করাচি, 19 ফেব্রুয়ারি: বারো দিনে তিনবার ওডিআই ক্রিকেটে পাকিস্তানকে হারাল নিউজিল্য়ান্ড ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দু'বার কিউয়িদের কাছে ধরাশায়ী হতে হয়েছিল পাকিস্তানকে ৷ গত শুক্রবার ফাইনালে পাঁচ উইকেটে জয়লাভ করেছিল মিচেল স্য়ান্টনারের দল ৷ বুধবার চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচ জিতে সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছিল আয়োজকদের ৷ কিন্তু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজেরই পুনরাবৃত্তি ৷ পাকিস্তানকে 60 রানে হারিয়ে আইসিসি ইভেন্টে অভিযান শুরু করল নিউজিল্যান্ড ৷ 321 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 260 রানে গুটিয়ে গেল আয়োজকরা ৷
বড় রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে পাক ব্যাটিং ৷ 69 রানের মধ্যে তিন উইকেট হারায় তাঁরা ৷ ওপেনার সাউদ শাকিল ফেরেন ছয় রানে ৷ অধিনায়ক রিজওয়ান করেন তিন রান ৷ ফকহর জামান ফেরেন 24 রানে ৷ এরপর আরেক ওপেনার বাবর আজম এবং সলমন আঘার জুটিতে খানিক আশার আলো দেখেছিল পাকিস্তান ৷ চতুর্থ উইকেটে দুই ব্য়াটার যোগ করেন 58 রান ৷ ঝোড়ো ব্য়াটে 28 বলে 42 করে সলমন আউট হলেও ধৈর্য্যশীল ব্য়াটিংয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন প্রাক্তন অধিনায়ক বাবর ৷ তাঁর ব্য়াটেই আশা বেঁচেছিল পাকিস্তানের ৷
কিন্তু 90 বলে 64 রান করে বাবর সাজঘরে ফেরেন ৷ তাঁর মন্থর ইনিংসে ছিল ছ'টি চার এবং একটি ছক্কা ৷ 41 ওভারে পাকিস্তান 200 রানে সাত উইকেট হারাতেই ম্য়াচের ভাগ্য স্পষ্ট হয়ে যায় ৷ তবুও এরপর চেষ্টা জারি রাখেন খুশদিল শাহ ৷ 38 বলে দ্রুত অর্ধশতরান আসে তাঁর ব্য়াটে ৷ কিন্তু তা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ 10টি চার এবং একটি ছয়ে 49 বলে দলের হয়ে সর্বাধিক 69 রান করে আউট হন খুশদিল ৷ 19 রান করে আউট হন হ্য়ারিস রউফ ৷ নাসিম শাহ 13 রানে ম্য়াট হেনরির শিকার হতেই যবনিকা নামে পাকিস্তান ইনিংসের ৷ 47.2 ওভারে 260 রানে অলআউট হয়ে যায় তাঁরা ৷
Clinical New Zealand down Pakistan in #ChampionsTrophy 2025 opener 👏#PAKvNZ 📝: https://t.co/E5MS83KLLA pic.twitter.com/JpcqY5664Q
— ICC (@ICC) February 19, 2025
এদিন প্রথমে ব্য়াট করে উইল ইয়ং এবং টম ল্য়াথামের ব্য়াটে তিনশো পেরোয়া নিউজিল্যান্ড ৷ ইয়ং করেন 113 বলে 107 রান ৷ ম্যাচের সেরা ল্যাথামের ব্য়াট থেকে আসে 104 বলে 118 রানের ইনিংস ৷ বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক তিনটি করে উইকেট উইনিয়াম ও'রুরকে ও অধিনায়ক মিচেল স্য়ান্টনারের ৷ দু'টি উইকেট নেন ম্য়াট হেনরি ৷ 23 ফেব্রুয়ারি প্রতিযোগিতার পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ৷ 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ ৷