কলকাতা, 31 জানুয়ারি: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে শুরু হল আলোকচিত্র শিল্পী শম্ভু দাসের অষ্টম একক শিল্প প্রদর্শনী ৷ 30 জানুয়ারি এর সূচনা করলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, চিত্রকর হিরণ মিত্র, আলোকচিত্রী বিশ্বনাথ সেনগুপ্ত । তাঁরা ছাড়াও হাজির ছিলেন বহু শিল্পমনস্ক মানুষ । 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী । সময় দুপুর 12টা থেকে রাত আটটা ।
গ্যালারিতে সব মিলিয়ে রয়েছে মোট 30টি ছবি । প্রতিটিতেই রয়েছে মুখের আদল । এক একটি এক এক রকমের । এদিন শম্ভু দাসের লেখা 'বিয়ন্ড দ্য লেন্স' শীর্ষক একটি বইও প্রকাশিত হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত প্রদর্শনীতে । শিল্পী কোভিডের সময়ে বাড়িতে বসে লিখেছেন এই বই । শম্ভু দাস নিজেই জানিয়েছেন বইটিতে রয়েছে মোট 50টি ছবি ।
ইটিভি ভারতকে তিনি বলেন, "ছবি মাত্রেই কোনও না কোনও কথা বলে । এখানে সজ্জিত ছবিগুলিও আমার সঙ্গে কথা বলে । তবে, কী কথা বলে আমি বলব না । ছবি দর্শকের সঙ্গে কী কথা বলে সেটা দর্শককে বুঝে নিতে হবে । কারণ প্রত্যেকটা ছবিই কথা বলে । আর এখানে সব ছবিতেই রয়েছে মুখের আদল । প্রতিটি ছবিরই একটি অভিব্যক্তি আছে । চিত্রকরেরা যা দেখেন তা তোলেন না । যা দেখতে চান তা তোলেন । এখানেও তেমনটাই আছে । কারও ভালো লাগবে কারও মন্দ । দর্শকই শ্রেষ্ঠ বিচারক । আমি শুরু থেকেই ভিন্ন কিছু কাজ করতে চেয়েছিলাম । যা আমি দেখতে পাচ্ছি শুধু সেটাতেই বসে না থেকে, যা আমি দেখতে পাচ্ছি না সেটাও ধরার চেষ্টা করেছি ছবিগুলিতে ।"
এদিন প্রদর্শনী ঘুরে ঘুরে দেখলেন গৌতম ঘোষ । তিনি বলেন, "অত্যন্ত সুন্দর একটা প্রদর্শনী । সব বয়সের মানুষের মধ্যে সৃজনশীলতা আছে । প্রযুক্তিগত কারণে অনেক কিছু পালটে যাচ্ছে । তবে হ্যাঁ, সময়ের সঙ্গে তাল দিয়ে প্রযুক্তির প্রয়োজন আছে, বদলেরও প্রয়োজন । কিন্তু তা ইতিহাসকে ভুলে গিয়ে নয় ।"