ETV Bharat / state

সরকারি আবাসন দখল করে ব্যবসা ! সচিবের রিপোর্ট তলব ক্ষুব্ধ প্রধান বিচারপতির - CALCUTTA HIGH COURT

সরকারি আইনজীবীরা 70-80 কিমি পেরিয়ে কর্মস্থলে আসছেন ৷ অথচ তাদের প্রাপ্য সরকারি আবাসন দখল করে চলছে ব্যবসা ৷ এই নিয়ে কী বক্তব্য হাইকোর্টের ?

Calcutta High Court Chief Justice T. S. Sivagnanam
সরকারি আবাসন দখল করে ব্যবসার অভিযোগে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 5:32 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্যের সরকারি আবাসন দখল করে ব্যবসা চলার অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এই বিষয়ে রাজ্যের আবাসন দফতরের সচিবকে কয়েকটি বিষয় জানাতে নির্দেশ দিলেন তিনি ৷ জানতে চাওয়া হয়েছে কলকাতায় সরকারি আবাসনগুলিতে নিযুক্ত অফিসার এবং কর্মচারীর সংখ্যা কত । বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

দুর্গাপুরে সরকারি আবাসন প্রাইভেট কোম্পানিকে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল । সেখানে বলা হয়, সরকারি আবাসন যেগুলি কর্মীদের পাওয়ার কথা, সেগুলিতে বেসরকারি কোম্পানি ব্যবসা করছে । তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি । এরকমভাবে প্রায় 91টি ফ্ল্যাট বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয় ।

যদিও এই বিষয়ে বেসরকারি সংস্থার আইনজীবী জানান, ইতিমধ্যে 89টি ফ্ল্যাট ফেরত দেওয়া হয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য । প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের কর্মচারীরা প্রায় 60-70 কিলোমিটার দূর থেকে আসে । ট্রেন এবং বাসের সমস্যা হলে তাদের পৌঁছতে দেরি হয় । এ ক্ষেত্রে তাঁরা সরকারি আবাসন পাওয়ার যোগ্য । দূরে থাকেন বলে সময়মতো তাঁরা হাইকোর্টে পৌঁছতে পারেন না ।

প্রধান বিচারপতির সুপারিশ, কলকাতার বুকে সরকারি আবাসন থেকে অন্তত 150টি ফ্ল্যাট কলকাতা হাইকোর্টের জন্য বরাদ্দ করা হোক ।
কলকাতার বুকে কত সরকারি ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে কতগুলিতে কর্মরত অফিসার এবং কর্মচারীরা রয়েছেন তা হলফনামা দিয়ে জানাতে হবে সচিবকে । এছাড়াও, রাজ্যের সমস্ত সরকারি আবাসনগুলি কোন অবস্থায় আছে এবং সেগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মচারী বা দখলদার রয়েছেন তার বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টকে জানাতে হবে ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাজ্যের সরকারি আবাসন দখল করে ব্যবসা চলার অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এই বিষয়ে রাজ্যের আবাসন দফতরের সচিবকে কয়েকটি বিষয় জানাতে নির্দেশ দিলেন তিনি ৷ জানতে চাওয়া হয়েছে কলকাতায় সরকারি আবাসনগুলিতে নিযুক্ত অফিসার এবং কর্মচারীর সংখ্যা কত । বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

দুর্গাপুরে সরকারি আবাসন প্রাইভেট কোম্পানিকে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল । সেখানে বলা হয়, সরকারি আবাসন যেগুলি কর্মীদের পাওয়ার কথা, সেগুলিতে বেসরকারি কোম্পানি ব্যবসা করছে । তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি । এরকমভাবে প্রায় 91টি ফ্ল্যাট বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয় ।

যদিও এই বিষয়ে বেসরকারি সংস্থার আইনজীবী জানান, ইতিমধ্যে 89টি ফ্ল্যাট ফেরত দেওয়া হয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য । প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের কর্মচারীরা প্রায় 60-70 কিলোমিটার দূর থেকে আসে । ট্রেন এবং বাসের সমস্যা হলে তাদের পৌঁছতে দেরি হয় । এ ক্ষেত্রে তাঁরা সরকারি আবাসন পাওয়ার যোগ্য । দূরে থাকেন বলে সময়মতো তাঁরা হাইকোর্টে পৌঁছতে পারেন না ।

প্রধান বিচারপতির সুপারিশ, কলকাতার বুকে সরকারি আবাসন থেকে অন্তত 150টি ফ্ল্যাট কলকাতা হাইকোর্টের জন্য বরাদ্দ করা হোক ।
কলকাতার বুকে কত সরকারি ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে কতগুলিতে কর্মরত অফিসার এবং কর্মচারীরা রয়েছেন তা হলফনামা দিয়ে জানাতে হবে সচিবকে । এছাড়াও, রাজ্যের সমস্ত সরকারি আবাসনগুলি কোন অবস্থায় আছে এবং সেগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মচারী বা দখলদার রয়েছেন তার বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টকে জানাতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.