তিরুঅনন্তপুরম, 2 ডিসেম্বর: কয়েকঘণ্টা আগেই তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল ৷ এবার দক্ষিণের আর এক রাজ্যে লাল সতর্কতা জারি করল দিল্লির মৌসম ভবন ৷ সোমবার অর্থাৎ 2 ডিসেম্বর কেরলের 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷ জেলাগুলি হল, কান্নুর, কোঝিকোরে, ওয়েনাড় ও মালাপ্পুরাম ৷
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী 24 ঘণ্টায় এই জেলাগুলিতে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উল্লেখ্য, এর আগে কোট্টায়াম-সহ 2টি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের তরফে ৷ তবে রবিবার সেটা বদলে নতুন করে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷
হাওয়া অফিসের সতর্কবার্তার পর সমস্ত স্কুল, কলেজ-সহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে ৷ এছাড়া একাধিত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার ৷ উপকূলীয় অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে ৷ সেই সঙ্গে, স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ৷
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সতর্কতা জারি করেছে কেরল বিপর্যয় মোকাবিলা দফতর ৷ সেই কারণে, ভূমিধস প্রবণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতেও এলাকাবাসীদের নিষেধ করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে ৷ পাশাপাশি, ভারী বৃষ্টির কারণে কম দৃশ্যমানতা ও বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার সম্ভাবনার কথাও জানিয়েছে প্রশাসন ৷