'পরিবেশ বান্ধব' ইট দিয়ে তৈরি হচ্ছে বসার জায়গা
🎬 Watch Now: Feature Video
সারা বছর নানানভাবে প্রতিটি বাড়িতেই প্রতিদিন অসংখ্য প্লাস্টিক ক্যারিব্যাগ ও বোতল আসে । সেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ও বোতল যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষণ বাড়ছে। আর তাই এই সমস্ত প্লাস্টিককে কেটে বোতলবন্দী করে তা দিয়ে তৈরি করা হচ্ছে প্লাস্টিকজাত পরিবেশ বান্ধব ইট । যা দিয়ে বাঁকুড়ার মহকুমাশাসকের উদ্যোগে বানানো হচ্ছে পাঁচিল । তৈরি হচ্ছে বসার জায়গা । প্লাস্টিকমুক্ত বিষ্ণুপুর গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানালেন মহকুমাশাসক মানস মণ্ডল ।