ETV Bharat / sports

সমর্থকদের বিক্ষোভকে অনুপ্রেরণা বলছে অস্কার, সম্মান পুনরুদ্ধারের লড়াই মহমেডানের - ISL MINI DERBY

ইতিমধ্যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সমর্থকদের বিক্ষোভ দেখেছেন । পরিস্থিতি বদল না-হলে এই ক্ষোভের আগুন বাড়বে । ইস্টবেঙ্গল ম্যাচকে ‘সম্মানের ম্যাচ’ হিসেবে দেখছে মহামেডান স্পোর্টিং ।

East Bengal FC
সমর্থকদের বিক্ষোভকে অনুপ্রেরণা বলছে অস্কার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 15, 2025, 7:30 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছ’য়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে । তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন বা বায়বীয় যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেইটন সিলভার এই মরশুমে ফের লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার মতো । সামনের পাঁচটি ম্যাচে ভালো করতে পারলে অন্তত সমর্থকদের ধুমায়িত ক্ষোভে লাগাম পড়ানো যেতে পারে ।

ইতিমধ্যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সমর্থকদের বিক্ষোভ দেখেছেন । পরিস্থিতি বদল না-হলে এই ক্ষোভের আগুন বাড়বে । রবিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতি বিচার করতে চাইছে লাল-হলুদ । নবাগত বিদেশি রাফায়েল মেসি বাউলিকে নিয়ে কোচ অস্কার ব্রুঁজো বলছেন, “চাপ নয়, সমর্থকদের বিক্ষোভকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি । মহামেডানের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।” চলতি মরশুমে মোটের ওপর শক্তিশালী দল গড়েও সমর্থকদের আশা পূরনে ব্যর্থ । প্রথম ছ’টি ম্যাচে পরাজয় প্রথম ছয়ে জায়গা করার কাজটা কঠিন করেছে । গোদের ওপর বিষফোঁড়ার মত দলের চোট সমস্যা অস্কারের কাজটাও কঠিন করে দিয়েছে । মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জিকসন সিং, রিচার্ড সেলিস চোটের জন্য নেই । প্র্যাকটিসে শনিবার মহেশ নাওরেম সিংও ছিলেন না, রিহ্যাব করলেন । যদিও লাল-হলুদ হেডস্যার বলছেন, ‘‘মহেশের চোট নেই । চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে ।’’

তবে দু’জন নয়, দলের আরও কয়েকজন চোট-আঘাতে জর্জরিত । প্রতিপক্ষের সুবিধা হয়ে যাবে, এই শঙ্কায় চোট-আঘাতের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন না কোচ । কার্ড সমস্যায় রবিবার লালচুননুঙ্গা নেই । প্রায় প্রতিটি ম্যাচেই চোট এবং কার্ড সমস্যায় প্রথম একাদশের পুনরাবৃত্তি করা ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছে । যা মানছেন কোচও । অস্কার বলছেন, “প্রথম একাদশে কোনও স্থিরতা নেই ৷ প্রত্যেক ম্যাচে দল পরিবর্তন করতে হচ্ছে সেই জন্য আমাদের খেলায় সেরকম ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না ।”

চেন্নাইয়িন এফসি ম্যাচে তিন গোলে হারের সঙ্গে হতাশা বেড়েছে । “বাকি পাঁচটি ম্যাচে আমাদের লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়া । মহামেডান ভালো দল ৷ ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে । মেসি বাউলি প্রথম থেকেই খেলবে । চোট সমস্যার জন্য অনেকে নেই ৷ তবে এখনই আমি তাঁদের নাম বলতে চাই না । মহেশের কিছুটা চোট রয়েছে, ওকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাই না । যদিও ওকে নিয়ে চিন্তার কিছু নেই,” বলছিলেন অস্কার ব্রুঁজো । কোচের পাশে বসে মেসি বাউলি বলছেন, তাঁরা পেশাদার ফুটবলার । দলের প্রয়োজনে যে ফুটবলারই গোল করুক না কেন, তা স্বাগত ।

অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যাচকে সম্মানের ম্যাচ হিসেবে দেখছে মহামেডান স্পোর্টিং । পয়েন্ট টেবিলে 13 নম্বরে । কোচ মেহেরাজউদ্দিন বলছেন, “সম্পূর্ণ অন্য মহামেডানকে দেখা যাবে ৷ ডিফেন্স অনেক সংঘটিত করে আমরা নামব । আমাদের লক্ষ্যই থাকবে প্রথমে প্রতিপক্ষকে মেপে নিয়ে তারপর সেই মতো আক্রমণে যাওয়া । সম্মানের লড়াই, এই লড়াই হারলে চলবে না ।” দলে চোট-আঘাত সমস্যা অল্প হলেও রয়েছে । তার ওপর কাশিমভ কার্ড সমস্যায় তিন ম্যাচের জন্য বাইরে । “কাসিমভের না-থাকা নিয়ে একেবারেই ভাবছি না ৷ ওর জায়গায় যে খেলবে সে নিজের সেরাটা দেবে,” বলছেন মেহেরাজ ।

দারুণভাবে আইএসএল শুরু করেও হারের অন্ধকারে সাদা-কালো ব্রিগেড । গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারছেন না ফ্রাঙ্কা, অ্যালেক্সিসরা । রক্ষণও ভুল করে চলেছে । “আমাদের ডিফেন্সে ব্যক্তিগত ভুল হচ্ছে । আমরা শেষ মিনিট পর্যন্ত মনঃসংযোগ রাখতে পারছি না ৷ এই ব্যাপারে অনুশীলানেও আলোচনা করেছি । আমরা নিজেদের সেরাটা দিচ্ছি”, বলছিলেন সাদা-কালো কোচ । প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে 9 জনে পেয়েও হারাতে ব্যর্থ হয়েছিল মহামেডান । সেই ব্যর্থতা ভুলে মেহেরাজ বলছেন, “কতবার ন’জনের ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে ড্র করেছিলাম সেটা অন্যদিন ছিল । কাল সম্পূর্ণ অন্য দিন । কালকে সব নতুন করে আমাদের পরিকল্পনা সাজাতে হবে ৷ কাল নিশ্চয়ই 11 জনের বিরুদ্ধে 9 জন খেলবে না । আমরা সুপার সিক্সে উঠতে পারব না ৷ কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের যোগ্য মর্যাদা দিতে চাই ।”

আরও পড়ুন

কলকাতা, 15 ফেব্রুয়ারি: অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছ’য়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে । তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন বা বায়বীয় যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেইটন সিলভার এই মরশুমে ফের লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার মতো । সামনের পাঁচটি ম্যাচে ভালো করতে পারলে অন্তত সমর্থকদের ধুমায়িত ক্ষোভে লাগাম পড়ানো যেতে পারে ।

ইতিমধ্যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সমর্থকদের বিক্ষোভ দেখেছেন । পরিস্থিতি বদল না-হলে এই ক্ষোভের আগুন বাড়বে । রবিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতি বিচার করতে চাইছে লাল-হলুদ । নবাগত বিদেশি রাফায়েল মেসি বাউলিকে নিয়ে কোচ অস্কার ব্রুঁজো বলছেন, “চাপ নয়, সমর্থকদের বিক্ষোভকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি । মহামেডানের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।” চলতি মরশুমে মোটের ওপর শক্তিশালী দল গড়েও সমর্থকদের আশা পূরনে ব্যর্থ । প্রথম ছ’টি ম্যাচে পরাজয় প্রথম ছয়ে জায়গা করার কাজটা কঠিন করেছে । গোদের ওপর বিষফোঁড়ার মত দলের চোট সমস্যা অস্কারের কাজটাও কঠিন করে দিয়েছে । মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জিকসন সিং, রিচার্ড সেলিস চোটের জন্য নেই । প্র্যাকটিসে শনিবার মহেশ নাওরেম সিংও ছিলেন না, রিহ্যাব করলেন । যদিও লাল-হলুদ হেডস্যার বলছেন, ‘‘মহেশের চোট নেই । চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে ।’’

