ট্রেনের কামরায় পরিত্যক্ত সুটকেস, খড়গপুর স্টেশনে বোমাতঙ্ক - Mumbai Howrah Gitanjali express
🎬 Watch Now: Feature Video
খড়গপুর স্টেশনে আপ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি ট্রেনের একটি কামরার সুটকেস ঘিরে গতকাল বোমাতঙ্ক ছড়ায় ৷ ট্রেনটিকে তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করিয়ে পরিত্যক্ত সুটকেসটি নিয়ে পরীক্ষা চালান বম্ব স্কয়্যাড টিম l এরপর CID এসে পুরো বিষয়টি তদারকি করে l জানিয়ে দেওয়া হয় , সুটকেস থেকে কিছুই পাওয়া যায়নি ৷ তাই ভয়ের কোনও কারণ নেই l যদিও পুরো ঘটনার সময় স্টেশন চত্বর ঘিরে রাখে GRP ও RPF l এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন , স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রথম থেকে আমরা সজাগ ও সতর্ক ছিলাম l এরপরই খবর পাই যে গীতাঞ্জলী এক্সপ্রেসের একটি কামরা থেকে পরিত্যক্ত সুটকেস পাওয়া গেছে ৷ আমরা সেটি পরীক্ষা করি ৷ তার ভিতরে সন্দেহের কিছুই পাওয়া যায়নি l ভিডিয়ো ...
Last Updated : Aug 16, 2019, 1:26 PM IST