উন্নয়নের নামে তোলাবাজি-কাটমানি, বিস্ফোরক মনিরুল - বিজেপি
🎬 Watch Now: Feature Video
বারবার দল বদলেছেন । প্রথমে ছিলেন ফরওয়ার্ড ব্লকে। সেখান থেকে তৃণমূলে যোগদান । পরপর দু'বার তৃণমূলের টিকিটে বিধায়ক তিনি । অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । হঠাৎ করেই বিজেপিতে যোগ । বারবার দল বদলের কারণ কী ? তৃণমূলই বা ছাড়লেন কেন ? এবার কী প্রার্থী হচ্ছেন ? এরকম একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মনিরুল ইসলাম ।