হায়দরাবাদ, 21 ডিসেম্বর: ক্যালেন্ডার পাতায় কেটে গিয়েছে 16টা দিন ৷ এখনও বক্সঅফিসে হুঙ্কার অব্যাহত আল্লু অর্জুনের ৷ শোনা যাচ্ছে খুব শীঘ্রই এবার ওটিটি-তে আসবে সুকুমারের অ্যাকশন ছবি ৷ একদিকে কিছু দর্শক ওটিটি-র পর্দায় 'পুষ্পা 2' দেখার অপেক্ষায় রয়েছেন ৷ অন্যদিকে প্রেক্ষাগৃহে ধুন্ধুমার আয় করেই চলেছে আল্লু অর্জুনের ছবি ৷ মাত্র 16 দিনে ভারতে ছবি ছুঁয়ে ফেলেছে 1000 কোটি টাকা ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে 'পুষ্পা'র রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছেই ৷
ভারতের পাশাপাশি বিশ্বের বক্সঅফিসেও 'পুষ্পা 2 দ্য রুল' হাজার কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে ৷ যে তালিকায় রয়েছে 'বাহুবলি 2', 'দঙ্গল', 'পাঠান' ও 'আরআরআর'-এর মতো ছবি ৷ প্রথম সপ্তাহেই ছবির নেট আয় পৌঁছয় 425 কোটি টাকায় ৷ দ্বিতীয় সপ্তাহে সেই ছবির আয় দাঁড়ায় 200 কোটি টাকা নেট ৷ রেকর্ড ভাঙে 'বাহুবলি 2' (143.25 কোটি টাকা) ছবির ৷ পিছনে পড়ে 'স্ত্রী 2' (598 কোটি টাকা) ছবির বক্সঅফিস কালেকশন ৷
পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 16তম দিন
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 16তম দিনে 'পুষ্পা 2' আয় করেছে 13.75 কোটি টাকা ৷ আগের দিন হিসাবে ধরলে ছবির কালেকশন 22.10 শতাংশ কমেছে ৷ কিন্তু এই 16তম দিনের আয় যোগ করেই ভারতে 'পুষ্পা 2'র ঝুলিতে এসে গিয়েছে 1004 কোটি টাকা ৷ যার মধ্যে হিন্দি ছবির মার্কেট থেকেই উঠেছে 630 কোটি টাকা ৷
দিন/সপ্তাহ | ভারতে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
দ্বিতীয় সপ্তাহ | 264.8 কোটি টাকা |
16তম দিন | 13.75 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 1004.35 কোটি টাকা |
(বক্সঅফিস ডেটা সোর্স- স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)
ওয়ার্ল্ডওয়াইড 1500 কোটির দিকে পুষ্পা 2
যদি আন্তর্জাতিক সিনে বাজারের দিকে নজর দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেখানেও বড় ছাপ ফেলেছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ গ্লোবালি ছবির আয় মাত্র 15 দিনেই অতিক্রম করে গিয়েছে 1500 কোটি টাকা ৷ এখন পাখির চোখ 'বাহুবলি 2: দ্য কনক্লুশন' ছবির বক্সঅফিস রেকর্ডের দিকে ৷ এই ছবির লাইফটাইম কালেকশন 1 হাজার 788 কোটি টাকা ৷
পুষ্পা 2 প্রতিযোগিতার মুখে
5 ডিসেম্বর মুক্তির পর থেকে বক্সঅফিসে বড় আর কোনও ছবি মুক্তি পায়নি ৷ ফলে একপ্রকার ফাঁকা মাঠেই গোল দিয়েছে এই ছবি ৷ 20 তারিখ মুক্তি পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ অন্যদিকে, বাংলায় মুক্তি পেয়েছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন' ও 'চালচিত্র' ৷ অন্যদিকে, কন্নড় ও তামিল ভাষায় মুক্তি পেয়েছে বিজয় সেতুপথির 'ভিদুথালাই 2' ও উপেন্দ্রর 'ইউ আই দ্য মুভি' ৷ বড়দিনের আবহে একসঙ্গে অনেকগুলি ছবি হলে আসায় এবার প্রতিযোগিতার মুখোমুখি আল্লু অর্জুনের ছবি ৷
There are rumours floating around about the OTT release of #Pushpa2TheRule
— Mythri Movie Makers (@MythriOfficial) December 20, 2024
Enjoy the Biggest Film #Pushpa2 only on the Big Screens in this Biggest Holiday Season ❤️
It won't be on any OTT before 56 days!
It's #WildFirePushpa only in Theatres Worldwide 🔥
ওটিটি-তে কবে আসছে পুষ্পা 2?
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল 'পুষ্পা 2' শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ৷ এই বিষয়ে মুখ খোলে মাইথিরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থা ৷ এক্স হ্যান্ডেলে (টুইটার) তারা স্পষ্ট জানিয়ে দেন আগামী 56 দিনের আগে কোনওভাবেই ওটিটি-তে আসছে 'পুষ্পা 2' ৷ ফলে এই ছবি দেখতে হলে প্রেক্ষাগৃহেই ঢুঁ মারতে হবে দর্শকদের ৷