ETV Bharat / state

উৎকর্ষ বাংলা প্রকল্পে কারিগরি প্রশিক্ষণ বাস চালকদের; বাড়াবে কর্মসংস্থানের সুযোগ - UTKARSH BANGLA SCHEME

সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে পরিবহণ শিল্প । তারপরেও বর্তমানে অভিজ্ঞ লাইসেন্স পাওয়া চালক কিংবা টেকনিশিয়ানদের অভাব রয়েছে ।

Technical skill development program for transport workers
বাস চালকদের প্রশিক্ষণ দেবে উৎকর্ষ বাংলা প্রকল্প (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 10:31 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় এবার বেসরকারি পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণ দেবে কারিগরি শিক্ষা দফতর ৷ এই নিয়ে বেসরকারি পরিবহণ সংগঠনগুলি সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছে রাজ্য পরিবহণ দফতর ।

অভিজ্ঞ বাস চালক হোক বা নতুন, কন্ডাক্টার হোক বা হেলপার, গ্যারেজের কর্মচারী হোক বা অটোমোবাইল টেকনিশিয়ান, পরিবহণের সঙ্গে যুক্ত সব স্তরের মানুষকে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে । রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অন্তর্গত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শিবির চালু করা হবে দ্রুত । বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি, লরি ও ট্রাক সংগঠনগুলির সঙ্গে এই নিয়ে একপ্রস্ত বৈঠক সেরেছে রাজ্য পরিবহণ বিভাগ ।

পরিবহণ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, তিন ধরনের প্রশিক্ষণ শিবির চালানো হবে । একেবারে নতুনদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পান । দ্বিতীয়ত যাঁরা এই কাজের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত রয়েছেন, কিন্তু নতুন ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত নন । তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা নতুন প্রযুক্তির সঙ্গে সুপরিচিত হতে পারেন এবং কাজে আরও দক্ষ হয়ে উঠতে পারেন । তৃতীয়ত যাঁরা কাজ জানেন কিন্তু কোনও শংসাপত্র নেই, তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে । তিন ক্ষেত্রেই প্রশিক্ষণ শেষ হওয়ার পর শংসাপত্র দেওয়া হবে । তিনি আরও জানিয়েছে, যাতে মানুষজন এই প্রশিক্ষণ নিয়ে উৎসাহী হন, তাই যে ক’দিন প্রশিক্ষণ শিবির চলবে সেই ক’দিন তাঁদের পারিশ্রমিকও দেওয়া হবে । ধাপে ধাপে রাজ্যের সর্বত্রই এই প্রশিক্ষণ শিবির করা হবে ।

সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে পরিবহণ শিল্প । ইতিমধ্যেই বাজারে এসেছে ইলেকট্রিক ও ব্যাটারি এবং সিএনজি চালিত গাড়ি । ধাপে ধাপে চালু হচ্ছে ভারত স্টেজ সিক্স গাড়িও । পাশাপাশি এই ধরনের উন্নতমানের যানবাহনের যন্ত্রাংশ থেকে শুরু করে মেরামতের পদ্ধতিগত বিষয়গুলি শিখতে বা আবার ঝালিয়ে নেওয়ার প্রশিক্ষণও দেওয়া হবে । গতবছর একটি অ্যাপ ক্যাব সংস্থাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ তবে এই বছর বেসরকারি পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে আরও বৃহত্তর স্তরে শিবির করা হবে বলেই জানা গিয়েছে ।

বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন যে গাড়ির চালক থেকে শুরু করে কন্ডাক্টার কিংবা যারা গ্যারেজে কাজ করেন অথবা এই পেশায় যুক্ত হতে চাইছেন তাঁদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হবে । এমনভাবে ট্রেনিং দেওয়া হবে যাতে সেই ব্যক্তি গাড়ির সমস্ত দিক সম্বন্ধে ওয়াকিবহাল হন । সবার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশিক্ষণ মডিউল করা হবে । প্রাথমিকভাবে কতজন এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক এবং কী ধরনের প্রশিক্ষণ নিতে চান, সেবিষয়ে জানতে চাওয়া হয়েছে সংগঠনগুলির থেকে ।

বর্তমানে অভিজ্ঞ লাইসেন্স পাওয়া চালক কিংবা টেকনিশিয়ানদের অভাব রয়েছে । এতে বহু মানুষের উপকার হবে কারণ শংসাপত্র নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাবেন । এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের হাতে স্টিয়ারিং থাকলে যাত্রীদের নিরাপত্তাও অনেকাংশে সুনিশ্চিত হবে । এছাড়াও এই প্রশিক্ষণের ফলে চালকদের ঘাটতি বেশ অনেকটাই পূরণ হবে । অন্যদিকে কলকাতা সাবার্বান বাইক ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তি ঘোষ জানিয়েছেন, কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াবার জন্যও পদক্ষেপ করতে হবে । উপার্জনের জন্য চালকরা সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত বাস চালাচ্ছেন ৷ ফলে তাঁদের মানসিক পরিস্থিতি স্বাভাবিক বা শান্ত থাকতে পারে না । তাই তাঁদের যদি মাসিক বেতনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন । পাশাপাশি তিনি জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে চালক ও কন্ডাক্টারদের নিয়মিত কাউন্সেলিং ক্যাম্পের ব্যবস্থা করা প্রয়োজন ।

