কলকাতা, 21 ফেব্রুয়ারি: সমস্ত জটিলতা, নাটকের যবনিকা পতন ৷ আশঙ্কা সত্যি করে মহামেডানের দায়িত্ব ছাড়লেন আন্দ্রে চের্নিশভ ৷ তাঁর দায়িত্ব ছাড়ার খবর সরকারিভাবে মহামেডান ক্লাব এবং লগ্নিকারী সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জামশেদপুর এফসি'র কাছে হারের পরদিনই মহামেডানে শেষ হল চের্নিশভ অধ্যায় ৷ যদিও তিনমাসের বেতন না-পেয়ে রাশিয়ান কোচ পদত্য়াগ করেছিলেন গত মাসের শেষেই ৷ পরবর্তীতে লগ্নিকারী সংস্থার মধ্যস্থতায় থেকে যেতে রাজি হন তিনি ৷ কিন্তু সাময়িক ছুটি চেয়ে দেশে ফিরেছিলেন ৷ শেষ পর্যন্ত দেশে বসেই আবারও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা পাকাপাকি জানিয়ে দিলেন সাদা-কালো শিবিরকে আইলিগ দেওয়া কোচ ৷
মহামেডানের তরফে জানানো হয়েছে, আইএসএলের বাকি তিন ম্য়াচে দায়িত্ব সামলাবেন মেহেরাজউদ্দিন ৷ এর আগে বেতন বকেয়া নিয়ে প্রশ্ন তুলে কার্যত বিদ্রোহের পথে হেঁটেছিলেন ফুটবলাররা। শেষদিকে ফুটবলারদের বকেয়া বেতন সমস্যা মেটানোর ব্যাপারে সরব হয়েছিলেন খোদ চের্নিশভ। কারণ বেতন না-পাওয়ার সমস্যা ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব ফেলছিল। কর্তারা প্রতিশ্রুতি দিলেও সমস্যা মেটেনি। কর্তারা এখনও সমস্যা দূর হওয়ার কথা বলছেন। তারই মধ্যে আন্দ্রে চের্নিশভ দায়িত্ব ছাড়লেন। টানা পাঁচ ম্য়াচে হারের ধাক্কা সঙ্গে হেড কোচের বিদায় ৷ লিগের লাস্ট ল্যাপে মহামেডানে সমস্যা আরও বাড়ল বলা যায়।
বৃহস্পতিবার জামশেদপুরের কাছে 0-2 গোলে হেরেছে মহামেডান ৷ হারের পর সদ্য হেড কোচের চেয়ারে বসা মেহারাজউদ্দিন বলছেন, "দলের পারফরম্যান্সে ইতিবাচক দিকও আছে। আমাদের দল কোন পরিস্থিতিতে লড়াই করছে, তা সবাই জানেন। আর জামশেদপুরের মতো টেবলের উপরের দিকে থাকা দলের বিরুদ্ধে যে চাপে পড়ব আমরা, এটাই স্বাভাবিক। তবু ছেলেরা লড়েছে, জেতার চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের শুরুতেই গোল খেয়ে যাওয়ায় কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা ভাল আক্রমণ করেছি। তবে জামশেদপুর ভালো দল। ওদের ভালো ফুটবলার রয়েছে।"
একইসঙ্গে মেহরাজ জানান, শেষ কয়েকটি ম্যাচে ক্লাবের গর্ব, ঐতিহ্য এবং সর্বোপরি সমর্থকদের কথা মাথায় রেখে খেলতে হবে। শেষ তিন ম্যাচের মধ্যে দুটো অ্যাওয়ে ম্যাচ কঠিন হবে বলে জানান তিনি। তবে জামশেদপুরের বিরুদ্ধে হারের কথা ভুলে পরের ম্যাচগুলোতে মনোনিবেশ করার কথা জানান কোচ ৷ ফুটবলাররা বেতন বকেয়া নিয়ে সরব। এমতাবস্থায় কোচের দায়িত্ব থেকে আন্দ্রে চের্নিশভের সরে যাওয়া। আইএসএলের শেষ তিন ম্যাচে আরও বড় নাটক মহামেডানে অপেক্ষা করছে বলে মনে করছে ময়দান।