ETV Bharat / technology

চলতি মাসে লঞ্চ করছে ধামাকাদার iQOO 13, Vivo X200 ও OnePlus 13 - SMARTPHONE LAUNCHES IN DECEMBER

iQOO 13, Vivo X200 সিরিজ, OnePlus 13, Tecno Phantom V Fold 2 এবং Poco F7-সহ একাধিক স্মার্টফোন ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে ।

upcoming smartphone launches
iQOO 13 মোবাইল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 2, 2024, 10:00 AM IST

হায়দরাবাদ: নতুন বছর শুরুর আগেই ভারতীয় বাজারে লঞ্চ করছে একাধিক স্মার্টফোন ৷ যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ৷ সদ্য় ভারতে লঞ্চ করা হয়েছে Realme GT 7 Pro- ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট । এছাড়াও Tecno কোম্পানি তাদের ফোল্ডেবল ডিভাইসটি লঞ্চ করতে পারে ডিসেম্বরে । ক্রিসমাসের মরশুমে Poco আনতে চলেছে নতুন স্মার্টফোন ৷ এছাড়াও, বছরের শেষের অন্তিমক্ষণে লঞ্চ হবে একাধিক স্মার্টফোন। সেই স্মার্টফোনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হল ৷

iQOO 13: স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ iQOO 13 আগামিকাল ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটির AnTuTu স্কোর 3 মিলিয়নের বেশি । iQOO-এর এই মডেলে রয়েছে 6,000mAh ব্যাটারি ৷ যা 120W-এর হওয়ায় দ্রুত চার্জিং সাপের্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, যে এই ফোনটি জল এবং ধুলো প্রতিরোধ জুড়ি মেলা ভাব ৷

iQOO 13-এ 6.82-ইঞ্চি 2K+ 144Hz BOE Q10 LTPO AMOLED ডিসপ্লে রয়েছে ৷ যার সর্বোচ্চ উজ্জ্বলতা 4,500 nit। ক্যামেরা গুণগতমান আগের থেকে অনেক উন্নত ৷ সংস্থার এই মডেলে রয়েছে 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা ৷ 50MP আল্ট্রা-ওয়াইড- অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP 3x টেলিফটো লেন্স-সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা । সামনের ক্যামেরাটি সেলফি তোলার জন্য 32MP দেওয়া হতে পারে।

Vivo X200 সিরিজ: Vivo আনুষ্ঠানিকভাবে X200 সিরিজ লঞ্চ করার ঘোষণা করেনি এখনও ৷ তবে মনে করা হচ্ছে চলতি মাসে ভারতে লঞ্চ হতে পারে এই সিরিজটি ৷ Vivo X200-তে রয়েছে 50MP Sony IMX882 টেলিম্যাক্রো 3x সেন্সরেরসুবিধা যুক্ত ক্য়ামেরা ৷ 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরার সুবিধা রয়েছে ।

OnePlus 13: OnePlus 13 ভারতে বর্ষশেষের মরশুমে লঞ্চ হতে পারে । Oppo এর সাব-ব্র্যান্ড এটি ৷ নতুন OnePlus 13R এবং OnePlus Watch 3-ও লঞ্চ করতে পারে ভারতে । আধুনির চিপ Snapdragon 8 Elite প্রসেসর থাকবে ৷ OnePlus 13-এ 6.82 ইঞ্চি BOE X2 2K+ AMOLED ডিসপ্লে থাকতে পারে । এই ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা হবে 4,500 নিট। OnePlus ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে জল ও ধুলো-বালি প্রতিরোধ ক্ষমতা অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই বেশি ।

Tecno Phanton V Fold 2 এবং Phantom V Flip 2: তথ্য অনুযায়ী, Tecno ভারতে Tecno Phanton V Fold 2 এবং Phantom V Flip 2 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই মাসেই ৷ টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 সম্প্রতি লঞ্চ হওয়া ইনফিনিক্স জিরো ফ্লিপের একটি রিব্যাজড ভেরিয়েন্ট হতে পারে। যেখানে Phantom V Flip 2-এ থাকবে একটি 6.9-ইঞ্চি ফুল HD+ LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে ৷ এটি ফ্লিপ স্মার্টফোন হওয়ায় 3.64-ইঞ্চি AMOLED এক্সটার্নাল ডিসপ্লে রয়েছে । যেখানে Phanton V Fold 2-এ থাকবে 7.85-ইঞ্চি LTPO AMOLED মেইন ডিসপ্লে এবং 6.42-ইঞ্চি LTPO AMOLED এক্সটার্নাল ডিসপ্লে। এটিও ফোল্ডেবল স্মার্টফোন ৷ মিডিয়াটেক ডাইমেনশন 8020 প্রসেসর ফ্লিপ 2-এ দেওয়া হবে, অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনশন 9000+ প্রসেসর ফোল্ড 2তেও ব্যবহার করা হবে।

POCO F7: POCO ভারতে তার F সিরিজ চালু করতে চলছে শীঘ্রই । POCO F7 মডেল নম্বর 2412DPC0AI-এর অধীনে BIS ওয়েবসাইটে সার্টিফিকেশন পেয়েছে। তবে এই ফোনের ফিচার এখনও প্রকাশ করা হয়নি সংস্থাটি ।

