ETV Bharat / state

জলপাইগুড়িতে ভারত-ভুটানের বৈঠকে পাচার ও বন্যা রোধে একাধিক প্রস্তাব - INDIA BHUTAN MEETING

জলপাইগুড়িতে ভারত-ভুটান বর্ডার ডিস্ট্রিক্ট কো অর্ডিনেশন কমিটির বৈঠকে পাচার ও বন্যা রোধে একাধিক প্রস্তাব উঠে এল ৷ পারস্পরিক সহযোগিতায় সম্মত দুই দেশ ৷

ETV BHARAT
জলপাইগুড়িতে ভারত-ভুটান বর্ডার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 7:39 PM IST

জলপাইগুড়ি, 31 জানুয়ারি: ভুটান সীমান্ত দিয়ে মাদক, বন্যপ্রাণীর দেহাংশ ও অন্যান্য সামগ্রী যথেচ্ছভাবে পাচার হচ্ছে । তা বন্ধ করতে ভারত ও ভুটান যৌথ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল । পাশাপাশি ভুটান পাহাড়ের জলে বন্যা রুখতেও বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফে ।ভারত-ভুটান বর্ডার ডিস্ট্রিক্ট কো অর্ডিনেশন কমিটির বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দুই দেশ ।

ভারত ও ভুটানের মধ্যে দুই দিনের বৈঠকে প্রতিবেশী দেশের কাছে উত্তরবঙ্গের জেলা পুলিশ ও প্রশাসনের তরফে বেশকিছু অভিযোগ তুলে ধরা হয় ।পাশাপাশি ভুটান সরকারকে পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় । ভুটান থেকে অনবরত মদ, পেট্রল, কেরোসিন পাচার হচ্ছে, বন্যপ্রাণীর দেহাংশ পাচার হচ্ছে ৷ পাচার রোধে দুই দেশের পুলিশ ও সীমান্তের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে বলে ঠিক হয়েছে ৷

ETV BHARAT
ভারত-ভুটানের বৈঠকে পাচার ও বন্যা রোধে একাধিক প্রস্তাব (নিজস্ব চিত্র)

ভুটান ও পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া জেলাগুলোর মধ্যে প্রশাসনিক পর্যায়ের বর্ডার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন বৈঠক শুরু হয় বৃহস্পতিবার ৷ দুই দিনের এই বৈঠক চলে ডুয়ার্সের চালসার একটি বেসরকারি রিসর্টে । ভুটান সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে 26তম বৈঠক অনুষ্ঠিত হয় ।

এই বৈঠকে পশ্চিমবঙ্গের পক্ষে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল, উত্তরবঙ্গ পুলিশের আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, বনবিভাগের এপিসিসিএফ রাজেশ কুমার-সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপাররা । ভুটান সরকারের তরফে 22 জনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভুটানের ডিরেক্টর জেনারেল দাসো পাসং দর্জি, ভুটানের নিরাপত্তা বিষয়ক আধিকারিক কর্মা দর্জি-সহ অন্যান্যরা ।

দুই দেশের এই বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, বনসৃজন, ভুটান থেকে নেমে আসা নদীর মুখে ডলোমাইট উত্তোলন করে না রাখার প্রস্তাব ভারতের থেকে দেওয়া হয়েছে । ভুমিক্ষয় রোধে ভুটান পাহাড়ে পর্যাপ্ত গাছ লাগানোর প্রস্তাবও দেওয়া হয়েছে । প্রতি বছর ভুটানের থেকে আসা জলে এই রাজ্যের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা হয় ৷ এই বন্যা কীভাবে রোখা যায় তাও আলোচনা হয় দু দেশের বৈঠকে।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, "ভুটান থেকে যে পাচার চলে, তা নিয়ন্ত্রণ করতে আমরা দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান করব । কত তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করা যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে সম্মত হয়েছে দু দেশ ৷ পাশাপাশি আমরা লক্ষ্য করেছি, গাঁজা-সহ মাদক দ্রব্য ভুটানে পাচার হয় ৷ তা কীভাবে রোখা যায়, সেবিষয়ে আমরা তথ্য দেওয়া-নেওয়া করে কড়া পদক্ষেপ করব । ভুটানের জলে ভারতে বন্যা হয়, যাতে রিয়েল টাইম বৃষ্টির পরিমাপ জানা যায়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে ।"

