ETV Bharat / state

বসন্তে মেঘ-রোদ্দুরের খেলা বঙ্গে ! বৃষ্টি কতদিন চলবে? জানাল হাওয়া অফিস - WEATHER FORECAST

চলতি সপ্তাহের বাকি দু'দিন রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে, বসন্তে শীতের আমেজ ফেরার কোনও সুযোগ নেই ।

WEATHER FORECAST
বসন্তে বৃষ্টির দাপট (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 7:15 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বসন্তের শুরুর বৃষ্টিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে । বাতাসে ফিরেছে হালকা ঠান্ডার ছোঁয়া । তবে, বসন্তে শীতের প্রত্যাবর্তনের কোনও সুযোগ নেই । বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় এই বৃষ্টি । চলতি সপ্তাহের বাকি দু'দিন রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও নতুন সপ্তাহ থেকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ । সেই সঙ্গে, ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শনিবার গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ।

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

রবিবার গাঙ্গেয় বঙ্গের পূর্বদিকের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর অধিকর্তা ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সোমবার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে, দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে । মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও, বিকেলে মেঘের দেখা মিলতা পারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 71 শতাংশ ।

পড়ুন: গ্রহরাজের কৃপায় আজ লক্ষ্য হবে পূরণ, কাদের সর্তক থাকার পরমার্শ দিচ্ছে রাশিফল ?

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বসন্তের শুরুর বৃষ্টিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে । বাতাসে ফিরেছে হালকা ঠান্ডার ছোঁয়া । তবে, বসন্তে শীতের প্রত্যাবর্তনের কোনও সুযোগ নেই । বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় এই বৃষ্টি । চলতি সপ্তাহের বাকি দু'দিন রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও নতুন সপ্তাহ থেকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ । সেই সঙ্গে, ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শনিবার গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ।

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

রবিবার গাঙ্গেয় বঙ্গের পূর্বদিকের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর অধিকর্তা ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সোমবার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে, দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে । মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও, বিকেলে মেঘের দেখা মিলতা পারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 71 শতাংশ ।

পড়ুন: গ্রহরাজের কৃপায় আজ লক্ষ্য হবে পূরণ, কাদের সর্তক থাকার পরমার্শ দিচ্ছে রাশিফল ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.