দাদপুর, 21 ফেব্রুয়ারি: কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে বর্ধমান যাচ্ছিলেন। সেই সময় দাদপুর আইমার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ সৌরভের গাড়িকে রাস্তার এক কোণে চেপে দেয় একটি লরি। বৃষ্টি হচ্ছিল সেই সময়। হঠাৎই সৌরভের গাড়ির কনভয়ের পাশেই একটি লরি চলে আসে ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। ফলে কনভয়ে থাকা সৌরভের পিছনের গাড়িগুলিতে একের পর এক গাড়িতে ধাক্কা লাগে। ধাক্কা লাগে সৌরভের গাড়িতেও। যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি বলে খবর। তবে দুর্ঘটনার কারণে সৌরভের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন সৌরভ। প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হয়। পরে পুলিশের সঙ্গে কথা বলে সৌরভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা হন। এর ফলেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সৌরভ।
রাজ্যের বাণিজ্যিক দূত তিনি। তাঁর কনভয়ে কীভাবে একটি গাড়ি ঢুকে পড়ল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত অতি সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মেয়ে সানার গাড়িতে বেহালায় একটি বেসরকারি বাস চেপে দিয়েছিল। গাড়ি উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।
দাদপুর পুলিশ সূত্রে খবর, কনভয়ের গাড়িগুলির মধ্যে ধাক্কা মারে। পাশে একটি লরি থাকায় কনভয় আগে যেতে গিয়ে সামান্য দুর্ঘটনা ঘটে। কোনও হতাহতের খবর নেই। কাউকে গ্রেফতার বা কোনও গাড়িকে আটক করা হয়নি। এই ঘটনায় কোনও মামলাও দায়ের হয়নি বলে খবর। দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়িকে ব্রেক ভ্যানে করে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।
সৌরভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় নড়েচড়ে বসেছে পুলিশ। আর্ন্তজাতিক ক্রিকেট তারকার পাশাপাশি সৌরভ বর্তমানে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পুলিশ বিভিন্ন জায়গায় নাকা করে গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা করছে। পুলিশ সূত্রে খবর, রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে চালকদের সচেতনার ব্যাপারে আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।