ETV Bharat / state

মুহূর্তের ঝড়-শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড গাইঘাটার 6 গ্রাম, ভাঙল 35টি বাড়ি; আহত বেশ কয়েকজন - GAIGHATA HAILSTORM EFFECT

ক'মিনিট স্থায়ী হয়েছিল ঝড় তা বলতে পারছেন না কেউই ৷ তবে সেই কয়েক মুহূর্তেই মাথার ছাদ হারিয়েছেন অনেকে ৷ ক্ষতিগ্রস্ত 6টি গ্রাম ৷

Gaighata News
ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 10:54 PM IST

গাইঘাটা, 19 ফেব্রুয়ারি: আচমকা মাত্র কয়েকমিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড উত্তর 24 পরগনার গাইঘাটার ছয়টি গ্রাম ৷ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে ভেঙে গিয়েছে 30-35টি বাড়ি । শিলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী । নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল । খবর পেয়ে বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যান বিডিও । মাথার ছাদ হারানো মানুষগুলিকে সহযোগিতার আশ্বাস দেন ৷

গাইঘাটা ব্লক প্রশাসন সূত্রে খবর, দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে আচমকা রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙা, তেঁতুলবেড়িয়ার আগারপাড়া, রঘুনন্দনপুর, ঝাউডাঙা ও পিপলি গ্রামে ঝড় শুরু হয় ৷ এত প্রবল দাপট ছিল ঝড়ের, যে ওই গ্রামগুলিতে প্রায় 35টি বাড়ি ভেঙে পড়ে । যার মধ্যে অধিকাংশ বাড়িই কাঁচা । পাশাপাশি প্রায় 10 হেক্টর জমির ফুল, তিল, সরষে ও সবজি চাষের ক্ষতি হয়েছে ।

প্রবল ঝড় প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা ও বিডিওর বক্তব্য (ইটিভি ভারত)

খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন করেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস-সহ পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা ।

Gaighata Cyclone News
ঝড় থামার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসন (ইটিভি ভারত)
আগারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দা সুস্মিতা মজুমদার জানান, ঝড়ের সময় পাঁচ বছর ও এক বছরের দুই মেয়েকে নিয়ে ঘরেই ছিলেন তিনি ৷ হঠাৎ দরমার ঘর ভেঙে পড়ে ৷ তার নীচে চাপা পড়ে যান তিনি ৷ তবে বাচ্চারা তাঁর পিছনে থাকায় বরাতজোরে রক্ষা পায় ৷ মাথায় ও পিঠে আঘাত লাগে সুস্মিতার ৷ তাঁর কথায়, "ঘর এমনভাবে ভেঙেছে যে অবশিষ্ট আর কিছুই নেই ৷ চাল-ডাল সবকিছু যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছে । বাচ্চা মেয়ের খাবারের দুধটুকুও নষ্ট হয়ে গিয়েছে । এখন কী করব বুঝে উঠতে পারছি না ।"
Gaighata Cyclone News
দরমার বহু ঘর এভাবেই ভেঙে গিয়েছে (ইটিভি ভারত)

পরিদর্শন শেষে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, "যাদের ঘর ভেঙেছে তাদের জন্য ত্রাণ ও ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে । যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।"

Gaighata Cyclone News
কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গাইঘাটার 6টি গ্রাম (ইটিভি ভারত)

গাইঘাটা, 19 ফেব্রুয়ারি: আচমকা মাত্র কয়েকমিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড উত্তর 24 পরগনার গাইঘাটার ছয়টি গ্রাম ৷ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে ভেঙে গিয়েছে 30-35টি বাড়ি । শিলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী । নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল । খবর পেয়ে বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যান বিডিও । মাথার ছাদ হারানো মানুষগুলিকে সহযোগিতার আশ্বাস দেন ৷

গাইঘাটা ব্লক প্রশাসন সূত্রে খবর, দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে আচমকা রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙা, তেঁতুলবেড়িয়ার আগারপাড়া, রঘুনন্দনপুর, ঝাউডাঙা ও পিপলি গ্রামে ঝড় শুরু হয় ৷ এত প্রবল দাপট ছিল ঝড়ের, যে ওই গ্রামগুলিতে প্রায় 35টি বাড়ি ভেঙে পড়ে । যার মধ্যে অধিকাংশ বাড়িই কাঁচা । পাশাপাশি প্রায় 10 হেক্টর জমির ফুল, তিল, সরষে ও সবজি চাষের ক্ষতি হয়েছে ।

প্রবল ঝড় প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা ও বিডিওর বক্তব্য (ইটিভি ভারত)

খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন করেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস-সহ পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা ।

Gaighata Cyclone News
ঝড় থামার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসন (ইটিভি ভারত)
আগারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দা সুস্মিতা মজুমদার জানান, ঝড়ের সময় পাঁচ বছর ও এক বছরের দুই মেয়েকে নিয়ে ঘরেই ছিলেন তিনি ৷ হঠাৎ দরমার ঘর ভেঙে পড়ে ৷ তার নীচে চাপা পড়ে যান তিনি ৷ তবে বাচ্চারা তাঁর পিছনে থাকায় বরাতজোরে রক্ষা পায় ৷ মাথায় ও পিঠে আঘাত লাগে সুস্মিতার ৷ তাঁর কথায়, "ঘর এমনভাবে ভেঙেছে যে অবশিষ্ট আর কিছুই নেই ৷ চাল-ডাল সবকিছু যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছে । বাচ্চা মেয়ের খাবারের দুধটুকুও নষ্ট হয়ে গিয়েছে । এখন কী করব বুঝে উঠতে পারছি না ।"
Gaighata Cyclone News
দরমার বহু ঘর এভাবেই ভেঙে গিয়েছে (ইটিভি ভারত)

পরিদর্শন শেষে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, "যাদের ঘর ভেঙেছে তাদের জন্য ত্রাণ ও ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে । যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।"

Gaighata Cyclone News
কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গাইঘাটার 6টি গ্রাম (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.