ETV Bharat / state

রাষ্ট্রপতি শাসনেও কি ফিরবে শান্তি, নিশ্চিত নন মণিপুরের তিরন্দাজরা - PRESIDENT RULE IN MANIPUR

বোলপুরে চলছে জাতীয়স্তরের তিরন্দাজি প্রতিযোগিতা ৷ সেখানে অংশ নিয়েছেন মণিপুরের 24 জন প্রতিযোগী ৷ ইটিভি ভারতকে তাঁরা জানালেন সেখানকার পরিস্থিতির কথা ৷

ARCHERY COMPETITION IN BOLPUR
রাষ্ট্রপতি শাসনেও কি ফিরবে শান্তি, নিশ্চিত নন মণিপুরের তিরন্দাজরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 7:42 PM IST

Updated : Feb 15, 2025, 7:57 PM IST

বোলপুর, 15 ফেব্রুয়ারি: শুরুটা হয়েছিল 2023 সালের মে মাসে ৷ তার পরের কয়েকমাসে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মণিপুরে ৷ এর পর আপাত শান্তি ফিরলেও উত্তেজনার আঁচ কমেনি সেখানে ৷ মাঝেমধ্যেই নানা গোলমালে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য ৷

জনজীবন স্বাভাবিক না হলেও সেখানকার মানুষ স্বাভাবিক থাকার চেষ্টা করছেন ৷ যার প্রমাণ মিলল বীরভূমের বোলুপুরে ৷ সেখানে গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ । এই প্রতিযোগিতায় খেলতে এসেছেন মণিপুরের প্রতিযোগীরা ৷

রাষ্ট্রপতি শাসনেও কি ফিরবে শান্তি, নিশ্চিত নন মণিপুরের তিরন্দাজরা (ইটিভি ভারত)

এই প্রতিযোগিতায় দেশের 25টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের তিরন্দাজরা অংশ নিয়েছেন ৷ ছেলে ও মেয়ে, উভয় বিভাগ মিলিয়ে মোট 960 জন প্রতিযোগী রয়েছেন ৷ তিনটি রাউন্ডে হচ্ছে এই প্রতিযোগিতা ৷ ইন্ডিয়ান রাউন্ড অর্থাৎ কাঠের তৈরি ধনুক দিয়ে খেলা । এছাড়া রয়েছে রিকার্ভ রাউন্ড, এই রাউন্ডের ধনুক অলিম্পিকে ব্যবহৃত হয় ৷ কম্পাউন্ড রাউন্ডও রয়েছে ৷ এই রাউন্ডের ধনুক এশিয়ান গেমস বা বিশ্বকাপে ব্যবহৃত হয় ৷ প্রতিটি রাজ্য থেকে 8 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ সব মিলিয়ে 24 জন প্রতিযোগী এসেছেন প্রতিটি রাজ্য থেকে ৷

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এত প্রতিকূলতা পেরিয়েও 24 জন প্রতিযোগীই মণিপুর থেকে বোলপুরে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তবে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয় ৷ তাই নিজের খরচেই প্রত্যেক প্রতিযোগীকে এখানে আসতে হয়েছে ৷ মণিপুরের কাকচিং জেলা থেকে এসেছেন তিরন্দাজ মৈরাংথেম বেবি দেবী ৷ তিনি বলেন, ‘‘কুকি আর মেইতেই জাতির মধ্যে লড়াইয়ে খুবই খারাপ পরিস্থিতি । এতে খেলাধুলায় ভীষণ রকম সমস্যা হচ্ছে । সরকারি ভাবে কোনও টাকা পাইনি ৷ নিজেরাই টাকা দিয়ে ফ্লাইটে এসেছি। চড়া দাম টিকিটের ৷’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এর ফলে খেলায় যে সমস্যা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন আরও এক প্রতিযোগী বিসন চিনগাখাম ৷ তিনি বলেন, ‘‘খেলাধুলোতেও সমস্যা হয়, অনুশীলন করতে পারি না খারাপ পরিস্থিতির জন্য ৷ ফ্লাইটে আসা যাওয়া করতে হয়, খুব ব্যয়সাপেক্ষ ।"