ব্ল্যাক ফ্রাইডে সেলে প্রায় 65 শতাংশ ছাড় টিভি, ইয়ারবাড ও স্মার্টহোম ডিভাইসে

Netflix রিনিউয়ে পেমেন্ট ফেল! জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে

হায়দরাবাদ: নতুন বছর শুরুর আগেই ভারতীয় বাজারে লঞ্চ করছে একাধিক স্মার্টফোন ৷ যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ৷ সদ্য় ভারতে লঞ্চ করা হয়েছে Realme GT 7 Pro- ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট । এছাড়াও Tecno কোম্পানি তাদের ফোল্ডেবল ডিভাইসটি লঞ্চ করতে পারে ডিসেম্বরে । ক্রিসমাসের মরশুমে Poco আনতে চলেছে নতুন স্মার্টফোন ৷ এছাড়াও, বছরের শেষের অন্তিমক্ষণে লঞ্চ হবে একাধিক স্মার্টফোন। সেই স্মার্টফোনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হল ৷

iQOO 13: স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ iQOO 13 আগামিকাল ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটির AnTuTu স্কোর 3 মিলিয়নের বেশি । iQOO-এর এই মডেলে রয়েছে 6,000mAh ব্যাটারি ৷ যা 120W-এর হওয়ায় দ্রুত চার্জিং সাপের্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, যে এই ফোনটি জল এবং ধুলো প্রতিরোধ জুড়ি মেলা ভাব ৷

iQOO 13-এ 6.82-ইঞ্চি 2K+ 144Hz BOE Q10 LTPO AMOLED ডিসপ্লে রয়েছে ৷ যার সর্বোচ্চ উজ্জ্বলতা 4,500 nit। ক্যামেরা গুণগতমান আগের থেকে অনেক উন্নত ৷ সংস্থার এই মডেলে রয়েছে 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা ৷ 50MP আল্ট্রা-ওয়াইড- অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP 3x টেলিফটো লেন্স-সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা । সামনের ক্যামেরাটি সেলফি তোলার জন্য 32MP দেওয়া হতে পারে।

Vivo X200 সিরিজ: Vivo আনুষ্ঠানিকভাবে X200 সিরিজ লঞ্চ করার ঘোষণা করেনি এখনও ৷ তবে মনে করা হচ্ছে চলতি মাসে ভারতে লঞ্চ হতে পারে এই সিরিজটি ৷ Vivo X200-তে রয়েছে 50MP Sony IMX882 টেলিম্যাক্রো 3x সেন্সরেরসুবিধা যুক্ত ক্য়ামেরা ৷ 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরার সুবিধা রয়েছে ।

OnePlus 13: OnePlus 13 ভারতে বর্ষশেষের মরশুমে লঞ্চ হতে পারে । Oppo এর সাব-ব্র্যান্ড এটি ৷ নতুন OnePlus 13R এবং OnePlus Watch 3-ও লঞ্চ করতে পারে ভারতে । আধুনির চিপ Snapdragon 8 Elite প্রসেসর থাকবে ৷ OnePlus 13-এ 6.82 ইঞ্চি BOE X2 2K+ AMOLED ডিসপ্লে থাকতে পারে । এই ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা হবে 4,500 নিট। OnePlus ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে জল ও ধুলো-বালি প্রতিরোধ ক্ষমতা অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই বেশি ।

Tecno Phanton V Fold 2 এবং Phantom V Flip 2: তথ্য অনুযায়ী, Tecno ভারতে Tecno Phanton V Fold 2 এবং Phantom V Flip 2 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই মাসেই ৷ টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 সম্প্রতি লঞ্চ হওয়া ইনফিনিক্স জিরো ফ্লিপের একটি রিব্যাজড ভেরিয়েন্ট হতে পারে। যেখানে Phantom V Flip 2-এ থাকবে একটি 6.9-ইঞ্চি ফুল HD+ LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে ৷ এটি ফ্লিপ স্মার্টফোন হওয়ায় 3.64-ইঞ্চি AMOLED এক্সটার্নাল ডিসপ্লে রয়েছে । যেখানে Phanton V Fold 2-এ থাকবে 7.85-ইঞ্চি LTPO AMOLED মেইন ডিসপ্লে এবং 6.42-ইঞ্চি LTPO AMOLED এক্সটার্নাল ডিসপ্লে। এটিও ফোল্ডেবল স্মার্টফোন ৷ মিডিয়াটেক ডাইমেনশন 8020 প্রসেসর ফ্লিপ 2-এ দেওয়া হবে, অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনশন 9000+ প্রসেসর ফোল্ড 2তেও ব্যবহার করা হবে।

POCO F7: POCO ভারতে তার F সিরিজ চালু করতে চলছে শীঘ্রই । POCO F7 মডেল নম্বর 2412DPC0AI-এর অধীনে BIS ওয়েবসাইটে সার্টিফিকেশন পেয়েছে। তবে এই ফোনের ফিচার এখনও প্রকাশ করা হয়নি সংস্থাটি ।

ব্ল্যাক ফ্রাইডে সেলে প্রায় 65 শতাংশ ছাড় টিভি, ইয়ারবাড ও স্মার্টহোম ডিভাইসে

Netflix রিনিউয়ে পেমেন্ট ফেল! জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.