ETV Bharat / bharat

প্রমাণ নেই! মুডা দুর্নীতিতে 'ক্লিনচিট' কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-স্ত্রী'র - MUDA SCAM

জমি দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রী পার্বতীকে বেকসুর খালাস করল লোকায়ুক্ত আদালত ৷ তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি ৷

Karnataka CM Siddaramaiah
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 19, 2025, 10:38 PM IST

বেঙ্গালুরু, 19 ফেব্রুয়ারি: মুডা আর্থিক দুর্নীতির মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রীকে ক্লিনচিট দিল লোকায়ুক্ত পুলিশ ৷ বুধবার লোকায়ুক্ত পুলিশ জানায়, মুডা দুর্নীতিতে তাঁদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি ৷

এই ঘটনায় কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা সাংবাদিকদের বলেন, লোকায়ুক্ত রিপোর্ট সিদ্দারামাইয়াকে যে বেকসুর খালাস দিচ্ছে, সেটাই আশা করা হয়েছিল ৷ অন্যদিকে এই দুর্নীতিতে মামলাকারী সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "যে আধিকারিকরা নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন, তাঁরাই এধরনের রিপোর্ট দিতে পারেন ৷"

তদন্তকারী আধিকারিকরা এদিন জানান, তাঁরা চূড়ান্ত রিপোর্ট কর্ণাটক হাইকোর্টে জমা দিয়েছেন ৷ লোকায়ুক্ত পুলিশ মামলাকারী কৃষ্ণাকে চিঠিতে জানিয়েছেন, "প্রথম অভিযুক্ত থেকে শুরু করে চতুর্থ অভিযুক্ত পর্যন্ত কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি ৷ চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে ৷" কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং জমির মালিক দেবারাজুর বিরুদ্ধে মাইসোর আরবান ডেভেলপমেন্ট অথরিটির জমি কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ৷

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রীকে ক্লিনচিট দেওয়ার পাশাপাশি লোকায়ুক্ত পুলিশ জানিয়েছে, 2016 সাল থেকে 20124 সাল পর্যন্ত মাইসোর আরবান ডেভেলপমেন্ট অথরিটি'র (মুডা) ক্ষতিপূরণের জমি দিয়েছিল 50:50 অনুপাতে ৷ এই অভিযোগের আরও তদন্ত হবে ৷ সিআরপিসির 173 নম্বর ধারায় হাইকোর্টে আরেকটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে ৷

মুডার জমি বিতরণ মামলায় অভিযোগ উঠেছে, মাইসুরুর খাস বাজার এলাকায় সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে কমপেনসেটরি জমি দেওয়া হয়েছিল ৷ মুডা সিদ্দারামাইয়ার স্ত্রীর যে জমি অধিগ্রহণ করে, তার তুলনায় এই জমির দাম যথেষ্ট চড়া ছিল ৷ পার্বতীর 3.16 একর জমির পরিবর্তে মুডা তাঁকে 50:50 প্রকল্পের অনুপাতে এই জমি দেয় ৷

বেঙ্গালুরু, 19 ফেব্রুয়ারি: মুডা আর্থিক দুর্নীতির মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রীকে ক্লিনচিট দিল লোকায়ুক্ত পুলিশ ৷ বুধবার লোকায়ুক্ত পুলিশ জানায়, মুডা দুর্নীতিতে তাঁদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি ৷

এই ঘটনায় কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা সাংবাদিকদের বলেন, লোকায়ুক্ত রিপোর্ট সিদ্দারামাইয়াকে যে বেকসুর খালাস দিচ্ছে, সেটাই আশা করা হয়েছিল ৷ অন্যদিকে এই দুর্নীতিতে মামলাকারী সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "যে আধিকারিকরা নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন, তাঁরাই এধরনের রিপোর্ট দিতে পারেন ৷"

তদন্তকারী আধিকারিকরা এদিন জানান, তাঁরা চূড়ান্ত রিপোর্ট কর্ণাটক হাইকোর্টে জমা দিয়েছেন ৷ লোকায়ুক্ত পুলিশ মামলাকারী কৃষ্ণাকে চিঠিতে জানিয়েছেন, "প্রথম অভিযুক্ত থেকে শুরু করে চতুর্থ অভিযুক্ত পর্যন্ত কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি ৷ চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে ৷" কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং জমির মালিক দেবারাজুর বিরুদ্ধে মাইসোর আরবান ডেভেলপমেন্ট অথরিটির জমি কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ৷

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রীকে ক্লিনচিট দেওয়ার পাশাপাশি লোকায়ুক্ত পুলিশ জানিয়েছে, 2016 সাল থেকে 20124 সাল পর্যন্ত মাইসোর আরবান ডেভেলপমেন্ট অথরিটি'র (মুডা) ক্ষতিপূরণের জমি দিয়েছিল 50:50 অনুপাতে ৷ এই অভিযোগের আরও তদন্ত হবে ৷ সিআরপিসির 173 নম্বর ধারায় হাইকোর্টে আরেকটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে ৷

মুডার জমি বিতরণ মামলায় অভিযোগ উঠেছে, মাইসুরুর খাস বাজার এলাকায় সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে কমপেনসেটরি জমি দেওয়া হয়েছিল ৷ মুডা সিদ্দারামাইয়ার স্ত্রীর যে জমি অধিগ্রহণ করে, তার তুলনায় এই জমির দাম যথেষ্ট চড়া ছিল ৷ পার্বতীর 3.16 একর জমির পরিবর্তে মুডা তাঁকে 50:50 প্রকল্পের অনুপাতে এই জমি দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.