ETV Bharat / bharat

বিয়ে করতে এসে ঘোড়ার পিঠে বসে মৃত্যু বরের ! - GROOM HEART ATTACK

এক লহমায় বিয়ের আনন্দ পরিণত বিষাদে ৷ ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থাতেই মৃত্যু হল বরের ৷ মর্মান্তিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ।

GROOM HEART ATTACK
বরের পাগড়ি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 3:33 PM IST

Updated : Feb 16, 2025, 3:38 PM IST

শেওপুর, 16 ফেব্রুয়ারি: বিয়ে বাড়ি প্রস্তুত ৷ বারযাত্রী নিয়ে এসে গিয়েছেন বর ৷ পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার নিয়ে 'দুলহে রাজা' প্রবেশ করছেন বিয়ে বাড়িতে ৷ তাঁকে ঘিরে সকলের উন্মাদনা ৷ চারিদিকে বাহারি লাইট। অনুষ্ঠান বাড়িজুড়ে চেয়ার পাতা ৷ ঠিক এমন সময় ঘটল অনর্থ ৷ ঘোড়ার পিঠে বসে থাকতেই থাকতেই লুটিয়ে পড়লেন বর ৷ আশাপাশের লোকজন বুঝতে পারলেন তাঁর দেহে আর প্রাণ নেই ৷

আনন্দ অনুষ্ঠান মুহূর্তে পরিণত হল বিষাদে ৷ শুক্রবার রাতে মধ্যপ্রদেশের শেওপুরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানেই ঘটেছে এমন ঘটনা। সেই মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রদীপ জাট। বাড়ি সুনসওয়াদা গ্রামে। প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি।

শুক্রবার রাতে ঘোড়ায় চড়ে বিয়ে বাড়িতে প্রবেশের পর থেকেই তিনি অস্বস্তি বোধ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঘোড়ায় পিঠে বসে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। শেষমেশ ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন। প্রদীপের আশপাশে থাকা মানুষজন সকলেই তখন নাচানাচিতে ব্যস্ত ৷ তাঁকে এমন অবস্থায় দেখে ধরাধরি করে ঘোড়ার পিঠ থেকে নামানো হয় ৷

ঘোড়াৃর পিঠেই বসে মুহূর্তে মৃত্যু বরের (ইটিভি ভারত)

ঘোড়া থেকে নামানোর পরই বোঝা যায় তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। তিনি স্কুলশিক্ষিকা ৷

GROOM HEART ATTACK
মৃত প্রদীপ জাট (ইটিভি ভারত)

বরের বন্ধু সুনীল চৌধুরী বলেন, "প্রদীপের অবস্থা হঠাৎ গুরুতর হয়ে উঠতে দেখে আমি ঘোড়া থেকে নামিয়ে ওকে সিপিআর দিই। তবে, কোনও সাড়া পাইনি। তড়িঘড়ি আমারা প্রদীপকে নিয়ে হাসপাতালে যাই ৷ আইসিইউতে ভর্তি করা হয় ৷ কিন্তু, শত চেষ্টার পরও ওকে বাঁচানো যায়নি ৷ কিছুক্ষণ পর চিকিৎসকরা প্রদীপকে মৃত ঘোষণা করেন। তাঁদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ৷" এদিকে গতকাল, শনিবার সকালে সুসওয়াদা গ্রামে মৃত প্রদীপের শেষকৃত্য সম্পন্ন হয় ৷

শেওপুর, 16 ফেব্রুয়ারি: বিয়ে বাড়ি প্রস্তুত ৷ বারযাত্রী নিয়ে এসে গিয়েছেন বর ৷ পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার নিয়ে 'দুলহে রাজা' প্রবেশ করছেন বিয়ে বাড়িতে ৷ তাঁকে ঘিরে সকলের উন্মাদনা ৷ চারিদিকে বাহারি লাইট। অনুষ্ঠান বাড়িজুড়ে চেয়ার পাতা ৷ ঠিক এমন সময় ঘটল অনর্থ ৷ ঘোড়ার পিঠে বসে থাকতেই থাকতেই লুটিয়ে পড়লেন বর ৷ আশাপাশের লোকজন বুঝতে পারলেন তাঁর দেহে আর প্রাণ নেই ৷

আনন্দ অনুষ্ঠান মুহূর্তে পরিণত হল বিষাদে ৷ শুক্রবার রাতে মধ্যপ্রদেশের শেওপুরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানেই ঘটেছে এমন ঘটনা। সেই মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রদীপ জাট। বাড়ি সুনসওয়াদা গ্রামে। প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি।

শুক্রবার রাতে ঘোড়ায় চড়ে বিয়ে বাড়িতে প্রবেশের পর থেকেই তিনি অস্বস্তি বোধ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঘোড়ায় পিঠে বসে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। শেষমেশ ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন। প্রদীপের আশপাশে থাকা মানুষজন সকলেই তখন নাচানাচিতে ব্যস্ত ৷ তাঁকে এমন অবস্থায় দেখে ধরাধরি করে ঘোড়ার পিঠ থেকে নামানো হয় ৷

ঘোড়াৃর পিঠেই বসে মুহূর্তে মৃত্যু বরের (ইটিভি ভারত)

ঘোড়া থেকে নামানোর পরই বোঝা যায় তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। তিনি স্কুলশিক্ষিকা ৷

GROOM HEART ATTACK
মৃত প্রদীপ জাট (ইটিভি ভারত)

বরের বন্ধু সুনীল চৌধুরী বলেন, "প্রদীপের অবস্থা হঠাৎ গুরুতর হয়ে উঠতে দেখে আমি ঘোড়া থেকে নামিয়ে ওকে সিপিআর দিই। তবে, কোনও সাড়া পাইনি। তড়িঘড়ি আমারা প্রদীপকে নিয়ে হাসপাতালে যাই ৷ আইসিইউতে ভর্তি করা হয় ৷ কিন্তু, শত চেষ্টার পরও ওকে বাঁচানো যায়নি ৷ কিছুক্ষণ পর চিকিৎসকরা প্রদীপকে মৃত ঘোষণা করেন। তাঁদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ৷" এদিকে গতকাল, শনিবার সকালে সুসওয়াদা গ্রামে মৃত প্রদীপের শেষকৃত্য সম্পন্ন হয় ৷

Last Updated : Feb 16, 2025, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.