জলপাইগুড়ি, 31 জানুয়ারি: ভুটান সীমান্ত দিয়ে মাদক, বন্যপ্রাণীর দেহাংশ ও অন্যান্য সামগ্রী যথেচ্ছভাবে পাচার হচ্ছে । তা বন্ধ করতে ভারত ও ভুটান যৌথ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল । পাশাপাশি ভুটান পাহাড়ের জলে বন্যা রুখতেও বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফে ।ভারত-ভুটান বর্ডার ডিস্ট্রিক্ট কো অর্ডিনেশন কমিটির বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দুই দেশ ।

ভারত ও ভুটানের মধ্যে দুই দিনের বৈঠকে প্রতিবেশী দেশের কাছে উত্তরবঙ্গের জেলা পুলিশ ও প্রশাসনের তরফে বেশকিছু অভিযোগ তুলে ধরা হয় ।পাশাপাশি ভুটান সরকারকে পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় । ভুটান থেকে অনবরত মদ, পেট্রল, কেরোসিন পাচার হচ্ছে, বন্যপ্রাণীর দেহাংশ পাচার হচ্ছে ৷ পাচার রোধে দুই দেশের পুলিশ ও সীমান্তের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে বলে ঠিক হয়েছে ৷

ETV BHARAT
ভারত-ভুটানের বৈঠকে পাচার ও বন্যা রোধে একাধিক প্রস্তাব (নিজস্ব চিত্র)

ভুটান ও পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া জেলাগুলোর মধ্যে প্রশাসনিক পর্যায়ের বর্ডার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন বৈঠক শুরু হয় বৃহস্পতিবার ৷ দুই দিনের এই বৈঠক চলে ডুয়ার্সের চালসার একটি বেসরকারি রিসর্টে । ভুটান সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে 26তম বৈঠক অনুষ্ঠিত হয় ।

এই বৈঠকে পশ্চিমবঙ্গের পক্ষে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল, উত্তরবঙ্গ পুলিশের আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, বনবিভাগের এপিসিসিএফ রাজেশ কুমার-সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপাররা । ভুটান সরকারের তরফে 22 জনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভুটানের ডিরেক্টর জেনারেল দাসো পাসং দর্জি, ভুটানের নিরাপত্তা বিষয়ক আধিকারিক কর্মা দর্জি-সহ অন্যান্যরা ।

দুই দেশের এই বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, বনসৃজন, ভুটান থেকে নেমে আসা নদীর মুখে ডলোমাইট উত্তোলন করে না রাখার প্রস্তাব ভারতের থেকে দেওয়া হয়েছে । ভুমিক্ষয় রোধে ভুটান পাহাড়ে পর্যাপ্ত গাছ লাগানোর প্রস্তাবও দেওয়া হয়েছে । প্রতি বছর ভুটানের থেকে আসা জলে এই রাজ্যের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা হয় ৷ এই বন্যা কীভাবে রোখা যায় তাও আলোচনা হয় দু দেশের বৈঠকে।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, "ভুটান থেকে যে পাচার চলে, তা নিয়ন্ত্রণ করতে আমরা দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান করব । কত তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করা যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে সম্মত হয়েছে দু দেশ ৷ পাশাপাশি আমরা লক্ষ্য করেছি, গাঁজা-সহ মাদক দ্রব্য ভুটানে পাচার হয় ৷ তা কীভাবে রোখা যায়, সেবিষয়ে আমরা তথ্য দেওয়া-নেওয়া করে কড়া পদক্ষেপ করব । ভুটানের জলে ভারতে বন্যা হয়, যাতে রিয়েল টাইম বৃষ্টির পরিমাপ জানা যায়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.