আরও পড়ুন

কলকাতা, 19 ফেব্রুয়ারি: রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় এবার বেসরকারি পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণ দেবে কারিগরি শিক্ষা দফতর ৷ এই নিয়ে বেসরকারি পরিবহণ সংগঠনগুলি সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছে রাজ্য পরিবহণ দফতর ।

অভিজ্ঞ বাস চালক হোক বা নতুন, কন্ডাক্টার হোক বা হেলপার, গ্যারেজের কর্মচারী হোক বা অটোমোবাইল টেকনিশিয়ান, পরিবহণের সঙ্গে যুক্ত সব স্তরের মানুষকে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে । রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অন্তর্গত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শিবির চালু করা হবে দ্রুত । বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি, লরি ও ট্রাক সংগঠনগুলির সঙ্গে এই নিয়ে একপ্রস্ত বৈঠক সেরেছে রাজ্য পরিবহণ বিভাগ ।

পরিবহণ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, তিন ধরনের প্রশিক্ষণ শিবির চালানো হবে । একেবারে নতুনদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পান । দ্বিতীয়ত যাঁরা এই কাজের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত রয়েছেন, কিন্তু নতুন ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত নন । তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা নতুন প্রযুক্তির সঙ্গে সুপরিচিত হতে পারেন এবং কাজে আরও দক্ষ হয়ে উঠতে পারেন । তৃতীয়ত যাঁরা কাজ জানেন কিন্তু কোনও শংসাপত্র নেই, তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে । তিন ক্ষেত্রেই প্রশিক্ষণ শেষ হওয়ার পর শংসাপত্র দেওয়া হবে । তিনি আরও জানিয়েছে, যাতে মানুষজন এই প্রশিক্ষণ নিয়ে উৎসাহী হন, তাই যে ক’দিন প্রশিক্ষণ শিবির চলবে সেই ক’দিন তাঁদের পারিশ্রমিকও দেওয়া হবে । ধাপে ধাপে রাজ্যের সর্বত্রই এই প্রশিক্ষণ শিবির করা হবে ।

সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে পরিবহণ শিল্প । ইতিমধ্যেই বাজারে এসেছে ইলেকট্রিক ও ব্যাটারি এবং সিএনজি চালিত গাড়ি । ধাপে ধাপে চালু হচ্ছে ভারত স্টেজ সিক্স গাড়িও । পাশাপাশি এই ধরনের উন্নতমানের যানবাহনের যন্ত্রাংশ থেকে শুরু করে মেরামতের পদ্ধতিগত বিষয়গুলি শিখতে বা আবার ঝালিয়ে নেওয়ার প্রশিক্ষণও দেওয়া হবে । গতবছর একটি অ্যাপ ক্যাব সংস্থাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ তবে এই বছর বেসরকারি পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলকে নিয়ে আরও বৃহত্তর স্তরে শিবির করা হবে বলেই জানা গিয়েছে ।

বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন যে গাড়ির চালক থেকে শুরু করে কন্ডাক্টার কিংবা যারা গ্যারেজে কাজ করেন অথবা এই পেশায় যুক্ত হতে চাইছেন তাঁদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হবে । এমনভাবে ট্রেনিং দেওয়া হবে যাতে সেই ব্যক্তি গাড়ির সমস্ত দিক সম্বন্ধে ওয়াকিবহাল হন । সবার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশিক্ষণ মডিউল করা হবে । প্রাথমিকভাবে কতজন এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক এবং কী ধরনের প্রশিক্ষণ নিতে চান, সেবিষয়ে জানতে চাওয়া হয়েছে সংগঠনগুলির থেকে ।

বর্তমানে অভিজ্ঞ লাইসেন্স পাওয়া চালক কিংবা টেকনিশিয়ানদের অভাব রয়েছে । এতে বহু মানুষের উপকার হবে কারণ শংসাপত্র নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাবেন । এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের হাতে স্টিয়ারিং থাকলে যাত্রীদের নিরাপত্তাও অনেকাংশে সুনিশ্চিত হবে । এছাড়াও এই প্রশিক্ষণের ফলে চালকদের ঘাটতি বেশ অনেকটাই পূরণ হবে । অন্যদিকে কলকাতা সাবার্বান বাইক ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তি ঘোষ জানিয়েছেন, কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াবার জন্যও পদক্ষেপ করতে হবে । উপার্জনের জন্য চালকরা সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত বাস চালাচ্ছেন ৷ ফলে তাঁদের মানসিক পরিস্থিতি স্বাভাবিক বা শান্ত থাকতে পারে না । তাই তাঁদের যদি মাসিক বেতনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন । পাশাপাশি তিনি জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে চালক ও কন্ডাক্টারদের নিয়মিত কাউন্সেলিং ক্যাম্পের ব্যবস্থা করা প্রয়োজন ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.