ETV Bharat / state

ফিরহাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত, মন্তব্য রাহুল সিনহার - BJP SLAMS FIRHAD HAKIM

সংখ্যালঘু ও সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্যে ঘরে-বাইরে চাপের মুখে ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

বর্ধমান, 17 ডিসেম্বর: সংখ্যালঘু ও সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্যে ঘরে-বাইরে চাপে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে সরব হয়েছে বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও ৷ ফিরহাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

সোমবার বর্ধমানে রাহুল সিনহা ফিরহাদ হাকিমকে একহাত নেন। তাঁর মতে, ফিরহাদের সঙ্গে উগ্রপন্থী যোগাযোগ না-থাকলে এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না। পাশাপাশি, বাংলার মুসলিম সংগঠনগুলো বাংলাদেশ কাণ্ডে চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা।

ফিরহাদের সমালোচনায় বিজেপি (নিজস্ব চিত্র)

রাহুল সিনহা বলেন, "বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন নিপীড়নের মধ্যেই পরিস্থিতির লাভ নেওয়ার জন্য ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, সেটা সম্পূর্ণ পরিকল্পনা ও উদ্দেশ্যপ্রণোদিত ৷ ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ যখন বাংলাদেশে আগুন জ্বলছে, সেই আগুনকে এখানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মাথায় নিয়েই ফিরহাদ হাকিম এই মন্তব্য করেছেন। অবিলম্বে ফিরহাদ হাকিমের বিষয়ে এনআইএ-এর তদন্ত করা উচিত ৷"

তিনি আরও বলেন, "উগ্রপন্থী যোগাযোগ না-থাকলে কিংবা রাষ্ট্র ভক্তির বিন্দুমাত্র উপাদান থাকলে তিনি এই কথা বলতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, শুধুমাত্র ভর্ৎসনা করে লাভ নেই। ফিরহাদ হাকিমের মতো ব্যক্তি কলকাতার মেয়র পদে থাকার যোগ্য নয়। একটা অযোগ্য ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসানো হয়েছে ৷ অবিলম্বে ফিরহাদ হাকিমের অপসারণ করা উচিত। ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের পিছনে আসল রহস্য বের করতে হবে। কারা এর পিছনে মদত দিচ্ছে দেখতে হবে। কোন উগ্রবাদের যোগাযোগে এই ধরনের মন্তব্য হয়েছে, তা জানতে এনআইএ তদন্তের দাবি জানাই।"

বাংলাদেশ প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, "আজ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মেলবন্ধন হচ্ছে ৷ যেটা ভারতের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। একদিকে উগ্রপন্থী ছিল অন্যদিকে আরও একটা উগ্রপন্থী তৈরি হচ্ছে । বাংলার মুসলিম সংগঠনগুলো চুপ কেন ? নিজেদের ভারতীয় হিসেবে পরিগণিত করতে গেলে বাংলাদেশে যা চলছে, তার বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলো গর্জে ওঠা উচিত। তাদের আওয়াজ তোলা উচিত। সেখানে ফিরহাদ হাকিম এই রাজ্যে কীভাবে মুসলিম আধিপত্য গড়তে পারে, সেই চিন্তা করছেন। তাহলে কি মনে হয়, এরা ভারতের লোক ? এরা কি আদৌ ভারতের মঙ্গল চায় ? নাকি ধর্মের মঙ্গল চায়। তারা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি ।"

বর্ধমান, 17 ডিসেম্বর: সংখ্যালঘু ও সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্যে ঘরে-বাইরে চাপে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে সরব হয়েছে বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও ৷ ফিরহাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

সোমবার বর্ধমানে রাহুল সিনহা ফিরহাদ হাকিমকে একহাত নেন। তাঁর মতে, ফিরহাদের সঙ্গে উগ্রপন্থী যোগাযোগ না-থাকলে এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না। পাশাপাশি, বাংলার মুসলিম সংগঠনগুলো বাংলাদেশ কাণ্ডে চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন এই বিজেপি নেতা।

ফিরহাদের সমালোচনায় বিজেপি (নিজস্ব চিত্র)

রাহুল সিনহা বলেন, "বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন নিপীড়নের মধ্যেই পরিস্থিতির লাভ নেওয়ার জন্য ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, সেটা সম্পূর্ণ পরিকল্পনা ও উদ্দেশ্যপ্রণোদিত ৷ ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ যখন বাংলাদেশে আগুন জ্বলছে, সেই আগুনকে এখানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মাথায় নিয়েই ফিরহাদ হাকিম এই মন্তব্য করেছেন। অবিলম্বে ফিরহাদ হাকিমের বিষয়ে এনআইএ-এর তদন্ত করা উচিত ৷"

তিনি আরও বলেন, "উগ্রপন্থী যোগাযোগ না-থাকলে কিংবা রাষ্ট্র ভক্তির বিন্দুমাত্র উপাদান থাকলে তিনি এই কথা বলতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, শুধুমাত্র ভর্ৎসনা করে লাভ নেই। ফিরহাদ হাকিমের মতো ব্যক্তি কলকাতার মেয়র পদে থাকার যোগ্য নয়। একটা অযোগ্য ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসানো হয়েছে ৷ অবিলম্বে ফিরহাদ হাকিমের অপসারণ করা উচিত। ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের পিছনে আসল রহস্য বের করতে হবে। কারা এর পিছনে মদত দিচ্ছে দেখতে হবে। কোন উগ্রবাদের যোগাযোগে এই ধরনের মন্তব্য হয়েছে, তা জানতে এনআইএ তদন্তের দাবি জানাই।"

বাংলাদেশ প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, "আজ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মেলবন্ধন হচ্ছে ৷ যেটা ভারতের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। একদিকে উগ্রপন্থী ছিল অন্যদিকে আরও একটা উগ্রপন্থী তৈরি হচ্ছে । বাংলার মুসলিম সংগঠনগুলো চুপ কেন ? নিজেদের ভারতীয় হিসেবে পরিগণিত করতে গেলে বাংলাদেশে যা চলছে, তার বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলো গর্জে ওঠা উচিত। তাদের আওয়াজ তোলা উচিত। সেখানে ফিরহাদ হাকিম এই রাজ্যে কীভাবে মুসলিম আধিপত্য গড়তে পারে, সেই চিন্তা করছেন। তাহলে কি মনে হয়, এরা ভারতের লোক ? এরা কি আদৌ ভারতের মঙ্গল চায় ? নাকি ধর্মের মঙ্গল চায়। তারা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.