ETV Bharat / lifestyle

বিয়ের রিসেপশনের মত বিশেষ দিনে তাক লাগাচ্ছেন বাঙালি তারকারা; চিন্তিত না হয়ে এভাবেই সাজতে পারেন আপনিও - RECEPTION LOOK

বিয়ের রিশেপসনে কোন রঙের লেহেঙ্গা কিনবেন ? কীভাবে সাজগোজ হবে এই নিয়ে চিন্তিত থাকেনই সবাই ৷ আপনি চাইলে অভিনেত্রীদের এই লুকগুলিও ক্রিয়েট করতে পারেন ৷

Lehenga-look
বিয়ের রিশেপসনে সাজুন এইভাবে (Instagram)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 21, 2025, 1:00 PM IST

বিয়ে মানেই কি কনের পোশাকে লাল রঙের ছড়াছড়ি ? বলিউড থেকে টলিউড চিরাচরিত এই ধারনা ভেঙেছেন বেশ অনেক নায়িকাই । লাল নয়, বিয়ের পোশাকের জন্য অন্য রঙকে বেছে নিয়েছেন বেশ কিছু নায়িকা । এখন বিয়ের পরে লেহেঙ্গা পড়ার জন্য বেশ চর্চা শুরু হয়ে যায় ৷

বিয়ের জন্য সাজগোজ ও পোশাক নিয়ে প্রস্তুতি চলতে থাকে বহুদিন ধরে ৷ প্রায় প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে বিয়ে নিয়ে ৷ জীবনের বিশেষ দিনটা প্রত্যেকের কাছেই খুব আনন্দের । অনেক আগে থেকেই ভাবা শুরু হয়ে যায় কেমন বেনারসি পরা হবে, মেকআপ কেমন হবে ৷ বিশেষকরে রিসেপশনে কী ধরনের লেহেঙ্গা পরলে ভালো লাগবে ৷

বিয়ে মানেই সবার মনেই চর্চা তুঙ্গে ৷ বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গাকে প্রতিস্থাপন করার মতো জাঁকজমকপূর্ণ সাজ, বেনারসি শাড়ি ছাড়া আর কিছু দিতে পারে বলে সেভাবে দেখা যায় না । আপনি যদি চিন্তিত থাকেন কোন ধরনের লেহেঙ্গা পরবেন তা নিয়ে তাহলে এখনই দেখে নিন নজরকাড়া কিছু সাজগোজ ৷ আপনিও যদি লেহেঙ্গা লুকের আইডিয়া পেতে চান বাংলা টেলিভিশনের অভিনেত্রীদের এই লুকগুলি ফলো করতে পারেন ৷ একনজরে দেখে নিন তালিকা ৷

শ্বেতা ভট্টাচার্য: জনপ্রিয় অভেত্রী ৷ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে বিবাহ ৷ বিয়ের রিসেপশনে পরেছিলেন লেহেঙ্গা ৷ হালকা আকাশি রঙের নেটের লেহেঙ্গায় দ্যুতি ছড়াচ্ছেন শ্বেতা । সঙ্গে ম্যাচ করে নেকলেস ও মানানসই দুল ৷ যা শ্বেতার লুকে এক নজরকাড়া সুন্দর বর্ণ ৷ মুখে হালকা মেকআপ ও মাথায় ফুল ৷ আপনিও এইরকম একটা সাজ ক্রিয়েট করতে পারেন ৷

কৌশাম্বি চক্রবর্তী: টলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ কৌশাম্বী চক্রবর্তী । রিসেপশন লুকে কৌশাম্বি পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা । চুল কার্ল করে খুলে রেখেছিলেন ৷ মাথায় ছিল সাদা ফুল । আপনিও এই রকম একটা লেহেঙ্গা লুক তৈরি করতে পারেন ৷

তৃনা সাহা: বিবাহ বন্ধনে নীল ভট্টাচার্যের সঙ্গে তৃনা সাহা আবদ্ধ হয়েছেন বেশ কয়েকবছর হল । বিয়ের সাজের পর রিসেপশনে মেরুন রঙা ডিজাইনার লেহেঙ্গাতে বেশ মানিয়েছিল তৃণাকে । খোলা চুল । সিঁথিতে চওড়া সিঁদুর । সোনার গয়না সঙ্গে কস্টিউম জুয়েলারি । ঠিক এভাবেই ভালবাসার দিনে সেজেছিলেন নতুন কনে তৃণা সাহা । হালকা রঙ ছেড়ে একটু ডিপ রঙের লুক এইভাবেই নিজেকে তৈরি করতে পারেন ৷

রূপসা চট্টোপাধ্যায়: ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা । বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে । মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ এবং সর্বোপরি বিয়ে- সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া । সাবেকি বেনারসিতে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের সাজ অসাধারণ ছিল ৷ তবে বিয়ের সাজের সঙ্গে নজর কেড়েছেন রিসেপশনের লেহেঙ্গা লুকে ৷ এই সাজেও এক্কেবারে চমকে দিলেন টলি সুন্দরী রূপসা । রিসেপশনে পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা । গলা জুড়ে শোভা পাচ্ছিল স্বর্ণখচিত গহনা ।

