH | Delhi: On One Nation One Election, Congress MP Manish Tewari says " it militates against the basic structure of the constitution. india is a union of states, so therefore you cannot arbitrarily cut short the tenure of state assemblies. the fundamental principles of… pic.twitter.com/FYk267giaY
— ANI (@ANI) December 17, 2024
অবশ্য, বিজেপির দাবি দেশ তথা দেশবাসীর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কংগ্রেসকে আক্রমণ করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, "স্বাধীনতার পর ভারতে দুই দশক ধরে এক দেশ এক নির্বাচন ছিল ৷ কংগ্রেস 356 ধারার অপব্যবহার করার পর কয়েকটি রাজ্যে আলাদাভাবে নির্বাচন করা হয় ৷"
#WATCH | On One Nation, One Election Bill, Union Parliamentary Affairs Minister Kiren Rijiju says, " one nation, one election is a very important issue for the nation. it's not for the party or any other individual, it's for the country. when the bill for one nation, one election… pic.twitter.com/wbaJy4dnoO
— ANI (@ANI) December 17, 2024
উল্লেখ্য়, গত 12 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি পাশ হওয়ার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের দ্বারা উত্থাপিত প্রতিটি বৈধ উদ্বেগকে উপেক্ষা করেছে ।" তাঁর দাবি, "কেন্দ্রের এই সিদ্ধান্ত শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী । এর মাধ্যমে বিরোধীদের বুলডোজ করার চেষ্টা করা হচ্ছে ।"
The Union Cabinet has bulldozed their way through with the unconstitutional and anti-federal One Nation, One Election Bill, ignoring every legitimate concern raised by experts and opposition leaders.
— Mamata Banerjee (@MamataOfficial) December 12, 2024
This is not a carefully-considered reform; it's an authoritarian imposition…
এদিন, সংসদের দুই কক্ষেই এই বিলের বিরোধীতা করবে তৃণমূল কংগ্রেস বলে সাফ জানিয়েছেন দলের সাংসদ সৌগত রায় ৷ তিনি বলেন, "দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এই বিলের তীব্র প্রতিবাদ করা হবে ৷"
প্রসঙ্গত, 'এক দেশ এক নির্বাচন' কার্যকর করা নিয়ে গত বছর একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র ৷ কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 18 হাজার পাতার রিপোর্ট জমা দেয় কমিটি ৷ সেই রিপোর্ট পর্যালোচনার পর বিলটি পাশ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