ETV Bharat / state

জঙ্গিদের হাতে নকল পরিচয়পত্র তুলে দিতেন ! গ্রেফতার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী - FAKE PASSPORT SCAM

এসটিএফের দাবি, ধৃত ব্যক্তির কাছ থেকে একাধিক নথিপত্র ও জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে । এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন পোস্ট অফিসের আধিকারিকরাও ।

Kolkata Police
জাল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে বড়সড় সাফল্য লালবাজারের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: নকল আধার, ভোটার কার্ড, পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ । ধৃত ব্যক্তির নাম তারকনাথ সেন । তাঁকে সোমবার রাতে উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা গতকাল উত্তর 24 পরগনা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছি । আমাদের সন্দেহের তালিকায় আরও বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে । সঠিক প্রমাণ পেলে তাদেরকেও গ্রেফতার করা হবে ।"

জঙ্গিদের আনাগোনা সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কলকাতায় হানা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ । মূলত তদন্তের গোড়ার দিকে কলকাতার নিউমার্কেট এবং বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল তারা । এনআইএ'র অভিযোগ ছিল, ভিন রাজ্য হয়ে কলকাতায় এসে বেশ কয়েকমাস আত্মগোপন করেছিল চার থেকে ছ'জন আলকায়দা জঙ্গি । ওইসব জঙ্গিরা কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাদের কাছে ছিল জাল পাসপোর্ট-সহ একাধিক নকল পরিচয়পত্র ৷

এছাড়াও প্রায় দু'বছর ধরে জাল নথিপত্র নিয়ে কলকাতায় বেআইনিভাবে থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । সেই বিএনপি নেতার কাছ থেকে নকল নথিপত্র উদ্ধার করা হয়েছিল । ওই দুটি ঘটনাতে একই অভিযোগ সামনে এসেছিল, প্রত্যেকেই নকল পাসপোর্ট ভিসা, আধার কার্ড দিয়ে এই শহরে নিজেদের গোপন করেছিল । সেই ঘটনার তদন্তে নেমে তারকনাথ সেনকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ তাদের দাবি, ধৃত ব্যক্তির কাছ থেকে একাধিক নথিপত্র ও জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে ।

প্রসঙ্গত, বিএনপি নেতার কাছ থেকে নকল নথিপত্র উদ্ধারের ঘটনার পরেই কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা প্রতিটি থানা এবং কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন, যাতে নকল পরিচয়পত্রের কারবারীদের গ্রেফতার করা হয় । সেই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল লালবাজার ।

এর মধ্যেই তদন্তকারীরা জানতে পারে যে, নকল পরিচয়পত্র এবং সেইগুলি একাধিক সন্দেহভাজন ব্যক্তিদের হাতে সরবরাহ করে দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছে বেশ কয়েকজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মী । সেই অনুযায়ী উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা তারকনাথ সেনের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা । এরপরেই দেরি না করে সোমাবার রাতেই বসিরহাট জেলা পুলিশের সাহায্যে সেখান থেকে গ্রেফতার করা হয় তারককে ।

তবে তদন্তকারীদের একাংশের অনুমান, এত বড় একটি ঘটনার সঙ্গে কোনোভাবেই শুধুমাত্র পোস্ট অফিসের অস্থায়ী কর্মীরা যুক্ত রয়েছে তেমনটা নয় । বরং এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন পোস্ট অফিসের স্থায়ী কর্মী থেকে আধিকারিকরাও । তারকনাথ সেনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তদন্তকারীরা ওই সকল প্রশ্নের উত্তর খুঁজে বার করবেন বলে জানা গিয়েছে ।

কলকাতা, 17 ডিসেম্বর: নকল আধার, ভোটার কার্ড, পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ । ধৃত ব্যক্তির নাম তারকনাথ সেন । তাঁকে সোমবার রাতে উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা গতকাল উত্তর 24 পরগনা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছি । আমাদের সন্দেহের তালিকায় আরও বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে । সঠিক প্রমাণ পেলে তাদেরকেও গ্রেফতার করা হবে ।"

জঙ্গিদের আনাগোনা সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কলকাতায় হানা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ । মূলত তদন্তের গোড়ার দিকে কলকাতার নিউমার্কেট এবং বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল তারা । এনআইএ'র অভিযোগ ছিল, ভিন রাজ্য হয়ে কলকাতায় এসে বেশ কয়েকমাস আত্মগোপন করেছিল চার থেকে ছ'জন আলকায়দা জঙ্গি । ওইসব জঙ্গিরা কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাদের কাছে ছিল জাল পাসপোর্ট-সহ একাধিক নকল পরিচয়পত্র ৷

এছাড়াও প্রায় দু'বছর ধরে জাল নথিপত্র নিয়ে কলকাতায় বেআইনিভাবে থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । সেই বিএনপি নেতার কাছ থেকে নকল নথিপত্র উদ্ধার করা হয়েছিল । ওই দুটি ঘটনাতে একই অভিযোগ সামনে এসেছিল, প্রত্যেকেই নকল পাসপোর্ট ভিসা, আধার কার্ড দিয়ে এই শহরে নিজেদের গোপন করেছিল । সেই ঘটনার তদন্তে নেমে তারকনাথ সেনকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ তাদের দাবি, ধৃত ব্যক্তির কাছ থেকে একাধিক নথিপত্র ও জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে ।

প্রসঙ্গত, বিএনপি নেতার কাছ থেকে নকল নথিপত্র উদ্ধারের ঘটনার পরেই কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা প্রতিটি থানা এবং কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন, যাতে নকল পরিচয়পত্রের কারবারীদের গ্রেফতার করা হয় । সেই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল লালবাজার ।

এর মধ্যেই তদন্তকারীরা জানতে পারে যে, নকল পরিচয়পত্র এবং সেইগুলি একাধিক সন্দেহভাজন ব্যক্তিদের হাতে সরবরাহ করে দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছে বেশ কয়েকজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মী । সেই অনুযায়ী উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা তারকনাথ সেনের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা । এরপরেই দেরি না করে সোমাবার রাতেই বসিরহাট জেলা পুলিশের সাহায্যে সেখান থেকে গ্রেফতার করা হয় তারককে ।

তবে তদন্তকারীদের একাংশের অনুমান, এত বড় একটি ঘটনার সঙ্গে কোনোভাবেই শুধুমাত্র পোস্ট অফিসের অস্থায়ী কর্মীরা যুক্ত রয়েছে তেমনটা নয় । বরং এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন পোস্ট অফিসের স্থায়ী কর্মী থেকে আধিকারিকরাও । তারকনাথ সেনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তদন্তকারীরা ওই সকল প্রশ্নের উত্তর খুঁজে বার করবেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.