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে জানালেন মণিপুরের তীরান্দাজি অ্যাসোসিয়েশনের কোচ রাজকুমারী সত্যপ্রিয়া । তাঁর তত্ত্বাবধানেই 24 জন প্রতিযোগী এসেছেন মণিপুর থেকে । তিনি ইম্ফলের বাসিন্দা ৷ তিনি বলেন, "পরিস্থিতি তো খুবই খারাপ ৷ প্লেয়াররা মানসিক অবসাদে ভুগছেন ৷ তার উপর মণিপুরের প্লেয়াররা খুব ধনী নন ৷ আর এই পরিস্থিতিতে আমরা সড়ক পথে যাতায়াত করতে পারছি না ৷ প্লেনে যেতে হচ্ছে ৷ এতে অনেক খরচ । ব্যয়সাপেক্ষ ।’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "আমি যেমন ইম্ফলে থাকি ৷ সেখান থেকে কোথাও যেতে পারি না ৷ এক জায়গাতেই থাকতে হয় ৷ এদিকে সেনাপতি, ওদিকে মৈরাং । সেখানেও যেতে পারি না আমরা ৷ আগের মতো ঘোরাঘুরি করতে পারি না ৷ খুব খারাপ বিষয় ৷’’ একই কথা বলেছেন মৈরাংথেম বেবি দেবীও ৷

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "আমাদের গ্রামের পাশেই গুলি চলছিল ৷ ভয়ানক পরিস্থিতি । আমরাও আতঙ্কিত ৷ আমরাও ভয়ে পাহাড়ে যেতে পারি না ৷ কুকিরা পাহাড় থেকে নেমে আসতে পারে না ৷ আগের মতো কিছুই নেই ৷ থাকাটাই খুব মুশকিল । একটাই চাওয়া, কামনা করি যেন একটু শান্তিতে থাকতে পারি । শান্তি ফিরে আসুক মণিপুরে ৷"

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই তিরন্দাজি প্রতিযোগিতা ৷ ফলে মণিপুরের এই প্রতিযোগীরা যখন ফিরবেন নিজের রাজ্যে, তখন সেখানকার রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই বদলে গিয়েছে ৷ কারণ, গত 9 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ তার পর গত 13 ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন ৷

এবার কি তাহলে শান্তি ফিরবে মণিপুরে ? মৈরাংথেম হোক, কিংবা রাজকুমারী সত্যপ্রিয়া-বিসন চিনগাখাম, কেউই ইতিবাচক উত্তর দিলেন না ৷ মৈরাংথেম বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও যে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা মনে হয় না ৷’’ রাজকুমারী সত্যপ্রিয়ার বক্তব্য, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও কতটা কী হবে জানি না । সমস্যা বাড়ছেই ৷’’ আর বিসন চিনগাখাম বলেন, ‘‘পরিস্থিতি একেবারেই খারাপ ৷ রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাও আশা নেই যে ঠিক হয়ে যাবে ৷’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত দু’বছরে মণিপুরে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । 60 হাজারের বেশি মানুষ ঘরছাড়া ৷ জখম হয়েছেন সহস্র । সুরক্ষিত নন নারীরাও ৷ 12 হাজারের বেশি অভিযোগ দায়ের হয়েছে । 3 হাজারের বেশি অস্ত্র ও আড়াই হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে । সাড়ে 800টি গুলির লড়াইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে ।

আর এমন পরিস্থিতি থেকে যাঁরা খেলতে এসেছেন, তাঁদের মনের জোর কিছুটা হলেও অন্যদের থেকে বেশি হবে ৷ তার প্রমাণ তিরন্দাজি প্রতিযোগিতায় তাঁদের পারফরম্যান্সে বোঝা যাচ্ছে ৷

Archery Competition in Bolpur
44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ চলছে বোলপুরে (নিজস্ব চিত্র)

