কলকাতা, 16 ফেব্রুয়ারি: এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আইএসএলে আরেক ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ শনিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের ডেরায় গিয়ে তাঁদের হারানোর সঙ্গেই নিজেদের নজির ভেঙে আইএসএলে নয়া কীর্তি স্থাপন করল হোসে মোলিনার সবুজ-মেরুন ৷ একটি মরশুমে সর্বাধিক পয়েন্ট অর্জনের নিরিখে গতবার নিজেদের 48 পয়েন্টের নজির ছাপিয়ে গেল তাঁরা ৷ শনিবার 'মানজাপ্পারা ব্রিগেড'কে হারিয়ে তিন ম্য়াচ বাকি থাকতে 49 পয়েন্টে পৌঁছে গিয়েছে তাঁরা ৷
এই মুহূর্তে লিগ টেবলের যা পরিস্থিতি তাতে বাগানের 49 পয়েন্টের নজির টপকে যাওয়ার সুযোগ রয়েছে একমাত্র এফসি গোয়ার ৷ সেক্ষেত্রে অবশ্য কাজ করছে জটিল অঙ্ক ৷ যেখানে মোহনবাগানকে শেষ তিন ম্য়াচের সবক'টিতেই হারতে হবে এবং এফসি গোয়াকে বাকি চার ম্য়াচের সবক'টি ম্যাচ জিততে হবে ৷ তা হলে রেকর্ড পয়েন্ট অর্জনের সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার লিগ শিল্ডও জিতে নেবে গোয়া ৷ আপাতত 20 ম্যাচে 39 পয়েন্টে দাঁড়িয়ে মানোলো মার্কুয়েজের ছেলেরা ৷
কিন্তু যে ছন্দে হোসে মোলিনার ছেলেরা বিরাজ করছেন, তাতে অতি বড় এফসি গোয়া সমর্থকও হয়তো এমনটা আশা করবেন না ৷ কারণ, বকি তিন ম্য়াচের একটি জিতলেই প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড আসবে বাগানের ঘরে ৷ অবশ্য আগামী 23 ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি'র বিরুদ্ধে মাঠে নামার আগেই শিল্ড চলে আসতে পারে 'মেরিনার'দের দখলে ৷ সেক্ষেত্রে তার আগেরদিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হবে অরেঞ্জ ব্রিগেডকে ৷ সবমিলিয়ে শিলডজয়ের অদূরে দাঁড়িয়ে মোহনবাগানের সামনে সুযোগ রেকর্ড পয়েন্টের নজির আরও বাড়িয়ে নিয়ে যাওয়া ৷
.@mohunbagansg soaring high & setting 🆕 𝘀𝘁𝗮𝗻𝗱𝗮𝗿𝗱𝘀! 👏⚡#KBFCMBSG #ISL #LetsFootball #MBSG pic.twitter.com/qmYp0hDdcJ
— Indian Super League (@IndSuperLeague) February 15, 2025
শনিবার জেমি ম্য়াকলারেনের জোড়া গোল এবং আলবার্তো রড্রিগেজের একটি গোলে কেরালাকে 3-0 গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ গতবছর 48 পয়েন্ট পেয়ে শিল্ড জিতেছিল আন্তোনিও লোপেজ হাবাসের বাগান ৷ গতকাল জয়ের সঙ্গে সঙ্গে সেই নজির টপকে গিয়েছে তাঁরা ৷ মুম্বই সিটি এফসি দু'বার লিগ শিল্ড জিতলেও টানা দু'বার তাঁরা এই কৃতিত্ব অর্জন করতে পারেনি ৷ সেক্ষেত্রে এবার শিল্ড জিতলে প্রথম দল হিসেবে ইতিহাস গড়বে 'মেরিনার্স' ৷
কেরালা 'জয়ের' পর শিল্ডজয়ের হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে বাগান কোচ বলেন, "আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। আজকের তিন পয়েন্টে আমি খুশি। খুবই গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট। আমরা শিল্ডজয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গিয়েছি। তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আরও এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আজ রাতে জয় উদযাপন করব তবে কাল থেকে ফোকাস হবে ওড়িশা এফসি ম্যাচে। এই ম্যাচে জয় আমাদের শিল্ড এনে দেবে।"
আইএসএলে প্রথম পাঁচ সর্বাধিক পয়েন্টের নজির:
- মোহনবাগান সুপার জায়ান্ট- 49* (2024-25)
- মোহনবাগান সুপার জায়ান্ট- 48 (2023-24)
- মুম্বই সিটি এফসি- 47 (2023-24)
- মুম্বই সিটি এফসি- 46 (2022-23)
- এফসি গোয়া- 45 (2023-24)