"খেলা শুরু করলাম, ফাইনাল আমরাই জিতব" - westbengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
"খেলা শুরু করলাম, ফাইনাল আমরাই জিতব । এখানে সব খেলোয়াড় আছে।" সিউড়িতে দলীয় বৈঠক শেষে একথা বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুনীল সিংহ । এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ভালো ও কাজের মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই দেখা করতে চান । এরপরই বিজেপিকে তোপ দেগে বলেন, "খেলা শুরু করলাম । চ্যাম্পিয়ন হব । এখানে সব খেলোয়াড় আছেন । কেউ ক্লান্ত নন ।"