ETV Bharat / state

যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই, বাংলাদেশ হারতেই পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের - ICC CHAMPIONS TROPHY 2025

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছে ভারত ৷ তার পর সোশাল মিডিয়ায় ভারতকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷

ICC CHAMPIONS TROPHY 2025
বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকারকে আউট করে উচ্ছ্বাস মহম্মদ শামির (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 3:30 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত জেতার পরই সোশাল মিডিয়ায় অভিনন্দন বার্তা দিয়েছেন অনেকেই ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ কিন্তু সেই অভিনন্দনের মধ্যেও তারা কার্যত বার্তা দিয়েছে প্রতিপক্ষ বাংলাদেশকে ৷ লিখেছে, ‘‘যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷’’

বুধবার, 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ আয়োজক দেশ পাকিস্তান ৷ ভারত যেহেতু পাকিস্তানে যায়নি, তাই তারা খেলছে দুবাইয়ে ৷ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলে ভারত ৷ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ৷ টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৷ তাদের স্কোর ছিল 228 ৷ 46 ওভার তিন বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (231) পৌঁছে যায় টিম ইন্ডিয়া ৷

ছয় উইকেটে রোহিত শর্মারা ভারতকে হারানোর পর পরই সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ৷ সেখানে কোনও শব্দ খরচ না করে একটি ছবি পোস্ট করা হয় ৷ সেই ছবিটিতে বাংলাদেশের ব্যাটারকে আউট করে ভারতীয়দের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে ৷ সঙ্গে দেওয়া হয়েছে দুই দলের স্কোর ৷ আর ছবির উপরে লিখে দেওয়া হয়েছে, ‘‘যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷’’

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ৷ টেস্ট খেলার মর্যাদাও পেয়েছে ৷ মাঝেমধ্যে কয়েকটা ম্যাচে ভারতকে হারিয়েছে বটে ৷ কিন্তু ভারত-বাংলাদেশের ম্যাচে অধিকাংশ ক্ষেত্রে ফেবারিট থেকে মেন ইন ব্লু ৷ পশ্চিমবঙ্গ পুলিশের পোস্টে সেই বিষয়টিই উঠে এসেছে ৷

কিন্তু গত কয়েকবছরে যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়তে দেখা গিয়েছে ৷ প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য শোনা গিয়েছে ৷ বিশেষ করে গত বছর বাংলাদেশে হওয়া গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ভারতের এই প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষমূলক মনোভাব বেশি দেখা যাচ্ছে ৷ বিভিন্ন মিছিল-মিটিং থেকে ভারত-বিরোধী কথা শোনা যাচ্ছে ৷ কেউ কলকাতা দখলের, কেউ উত্তর-পূর্ব ভারত দখলের, কেউ বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিচ্ছে ৷ কেউ কেউ আবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে ৷

সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ পুলিশের পোস্টে লেখা এই লাইনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘বাইশ গজে ধারে-ভারে ভারত সবদিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে ৷ পরিসংখ্যানও তাই বলছে ৷ তাই শেষপর্যন্ত ভারতই জিতবে, সেটাই স্বাভাবিক ৷ তাই লেখা হয়েছে - যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷ এটা শুধুমাত্র একটা অভিনন্দন বার্তা ৷ এর সঙ্গে অন্যকিছুর কোনও সম্পর্ক নেই ৷’’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ হোক কিংবা কলকাতা পুলিশ, সমাজের বিভিন্নস্তরে ঘটে যাওয়া নানা ঘটনাকে সামনে রেখে নানা সচেতনতামূলক পোস্ট করতে দেখা যায় ৷ বৃহস্পতিবারই একটি পোস্ট করা হয়েছে পথ নিরাপত্তায় হেলমেট সংক্রান্ত সচেতনতা নিয়ে ৷ লেখা হয়েছে - ‘‘পথে হোক বা মাঠে, মাথা বাঁচে হেলমেটে ৷’’ সেখানে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ যেখানে হেলমেট পরে প্র্যাকটিসের একটি ভিডিয়ো দেওয়া হয়েছে ৷