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর বউমা হয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ৷ নেগেটিভ চরিত্রে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী ৷ নজর কেড়েছেন বিয়ে থেকে শুরু করে রিশেপসন লুকে ৷ রিসেপশনের সাজে ছিল হালকা চমক ৷ হালকা বেগুনি রঙের ফ্লোরাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷ সঙ্গে গলায় হিরের নেকলেস আর ঢেউ খেলানো খোলা চুলে অপরূপা নতুন কনে । আপনিও এইরকম একটা লুকে ধরা দিতে পারেন ৷

বিয়ে মানেই কি কনের পোশাকে লাল রঙের ছড়াছড়ি ? বলিউড থেকে টলিউড চিরাচরিত এই ধারনা ভেঙেছেন বেশ অনেক নায়িকাই । লাল নয়, বিয়ের পোশাকের জন্য অন্য রঙকে বেছে নিয়েছেন বেশ কিছু নায়িকা । এখন বিয়ের পরে লেহেঙ্গা পড়ার জন্য বেশ চর্চা শুরু হয়ে যায় ৷

বিয়ের জন্য সাজগোজ ও পোশাক নিয়ে প্রস্তুতি চলতে থাকে বহুদিন ধরে ৷ প্রায় প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে বিয়ে নিয়ে ৷ জীবনের বিশেষ দিনটা প্রত্যেকের কাছেই খুব আনন্দের । অনেক আগে থেকেই ভাবা শুরু হয়ে যায় কেমন বেনারসি পরা হবে, মেকআপ কেমন হবে ৷ বিশেষকরে রিসেপশনে কী ধরনের লেহেঙ্গা পরলে ভালো লাগবে ৷

বিয়ে মানেই সবার মনেই চর্চা তুঙ্গে ৷ বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গাকে প্রতিস্থাপন করার মতো জাঁকজমকপূর্ণ সাজ, বেনারসি শাড়ি ছাড়া আর কিছু দিতে পারে বলে সেভাবে দেখা যায় না । আপনি যদি চিন্তিত থাকেন কোন ধরনের লেহেঙ্গা পরবেন তা নিয়ে তাহলে এখনই দেখে নিন নজরকাড়া কিছু সাজগোজ ৷ আপনিও যদি লেহেঙ্গা লুকের আইডিয়া পেতে চান বাংলা টেলিভিশনের অভিনেত্রীদের এই লুকগুলি ফলো করতে পারেন ৷ একনজরে দেখে নিন তালিকা ৷

শ্বেতা ভট্টাচার্য: জনপ্রিয় অভেত্রী ৷ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে বিবাহ ৷ বিয়ের রিসেপশনে পরেছিলেন লেহেঙ্গা ৷ হালকা আকাশি রঙের নেটের লেহেঙ্গায় দ্যুতি ছড়াচ্ছেন শ্বেতা । সঙ্গে ম্যাচ করে নেকলেস ও মানানসই দুল ৷ যা শ্বেতার লুকে এক নজরকাড়া সুন্দর বর্ণ ৷ মুখে হালকা মেকআপ ও মাথায় ফুল ৷ আপনিও এইরকম একটা সাজ ক্রিয়েট করতে পারেন ৷

কৌশাম্বি চক্রবর্তী: টলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ কৌশাম্বী চক্রবর্তী । রিসেপশন লুকে কৌশাম্বি পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা । চুল কার্ল করে খুলে রেখেছিলেন ৷ মাথায় ছিল সাদা ফুল । আপনিও এই রকম একটা লেহেঙ্গা লুক তৈরি করতে পারেন ৷

তৃনা সাহা: বিবাহ বন্ধনে নীল ভট্টাচার্যের সঙ্গে তৃনা সাহা আবদ্ধ হয়েছেন বেশ কয়েকবছর হল । বিয়ের সাজের পর রিসেপশনে মেরুন রঙা ডিজাইনার লেহেঙ্গাতে বেশ মানিয়েছিল তৃণাকে । খোলা চুল । সিঁথিতে চওড়া সিঁদুর । সোনার গয়না সঙ্গে কস্টিউম জুয়েলারি । ঠিক এভাবেই ভালবাসার দিনে সেজেছিলেন নতুন কনে তৃণা সাহা । হালকা রঙ ছেড়ে একটু ডিপ রঙের লুক এইভাবেই নিজেকে তৈরি করতে পারেন ৷

রূপসা চট্টোপাধ্যায়: ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা । বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে । মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ এবং সর্বোপরি বিয়ে- সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া । সাবেকি বেনারসিতে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের সাজ অসাধারণ ছিল ৷ তবে বিয়ের সাজের সঙ্গে নজর কেড়েছেন রিসেপশনের লেহেঙ্গা লুকে ৷ এই সাজেও এক্কেবারে চমকে দিলেন টলি সুন্দরী রূপসা । রিসেপশনে পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা । গলা জুড়ে শোভা পাচ্ছিল স্বর্ণখচিত গহনা ।

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর বউমা হয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ৷ নেগেটিভ চরিত্রে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী ৷ নজর কেড়েছেন বিয়ে থেকে শুরু করে রিশেপসন লুকে ৷ রিসেপশনের সাজে ছিল হালকা চমক ৷ হালকা বেগুনি রঙের ফ্লোরাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷ সঙ্গে গলায় হিরের নেকলেস আর ঢেউ খেলানো খোলা চুলে অপরূপা নতুন কনে । আপনিও এইরকম একটা লুকে ধরা দিতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.