রেললাইনে লাল ঝান্ডা পুঁতে থামানো হল ট্রেন, রায়গঞ্জে ভালো সাড়া বনধে - 12 ঘণ্টার বনধ
🎬 Watch Now: Feature Video
নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠি চালানোর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ বামেদের ৷ রায়গঞ্জে বনধের সমর্থনে সকাল থেকে রাস্তায় নেমে পড়েন সিপিআইএম সমর্থকরা ৷ সিপিএমের সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে বনধ সমর্থকরা শহরের বিভিন্ন এলাকায় পিকেটিং শুরু করে ৷ রায়গঞ্জ স্টেশনে ঢোকার আগে একটি তেলবাহী ট্রেনকে আটকে দেওয়া হয় । ট্রেনের সামনে পুঁতে দেওয়া হয় লাল ঝান্ডা ৷ পাশাপাশি বেশ কয়েকটি ট্রাক আটকে রাখা হয় ৷ ট্রাক চালকদের নামিয়ে জোর করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় চাবি ৷