যদিও এখানে তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখছে বীরভূম জেলা তীরন্দাজি অ্যাসোসিয়েশন ৷ সংস্থার সভাপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ সেখান থেকে যে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসেছে, তাতে আমরা খুব খুশি ৷ এখানে প্রতিযোগীদের কোনোরকম সমস্যা হবে না ৷ আমরা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ।"

বোলপুর, 15 ফেব্রুয়ারি: শুরুটা হয়েছিল 2023 সালের মে মাসে ৷ তার পরের কয়েকমাসে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মণিপুরে ৷ এর পর আপাত শান্তি ফিরলেও উত্তেজনার আঁচ কমেনি সেখানে ৷ মাঝেমধ্যেই নানা গোলমালে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য ৷

জনজীবন স্বাভাবিক না হলেও সেখানকার মানুষ স্বাভাবিক থাকার চেষ্টা করছেন ৷ যার প্রমাণ মিলল বীরভূমের বোলুপুরে ৷ সেখানে গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ । এই প্রতিযোগিতায় খেলতে এসেছেন মণিপুরের প্রতিযোগীরা ৷

রাষ্ট্রপতি শাসনেও কি ফিরবে শান্তি, নিশ্চিত নন মণিপুরের তিরন্দাজরা (ইটিভি ভারত)

এই প্রতিযোগিতায় দেশের 25টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের তিরন্দাজরা অংশ নিয়েছেন ৷ ছেলে ও মেয়ে, উভয় বিভাগ মিলিয়ে মোট 960 জন প্রতিযোগী রয়েছেন ৷ তিনটি রাউন্ডে হচ্ছে এই প্রতিযোগিতা ৷ ইন্ডিয়ান রাউন্ড অর্থাৎ কাঠের তৈরি ধনুক দিয়ে খেলা । এছাড়া রয়েছে রিকার্ভ রাউন্ড, এই রাউন্ডের ধনুক অলিম্পিকে ব্যবহৃত হয় ৷ কম্পাউন্ড রাউন্ডও রয়েছে ৷ এই রাউন্ডের ধনুক এশিয়ান গেমস বা বিশ্বকাপে ব্যবহৃত হয় ৷ প্রতিটি রাজ্য থেকে 8 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ সব মিলিয়ে 24 জন প্রতিযোগী এসেছেন প্রতিটি রাজ্য থেকে ৷

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এত প্রতিকূলতা পেরিয়েও 24 জন প্রতিযোগীই মণিপুর থেকে বোলপুরে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তবে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয় ৷ তাই নিজের খরচেই প্রত্যেক প্রতিযোগীকে এখানে আসতে হয়েছে ৷ মণিপুরের কাকচিং জেলা থেকে এসেছেন তিরন্দাজ মৈরাংথেম বেবি দেবী ৷ তিনি বলেন, ‘‘কুকি আর মেইতেই জাতির মধ্যে লড়াইয়ে খুবই খারাপ পরিস্থিতি । এতে খেলাধুলায় ভীষণ রকম সমস্যা হচ্ছে । সরকারি ভাবে কোনও টাকা পাইনি ৷ নিজেরাই টাকা দিয়ে ফ্লাইটে এসেছি। চড়া দাম টিকিটের ৷’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এর ফলে খেলায় যে সমস্যা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন আরও এক প্রতিযোগী বিসন চিনগাখাম ৷ তিনি বলেন, ‘‘খেলাধুলোতেও সমস্যা হয়, অনুশীলন করতে পারি না খারাপ পরিস্থিতির জন্য ৷ ফ্লাইটে আসা যাওয়া করতে হয়, খুব ব্যয়সাপেক্ষ ।"

