ETV Bharat / entertainment

এখনও সুযোগ পেলে ক্রিকেটার হয়ে যেতে চান যীশু সেনগুপ্ত - JISSHU SENGUPTA

এখনও সুযোগ পেলে ক্রিকেটার হয়ে যেতে চান অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ একথা জানানোর পাশাপাশি ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় বললেন আরও নানা কথা ৷

ETV BHARAT
এখনও সুযোগ পেলে ক্রিকেটার হয়ে যেতে চান যীশু সেনগুপ্ত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 13, 2025, 7:53 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন ৷ আজও সুযোগ পেলে ক্রিকেটার হতে চান ৷ ইটিভি ভারতের কাছে অকপটে একথা স্বীকার করে নিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷

সিসিএল-এর অনুশীলনের ফাঁকে অভিনেতা, সঞ্চালক তথা ক্রিকেটার যীশু সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "ক্রিকেট আমার প্যাশনের জায়গা । একটা সময়ে ক্রিকেটার হতে চেয়েছিলাম এবং আজও চাই । ভগবান যদি সুযোগ দেন এবং এসে বলেন, আমার বয়স কমিয়ে দেবেন কিংবা এখন যা যা ক্ষমতা আছে তা পরেও থাকবে, তা হলে আমি ক্রিকেটার হয়ে যাব ।"

ETV BHARAT
অনুশীলনের ফাঁকে (নিজস্ব চিত্র)

স্পোর্টিং ইউনিয়নের ক্লাব গ্রাউন্ডে যখন যীশু ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, তখন তাঁর সঙ্গে নিজস্বী তুলতে হাজির হন তাঁর জীবনের প্রথম ক্লাব বালক সংঘের সদস্যরা । আবেগী হয়ে পড়েন যীশু । ছবি তোলেন বালক সংঘ ক্লাবের জনাকয়েক ক্রিকেটারের সঙ্গে । তিনি কি নস্টালজিয়ায় ডুবে গিয়েছিলেন ?

যীশুর উত্তর, "আমি অতীত নিয়ে থাকতে ভালোবাসি না । তবু বলব, বালক সংঘ আমার জীবনের প্রথম ক্লাব । তাই আমার কাছে এই ক্লাবের আলাদা জায়গা আছে । ওখান থেকেই আমি আমার ক্রিকেটের কেরিয়ার শুরু করি । সেকেন্ড ডিভিশন খেলি ওখানে । ক্যাপ্টেন হই । গোপাল বসু স্যার আমাদের কোচ ছিলেন । উনি আর এখন আমাদের মধ্যে নেই ।"

ETV BHARAT
সিসিএল-এর অনুশীলনে যীশু (নিজস্ব চিত্র)

কলকাতার বুকে চলছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল । সেই প্রসঙ্গে যীশু বলেন, "খেলা নিয়ে আরও বাংলা ছবি হলে মন্দ হবে না । একটা ফিল্ম ফেস্টিভ্যাল আর সেটা খেলার জন্য উৎসর্গ করা হয়েছে এটা দারুণ ব্যাপার ।" তিনি আরও বলেন, "আগে খেলাটাকে কেরিয়ার বানানোর সুযোগ ছিল না । এখন আছে । তাই বাচ্চারাও মাঠে যাক, খেলুক । আমরা স্কুল বাস থেকে নেমেই ভাবতাম কখন খেলব । এখনকার ছেলেমেয়েরা ভাবে কখন মোবাইল দেখবে । এরা মাঠে এলে ভালো থাকবে ।"

'খাদান 2'-তে তাঁকে পাওয়া যাবে কি না, যীশুর কাছে তা জানতে চাইলে তিনি খানিক মজা করেই বলেন, "তাই ? আসছে নাকি ? শুনিনি কিছুই।..."
প্রসঙ্গত, 'খাদান'-এ যীশুর অভিনয় দর্শকের মন ভরিয়েছে ৷ যীশু এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত হিন্দি এবং তেলুগু ফিল্ম নিয়ে । সেই তুলনায় বাংলায় তাঁর ছবির সংখ্যা কমই । এমনকি শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধার জল্পনাও উড়িয়ে দিলেন তিনি ।