তাছাড়া ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিয়োর সঙ্গে সচেতনতার লিঙ্ক তৈরি করে নানা পোস্ট করে পুলিশ ৷ সেই রেশ ধরেই বাংলাদেশ ম্যাচের পর পোস্টটি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত জেতার পরই সোশাল মিডিয়ায় অভিনন্দন বার্তা দিয়েছেন অনেকেই ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ কিন্তু সেই অভিনন্দনের মধ্যেও তারা কার্যত বার্তা দিয়েছে প্রতিপক্ষ বাংলাদেশকে ৷ লিখেছে, ‘‘যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷’’

বুধবার, 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ আয়োজক দেশ পাকিস্তান ৷ ভারত যেহেতু পাকিস্তানে যায়নি, তাই তারা খেলছে দুবাইয়ে ৷ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলে ভারত ৷ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ৷ টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৷ তাদের স্কোর ছিল 228 ৷ 46 ওভার তিন বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (231) পৌঁছে যায় টিম ইন্ডিয়া ৷

ছয় উইকেটে রোহিত শর্মারা ভারতকে হারানোর পর পরই সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ৷ সেখানে কোনও শব্দ খরচ না করে একটি ছবি পোস্ট করা হয় ৷ সেই ছবিটিতে বাংলাদেশের ব্যাটারকে আউট করে ভারতীয়দের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে ৷ সঙ্গে দেওয়া হয়েছে দুই দলের স্কোর ৷ আর ছবির উপরে লিখে দেওয়া হয়েছে, ‘‘যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷’’

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ৷ টেস্ট খেলার মর্যাদাও পেয়েছে ৷ মাঝেমধ্যে কয়েকটা ম্যাচে ভারতকে হারিয়েছে বটে ৷ কিন্তু ভারত-বাংলাদেশের ম্যাচে অধিকাংশ ক্ষেত্রে ফেবারিট থেকে মেন ইন ব্লু ৷ পশ্চিমবঙ্গ পুলিশের পোস্টে সেই বিষয়টিই উঠে এসেছে ৷

কিন্তু গত কয়েকবছরে যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়তে দেখা গিয়েছে ৷ প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য শোনা গিয়েছে ৷ বিশেষ করে গত বছর বাংলাদেশে হওয়া গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ভারতের এই প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষমূলক মনোভাব বেশি দেখা যাচ্ছে ৷ বিভিন্ন মিছিল-মিটিং থেকে ভারত-বিরোধী কথা শোনা যাচ্ছে ৷ কেউ কলকাতা দখলের, কেউ উত্তর-পূর্ব ভারত দখলের, কেউ বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিচ্ছে ৷ কেউ কেউ আবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে ৷

সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ পুলিশের পোস্টে লেখা এই লাইনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘বাইশ গজে ধারে-ভারে ভারত সবদিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে ৷ পরিসংখ্যানও তাই বলছে ৷ তাই শেষপর্যন্ত ভারতই জিতবে, সেটাই স্বাভাবিক ৷ তাই লেখা হয়েছে - যা হওয়ার তা-ই জিতল ইন্ডিয়াই ৷ এটা শুধুমাত্র একটা অভিনন্দন বার্তা ৷ এর সঙ্গে অন্যকিছুর কোনও সম্পর্ক নেই ৷’’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ হোক কিংবা কলকাতা পুলিশ, সমাজের বিভিন্নস্তরে ঘটে যাওয়া নানা ঘটনাকে সামনে রেখে নানা সচেতনতামূলক পোস্ট করতে দেখা যায় ৷ বৃহস্পতিবারই একটি পোস্ট করা হয়েছে পথ নিরাপত্তায় হেলমেট সংক্রান্ত সচেতনতা নিয়ে ৷ লেখা হয়েছে - ‘‘পথে হোক বা মাঠে, মাথা বাঁচে হেলমেটে ৷’’ সেখানে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ যেখানে হেলমেট পরে প্র্যাকটিসের একটি ভিডিয়ো দেওয়া হয়েছে ৷

তাছাড়া ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিয়োর সঙ্গে সচেতনতার লিঙ্ক তৈরি করে নানা পোস্ট করে পুলিশ ৷ সেই রেশ ধরেই বাংলাদেশ ম্যাচের পর পোস্টটি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.