বোলপুর, 15 ফেব্রুয়ারি: শুরুটা হয়েছিল 2023 সালের মে মাসে ৷ তার পরের কয়েকমাসে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মণিপুরে ৷ এর পর আপাত শান্তি ফিরলেও উত্তেজনার আঁচ কমেনি সেখানে ৷ মাঝেমধ্যেই নানা গোলমালে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য ৷
জনজীবন স্বাভাবিক না হলেও সেখানকার মানুষ স্বাভাবিক থাকার চেষ্টা করছেন ৷ যার প্রমাণ মিলল বীরভূমের বোলুপুরে ৷ সেখানে গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ । এই প্রতিযোগিতায় খেলতে এসেছেন মণিপুরের প্রতিযোগীরা ৷
এই প্রতিযোগিতায় দেশের 25টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের তিরন্দাজরা অংশ নিয়েছেন ৷ ছেলে ও মেয়ে, উভয় বিভাগ মিলিয়ে মোট 960 জন প্রতিযোগী রয়েছেন ৷ তিনটি রাউন্ডে হচ্ছে এই প্রতিযোগিতা ৷ ইন্ডিয়ান রাউন্ড অর্থাৎ কাঠের তৈরি ধনুক দিয়ে খেলা । এছাড়া রয়েছে রিকার্ভ রাউন্ড, এই রাউন্ডের ধনুক অলিম্পিকে ব্যবহৃত হয় ৷ কম্পাউন্ড রাউন্ডও রয়েছে ৷ এই রাউন্ডের ধনুক এশিয়ান গেমস বা বিশ্বকাপে ব্যবহৃত হয় ৷ প্রতিটি রাজ্য থেকে 8 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ সব মিলিয়ে 24 জন প্রতিযোগী এসেছেন প্রতিটি রাজ্য থেকে ৷
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_685.jpg)
এত প্রতিকূলতা পেরিয়েও 24 জন প্রতিযোগীই মণিপুর থেকে বোলপুরে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তবে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয় ৷ তাই নিজের খরচেই প্রত্যেক প্রতিযোগীকে এখানে আসতে হয়েছে ৷ মণিপুরের কাকচিং জেলা থেকে এসেছেন তিরন্দাজ মৈরাংথেম বেবি দেবী ৷ তিনি বলেন, ‘‘কুকি আর মেইতেই জাতির মধ্যে লড়াইয়ে খুবই খারাপ পরিস্থিতি । এতে খেলাধুলায় ভীষণ রকম সমস্যা হচ্ছে । সরকারি ভাবে কোনও টাকা পাইনি ৷ নিজেরাই টাকা দিয়ে ফ্লাইটে এসেছি। চড়া দাম টিকিটের ৷’’
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_66.jpg)
এর ফলে খেলায় যে সমস্যা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন আরও এক প্রতিযোগী বিসন চিনগাখাম ৷ তিনি বলেন, ‘‘খেলাধুলোতেও সমস্যা হয়, অনুশীলন করতে পারি না খারাপ পরিস্থিতির জন্য ৷ ফ্লাইটে আসা যাওয়া করতে হয়, খুব ব্যয়সাপেক্ষ ।"
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_647.jpg)
এই পরিস্থিতি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে জানালেন মণিপুরের তীরান্দাজি অ্যাসোসিয়েশনের কোচ রাজকুমারী সত্যপ্রিয়া । তাঁর তত্ত্বাবধানেই 24 জন প্রতিযোগী এসেছেন মণিপুর থেকে । তিনি ইম্ফলের বাসিন্দা ৷ তিনি বলেন, "পরিস্থিতি তো খুবই খারাপ ৷ প্লেয়াররা মানসিক অবসাদে ভুগছেন ৷ তার উপর মণিপুরের প্লেয়াররা খুব ধনী নন ৷ আর এই পরিস্থিতিতে আমরা সড়ক পথে যাতায়াত করতে পারছি না ৷ প্লেনে যেতে হচ্ছে ৷ এতে অনেক খরচ । ব্যয়সাপেক্ষ ।’’
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_2.jpg)
তিনি আরও বলেন, "আমি যেমন ইম্ফলে থাকি ৷ সেখান থেকে কোথাও যেতে পারি না ৷ এক জায়গাতেই থাকতে হয় ৷ এদিকে সেনাপতি, ওদিকে মৈরাং । সেখানেও যেতে পারি না আমরা ৷ আগের মতো ঘোরাঘুরি করতে পারি না ৷ খুব খারাপ বিষয় ৷’’ একই কথা বলেছেন মৈরাংথেম বেবি দেবীও ৷
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_75.jpg)
তিনি বলেন, "আমাদের গ্রামের পাশেই গুলি চলছিল ৷ ভয়ানক পরিস্থিতি । আমরাও আতঙ্কিত ৷ আমরাও ভয়ে পাহাড়ে যেতে পারি না ৷ কুকিরা পাহাড় থেকে নেমে আসতে পারে না ৷ আগের মতো কিছুই নেই ৷ থাকাটাই খুব মুশকিল । একটাই চাওয়া, কামনা করি যেন একটু শান্তিতে থাকতে পারি । শান্তি ফিরে আসুক মণিপুরে ৷"
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-02-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025011123_1502f_1739562083_625.jpg)
আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই তিরন্দাজি প্রতিযোগিতা ৷ ফলে মণিপুরের এই প্রতিযোগীরা যখন ফিরবেন নিজের রাজ্যে, তখন সেখানকার রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই বদলে গিয়েছে ৷ কারণ, গত 9 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ তার পর গত 13 ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন ৷
এবার কি তাহলে শান্তি ফিরবে মণিপুরে ? মৈরাংথেম হোক, কিংবা রাজকুমারী সত্যপ্রিয়া-বিসন চিনগাখাম, কেউই ইতিবাচক উত্তর দিলেন না ৷ মৈরাংথেম বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও যে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা মনে হয় না ৷’’ রাজকুমারী সত্যপ্রিয়ার বক্তব্য, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও কতটা কী হবে জানি না । সমস্যা বাড়ছেই ৷’’ আর বিসন চিনগাখাম বলেন, ‘‘পরিস্থিতি একেবারেই খারাপ ৷ রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাও আশা নেই যে ঠিক হয়ে যাবে ৷’’
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-01-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025003825_1502f_1739560105_1.jpg)
উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত দু’বছরে মণিপুরে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । 60 হাজারের বেশি মানুষ ঘরছাড়া ৷ জখম হয়েছেন সহস্র । সুরক্ষিত নন নারীরাও ৷ 12 হাজারের বেশি অভিযোগ দায়ের হয়েছে । 3 হাজারের বেশি অস্ত্র ও আড়াই হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে । সাড়ে 800টি গুলির লড়াইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে ।
আর এমন পরিস্থিতি থেকে যাঁরা খেলতে এসেছেন, তাঁদের মনের জোর কিছুটা হলেও অন্যদের থেকে বেশি হবে ৷ তার প্রমাণ তিরন্দাজি প্রতিযোগিতায় তাঁদের পারফরম্যান্সে বোঝা যাচ্ছে ৷
![Archery Competition in Bolpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-brmh-01-specialcopymanipurarcheryfeelings-7203424_15022025003825_1502f_1739560105_1090.jpg)
যদিও এখানে তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখছে বীরভূম জেলা তীরন্দাজি অ্যাসোসিয়েশন ৷ সংস্থার সভাপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ সেখান থেকে যে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসেছে, তাতে আমরা খুব খুশি ৷ এখানে প্রতিযোগীদের কোনোরকম সমস্যা হবে না ৷ আমরা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ।"