ক্রিকেট এবং অভিনয় ব্যালেন্স করেন কীভাবে ? যীশুর উত্তর, "ব্যালেন্স করার দরকার পড়ে না । আপনিও যেভাবে ব্যালেন্স করেন আমিও করি । এটা হয়ে যায় ।" সবশেষে সকলকে ভ্যালেন্টাইন্স ডে'র জন্য আগাম শুভেচ্ছা জানান যীশু সেনগুপ্ত ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন ৷ আজও সুযোগ পেলে ক্রিকেটার হতে চান ৷ ইটিভি ভারতের কাছে অকপটে একথা স্বীকার করে নিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷

সিসিএল-এর অনুশীলনের ফাঁকে অভিনেতা, সঞ্চালক তথা ক্রিকেটার যীশু সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "ক্রিকেট আমার প্যাশনের জায়গা । একটা সময়ে ক্রিকেটার হতে চেয়েছিলাম এবং আজও চাই । ভগবান যদি সুযোগ দেন এবং এসে বলেন, আমার বয়স কমিয়ে দেবেন কিংবা এখন যা যা ক্ষমতা আছে তা পরেও থাকবে, তা হলে আমি ক্রিকেটার হয়ে যাব ।"

ETV BHARAT
অনুশীলনের ফাঁকে (নিজস্ব চিত্র)

স্পোর্টিং ইউনিয়নের ক্লাব গ্রাউন্ডে যখন যীশু ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, তখন তাঁর সঙ্গে নিজস্বী তুলতে হাজির হন তাঁর জীবনের প্রথম ক্লাব বালক সংঘের সদস্যরা । আবেগী হয়ে পড়েন যীশু । ছবি তোলেন বালক সংঘ ক্লাবের জনাকয়েক ক্রিকেটারের সঙ্গে । তিনি কি নস্টালজিয়ায় ডুবে গিয়েছিলেন ?

যীশুর উত্তর, "আমি অতীত নিয়ে থাকতে ভালোবাসি না । তবু বলব, বালক সংঘ আমার জীবনের প্রথম ক্লাব । তাই আমার কাছে এই ক্লাবের আলাদা জায়গা আছে । ওখান থেকেই আমি আমার ক্রিকেটের কেরিয়ার শুরু করি । সেকেন্ড ডিভিশন খেলি ওখানে । ক্যাপ্টেন হই । গোপাল বসু স্যার আমাদের কোচ ছিলেন । উনি আর এখন আমাদের মধ্যে নেই ।"

ETV BHARAT
সিসিএল-এর অনুশীলনে যীশু (নিজস্ব চিত্র)

কলকাতার বুকে চলছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল । সেই প্রসঙ্গে যীশু বলেন, "খেলা নিয়ে আরও বাংলা ছবি হলে মন্দ হবে না । একটা ফিল্ম ফেস্টিভ্যাল আর সেটা খেলার জন্য উৎসর্গ করা হয়েছে এটা দারুণ ব্যাপার ।" তিনি আরও বলেন, "আগে খেলাটাকে কেরিয়ার বানানোর সুযোগ ছিল না । এখন আছে । তাই বাচ্চারাও মাঠে যাক, খেলুক । আমরা স্কুল বাস থেকে নেমেই ভাবতাম কখন খেলব । এখনকার ছেলেমেয়েরা ভাবে কখন মোবাইল দেখবে । এরা মাঠে এলে ভালো থাকবে ।"

'খাদান 2'-তে তাঁকে পাওয়া যাবে কি না, যীশুর কাছে তা জানতে চাইলে তিনি খানিক মজা করেই বলেন, "তাই ? আসছে নাকি ? শুনিনি কিছুই।..."
প্রসঙ্গত, 'খাদান'-এ যীশুর অভিনয় দর্শকের মন ভরিয়েছে ৷ যীশু এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত হিন্দি এবং তেলুগু ফিল্ম নিয়ে । সেই তুলনায় বাংলায় তাঁর ছবির সংখ্যা কমই । এমনকি শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধার জল্পনাও উড়িয়ে দিলেন তিনি ।

ক্রিকেট এবং অভিনয় ব্যালেন্স করেন কীভাবে ? যীশুর উত্তর, "ব্যালেন্স করার দরকার পড়ে না । আপনিও যেভাবে ব্যালেন্স করেন আমিও করি । এটা হয়ে যায় ।" সবশেষে সকলকে ভ্যালেন্টাইন্স ডে'র জন্য আগাম শুভেচ্ছা জানান যীশু সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.