তবে দু’জন নয়, দলের আরও কয়েকজন চোট-আঘাতে জর্জরিত । প্রতিপক্ষের সুবিধা হয়ে যাবে, এই শঙ্কায় চোট-আঘাতের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন না কোচ । কার্ড সমস্যায় রবিবার লালচুননুঙ্গা নেই । প্রায় প্রতিটি ম্যাচেই চোট এবং কার্ড সমস্যায় প্রথম একাদশের পুনরাবৃত্তি করা ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছে । যা মানছেন কোচও । অস্কার বলছেন, “প্রথম একাদশে কোনও স্থিরতা নেই ৷ প্রত্যেক ম্যাচে দল পরিবর্তন করতে হচ্ছে সেই জন্য আমাদের খেলায় সেরকম ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না ।”

চেন্নাইয়িন এফসি ম্যাচে তিন গোলে হারের সঙ্গে হতাশা বেড়েছে । “বাকি পাঁচটি ম্যাচে আমাদের লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়া । মহামেডান ভালো দল ৷ ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে । মেসি বাউলি প্রথম থেকেই খেলবে । চোট সমস্যার জন্য অনেকে নেই ৷ তবে এখনই আমি তাঁদের নাম বলতে চাই না । মহেশের কিছুটা চোট রয়েছে, ওকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাই না । যদিও ওকে নিয়ে চিন্তার কিছু নেই,” বলছিলেন অস্কার ব্রুঁজো । কোচের পাশে বসে মেসি বাউলি বলছেন, তাঁরা পেশাদার ফুটবলার । দলের প্রয়োজনে যে ফুটবলারই গোল করুক না কেন, তা স্বাগত ।

অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যাচকে সম্মানের ম্যাচ হিসেবে দেখছে মহামেডান স্পোর্টিং । পয়েন্ট টেবিলে 13 নম্বরে । কোচ মেহেরাজউদ্দিন বলছেন, “সম্পূর্ণ অন্য মহামেডানকে দেখা যাবে ৷ ডিফেন্স অনেক সংঘটিত করে আমরা নামব । আমাদের লক্ষ্যই থাকবে প্রথমে প্রতিপক্ষকে মেপে নিয়ে তারপর সেই মতো আক্রমণে যাওয়া । সম্মানের লড়াই, এই লড়াই হারলে চলবে না ।” দলে চোট-আঘাত সমস্যা অল্প হলেও রয়েছে । তার ওপর কাশিমভ কার্ড সমস্যায় তিন ম্যাচের জন্য বাইরে । “কাসিমভের না-থাকা নিয়ে একেবারেই ভাবছি না ৷ ওর জায়গায় যে খেলবে সে নিজের সেরাটা দেবে,” বলছেন মেহেরাজ ।

দারুণভাবে আইএসএল শুরু করেও হারের অন্ধকারে সাদা-কালো ব্রিগেড । গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারছেন না ফ্রাঙ্কা, অ্যালেক্সিসরা । রক্ষণও ভুল করে চলেছে । “আমাদের ডিফেন্সে ব্যক্তিগত ভুল হচ্ছে । আমরা শেষ মিনিট পর্যন্ত মনঃসংযোগ রাখতে পারছি না ৷ এই ব্যাপারে অনুশীলানেও আলোচনা করেছি । আমরা নিজেদের সেরাটা দিচ্ছি”, বলছিলেন সাদা-কালো কোচ । প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে 9 জনে পেয়েও হারাতে ব্যর্থ হয়েছিল মহামেডান । সেই ব্যর্থতা ভুলে মেহেরাজ বলছেন, “কতবার ন’জনের ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে ড্র করেছিলাম সেটা অন্যদিন ছিল । কাল সম্পূর্ণ অন্য দিন । কালকে সব নতুন করে আমাদের পরিকল্পনা সাজাতে হবে ৷ কাল নিশ্চয়ই 11 জনের বিরুদ্ধে 9 জন খেলবে না । আমরা সুপার সিক্সে উঠতে পারব না ৷ কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের যোগ্য মর্যাদা দিতে চাই ।”

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.