ETV Bharat / technology

ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দিন সস্তার গ্যালাক্সি সিরিজ - SAMSUNG GALAXY FO6 5G

Samsung ভারতে লঞ্চ করেছে সস্তার স্মার্টফোন ৷ আরও ভালো নেটওয়ার্কের জন্য 12টি 5G ব্যান্ড রয়েছে।

Etv Bharat
স্যামসাংয়ের সস্তার স্মার্টফোন লঞ্চ (ছবি SAMSUNG)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 13, 2025, 5:28 PM IST

হায়দরাবাদ: প্রিমিয়াম সিরিজের পর ভারতের বাজারে নতুন স্মার্টফোন Galaxy F06 5G লঞ্চ করেছে Samsung । এই স্মার্টফোনটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল টেক স্যাভিদের মধ্যে ৷ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে । স্যামসাং-এর স্মার্টফোনটি র দাম 10 হাজারেরও কম । সবচেয়ে সস্তার 5G মডেল বলে উল্লেখ করা হয়েছে । আসুন এবার এই ফোনটি সম্পর্কে জেনে নেওয়া যাক ।

স্যামসাংয়ের 5G স্মার্টফোন দু’টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে - নীল এবং ভায়োলেট। 4GB ব়্যাম +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্ট হল 6GB ব়্যাম+128GB স্টোরেজ ৷ যার দাম 10,999 টাকা। এই দু’টি মডেলেই 500 টাকার ক্যাশব্যাক অফার রয়েছে ৷ এই ফোনটি শুধুমাত্র Flipkart-এ বিক্রি করা হবে।

Samsung Galaxy F06 5G-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: 6.74 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং 800 নিটস হাই ব্রাইটনেস মোড

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর রয়েছে, যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে ৷ স্যামসাং-এর তরফে দাবি করা হয়েছে যে এই ফোনের প্রসেসরটি AnTuTu তে 4,16,000 স্কোর করেছে ৷ দাম অনুযায়ী, ব্যবহারকারীরা এই ফোনে একটি ভালো চিপসেট আছে।

ক্যামেরা: এই ফোনের পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৷ যার প্রথম ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ও ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: স্যামসাং এই ফোনে 5000 এমএএইচ ব্যাটারি দিয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে

সফটওয়্যার: এই ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 7-এ চলে। কোম্পানি জানিয়েছে যে তারা এই ফোনে 4 বছর পর্যন্ত ওএস আপগ্রেড এবং নিরাপত্তা আপডেট দেবে

অন্যান্য বৈশিষ্ট্য: 5G সংযোগ দ্রুত এবং উন্নত করতে রয়েছে 12টি 5G ব্যান্ড রয়েছে । এছাড়াও, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভয়েস ফোকাস ফিচার রয়েছে।

বিকল্প ফিচার

এই ফোনটি Redmi এর Redmi 14C 5G এবং Motorola এর Moto G45 5G এর সঙ্গে পাল্লা দিতে পারবে ৷ দু’টি ফোনের দাম প্রায় 10 হাজার টাকার মধ্যে ৷ স্পেসিফিকেশনের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই ।

শীঘ্রই ভারতের বাজারে আসছে সস্তার iPhone SE 4, কেমন দেখতে

হায়দরাবাদ: প্রিমিয়াম সিরিজের পর ভারতের বাজারে নতুন স্মার্টফোন Galaxy F06 5G লঞ্চ করেছে Samsung । এই স্মার্টফোনটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল টেক স্যাভিদের মধ্যে ৷ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে । স্যামসাং-এর স্মার্টফোনটি র দাম 10 হাজারেরও কম । সবচেয়ে সস্তার 5G মডেল বলে উল্লেখ করা হয়েছে । আসুন এবার এই ফোনটি সম্পর্কে জেনে নেওয়া যাক ।

স্যামসাংয়ের 5G স্মার্টফোন দু’টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে - নীল এবং ভায়োলেট। 4GB ব়্যাম +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্ট হল 6GB ব়্যাম+128GB স্টোরেজ ৷ যার দাম 10,999 টাকা। এই দু’টি মডেলেই 500 টাকার ক্যাশব্যাক অফার রয়েছে ৷ এই ফোনটি শুধুমাত্র Flipkart-এ বিক্রি করা হবে।

Samsung Galaxy F06 5G-এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: 6.74 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং 800 নিটস হাই ব্রাইটনেস মোড

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর রয়েছে, যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে ৷ স্যামসাং-এর তরফে দাবি করা হয়েছে যে এই ফোনের প্রসেসরটি AnTuTu তে 4,16,000 স্কোর করেছে ৷ দাম অনুযায়ী, ব্যবহারকারীরা এই ফোনে একটি ভালো চিপসেট আছে।

ক্যামেরা: এই ফোনের পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৷ যার প্রথম ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ও ডেপথ সেন্সর রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: স্যামসাং এই ফোনে 5000 এমএএইচ ব্যাটারি দিয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে

সফটওয়্যার: এই ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 7-এ চলে। কোম্পানি জানিয়েছে যে তারা এই ফোনে 4 বছর পর্যন্ত ওএস আপগ্রেড এবং নিরাপত্তা আপডেট দেবে

অন্যান্য বৈশিষ্ট্য: 5G সংযোগ দ্রুত এবং উন্নত করতে রয়েছে 12টি 5G ব্যান্ড রয়েছে । এছাড়াও, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভয়েস ফোকাস ফিচার রয়েছে।

বিকল্প ফিচার

এই ফোনটি Redmi এর Redmi 14C 5G এবং Motorola এর Moto G45 5G এর সঙ্গে পাল্লা দিতে পারবে ৷ দু’টি ফোনের দাম প্রায় 10 হাজার টাকার মধ্যে ৷ স্পেসিফিকেশনের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই ।

শীঘ্রই ভারতের বাজারে আসছে সস্তার iPhone SE 4, কেমন দেখতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.