পলামু (ঝাড়খণ্ড), 2 ডিসেম্বর: ঝাড়খণ্ডের পলামু জেলার একটি হোমের দুটি মেয়ের যৌন হেনস্তার অভিযোগে কড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। রোববার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত 29 নভেম্বর মানবাধিকার কর্মী সন্ধ্যা কুমারী যখন পলামু জেলার ওই হোমে যান, তখনই আশ্রয়কেন্দ্রে মেয়েদের যৌন শোষণের অভিযোগটি সামনে আসে।
ঘটনায় তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, আক্রান্ত মেয়েরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা মানবাধিকার কর্মী সন্ধ্যা কুমারীর কাছে খুলে বলেন। নির্যাতিতাদের দাবি, তাঁদের বেশ কয়েকবার যৌন হেনস্তা করা হয়েছে ।
পলামুর পুলিশ সুপার (এসপি) রেশমা রমেসান জানান যে, নির্যাতিতাদের অভিযোগ পাওয়ার পর, এই বিষয়ে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে । এরপর অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য পেতে ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসপি রমেসান।
পলামু জেলার একটি হোমে মেয়েদের যৌন হেনস্তার বিষয়টি জানাজানি হতেই এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে ঝাড়খণ্ড বিজেপি। মেয়েদের যৌন নির্যাতনের ঘটনাকে রাজ্য সককার ও প্রশাসনের ব্যর্থতা বলে উল্লেখ করেছে গেরুয়া শিবির। ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র অজয় শাহ রাজ্য সরকারের বিরুদ্ধে শিশুদের নিরাপত্তা উপেক্ষা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, "আমরা বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি, যাতে মেয়েরা ন্যায়বিচার পায় ।"
জানা গিয়েছে, এই ঘটনা সামনে আসার পর পলামু জেলার ওই হোমে থাকা 28 জনকে নিরাপদে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ৷