শুভেন্দুর মতো নেতাকে স্বাগত, নির্বাচনের আগেই তৃণমূল উঠে যাবে : লকেট
🎬 Watch Now: Feature Video
"বাংলায় তৃণমূল দলটা উঠে যেতে চলেছে । 2021-এর নির্বাচনের আগেই না তৃণমূল দলটা উঠে যায় । একের পর এক নেতা, মন্ত্রীরা সবাই বিজেপিতে আসার জন্য প্রস্তুত হয়ে আছে।" লাভপুরে এসে বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, "যারা মানুষের জন্য কাজ করে তাদের বিজেপিতে স্বাগত জানাই । ভালো লোক যদি আসে, শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি আসে তাদের স্বাগত জানাই।" আজ লাভপুরের ঠিবা পঞ্চায়েতের দত্ত বগতর গ্রামে আসেন তিনি । গতকাল এই গ্রামে বিজেপি নেত্রী আজিজা খাতুনের বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যপক বোমাবাজি করেছিল বলে অভিযোগ ।