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে জানালেন মণিপুরের তীরান্দাজি অ্যাসোসিয়েশনের কোচ রাজকুমারী সত্যপ্রিয়া । তাঁর তত্ত্বাবধানেই 24 জন প্রতিযোগী এসেছেন মণিপুর থেকে । তিনি ইম্ফলের বাসিন্দা ৷ তিনি বলেন, "পরিস্থিতি তো খুবই খারাপ ৷ প্লেয়াররা মানসিক অবসাদে ভুগছেন ৷ তার উপর মণিপুরের প্লেয়াররা খুব ধনী নন ৷ আর এই পরিস্থিতিতে আমরা সড়ক পথে যাতায়াত করতে পারছি না ৷ প্লেনে যেতে হচ্ছে ৷ এতে অনেক খরচ । ব্যয়সাপেক্ষ ।’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "আমি যেমন ইম্ফলে থাকি ৷ সেখান থেকে কোথাও যেতে পারি না ৷ এক জায়গাতেই থাকতে হয় ৷ এদিকে সেনাপতি, ওদিকে মৈরাং । সেখানেও যেতে পারি না আমরা ৷ আগের মতো ঘোরাঘুরি করতে পারি না ৷ খুব খারাপ বিষয় ৷’’ একই কথা বলেছেন মৈরাংথেম বেবি দেবীও ৷

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "আমাদের গ্রামের পাশেই গুলি চলছিল ৷ ভয়ানক পরিস্থিতি । আমরাও আতঙ্কিত ৷ আমরাও ভয়ে পাহাড়ে যেতে পারি না ৷ কুকিরা পাহাড় থেকে নেমে আসতে পারে না ৷ আগের মতো কিছুই নেই ৷ থাকাটাই খুব মুশকিল । একটাই চাওয়া, কামনা করি যেন একটু শান্তিতে থাকতে পারি । শান্তি ফিরে আসুক মণিপুরে ৷"

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই তিরন্দাজি প্রতিযোগিতা ৷ ফলে মণিপুরের এই প্রতিযোগীরা যখন ফিরবেন নিজের রাজ্যে, তখন সেখানকার রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই বদলে গিয়েছে ৷ কারণ, গত 9 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ তার পর গত 13 ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন ৷

এবার কি তাহলে শান্তি ফিরবে মণিপুরে ? মৈরাংথেম হোক, কিংবা রাজকুমারী সত্যপ্রিয়া-বিসন চিনগাখাম, কেউই ইতিবাচক উত্তর দিলেন না ৷ মৈরাংথেম বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও যে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা মনে হয় না ৷’’ রাজকুমারী সত্যপ্রিয়ার বক্তব্য, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাতেও কতটা কী হবে জানি না । সমস্যা বাড়ছেই ৷’’ আর বিসন চিনগাখাম বলেন, ‘‘পরিস্থিতি একেবারেই খারাপ ৷ রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তাও আশা নেই যে ঠিক হয়ে যাবে ৷’’

Archery Competition in Bolpur
তিরন্দাজি প্রতিযোগিতায় মণিপুরের প্রতিযোগীরা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত দু’বছরে মণিপুরে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । 60 হাজারের বেশি মানুষ ঘরছাড়া ৷ জখম হয়েছেন সহস্র । সুরক্ষিত নন নারীরাও ৷ 12 হাজারের বেশি অভিযোগ দায়ের হয়েছে । 3 হাজারের বেশি অস্ত্র ও আড়াই হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে । সাড়ে 800টি গুলির লড়াইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে ।

আর এমন পরিস্থিতি থেকে যাঁরা খেলতে এসেছেন, তাঁদের মনের জোর কিছুটা হলেও অন্যদের থেকে বেশি হবে ৷ তার প্রমাণ তিরন্দাজি প্রতিযোগিতায় তাঁদের পারফরম্যান্সে বোঝা যাচ্ছে ৷

Archery Competition in Bolpur
44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ চলছে বোলপুরে (নিজস্ব চিত্র)

যদিও এখানে তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখছে বীরভূম জেলা তীরন্দাজি অ্যাসোসিয়েশন ৷ সংস্থার সভাপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ সেখান থেকে যে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসেছে, তাতে আমরা খুব খুশি ৷ এখানে প্রতিযোগীদের কোনোরকম সমস্যা হবে না ৷ আমরা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ।"

Last Updated : Feb 15, 2025, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.