কলকাতা, 13 ফেব্রুয়ারি: তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন ৷ আজও সুযোগ পেলে ক্রিকেটার হতে চান ৷ ইটিভি ভারতের কাছে অকপটে একথা স্বীকার করে নিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷
সিসিএল-এর অনুশীলনের ফাঁকে অভিনেতা, সঞ্চালক তথা ক্রিকেটার যীশু সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "ক্রিকেট আমার প্যাশনের জায়গা । একটা সময়ে ক্রিকেটার হতে চেয়েছিলাম এবং আজও চাই । ভগবান যদি সুযোগ দেন এবং এসে বলেন, আমার বয়স কমিয়ে দেবেন কিংবা এখন যা যা ক্ষমতা আছে তা পরেও থাকবে, তা হলে আমি ক্রিকেটার হয়ে যাব ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/jisshusengupta_12022025170305_1202f_1739359985_865.jpg)
স্পোর্টিং ইউনিয়নের ক্লাব গ্রাউন্ডে যখন যীশু ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, তখন তাঁর সঙ্গে নিজস্বী তুলতে হাজির হন তাঁর জীবনের প্রথম ক্লাব বালক সংঘের সদস্যরা । আবেগী হয়ে পড়েন যীশু । ছবি তোলেন বালক সংঘ ক্লাবের জনাকয়েক ক্রিকেটারের সঙ্গে । তিনি কি নস্টালজিয়ায় ডুবে গিয়েছিলেন ?
যীশুর উত্তর, "আমি অতীত নিয়ে থাকতে ভালোবাসি না । তবু বলব, বালক সংঘ আমার জীবনের প্রথম ক্লাব । তাই আমার কাছে এই ক্লাবের আলাদা জায়গা আছে । ওখান থেকেই আমি আমার ক্রিকেটের কেরিয়ার শুরু করি । সেকেন্ড ডিভিশন খেলি ওখানে । ক্যাপ্টেন হই । গোপাল বসু স্যার আমাদের কোচ ছিলেন । উনি আর এখন আমাদের মধ্যে নেই ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/jisshusengupta_12022025170305_1202f_1739359985_1090.jpg)
কলকাতার বুকে চলছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল । সেই প্রসঙ্গে যীশু বলেন, "খেলা নিয়ে আরও বাংলা ছবি হলে মন্দ হবে না । একটা ফিল্ম ফেস্টিভ্যাল আর সেটা খেলার জন্য উৎসর্গ করা হয়েছে এটা দারুণ ব্যাপার ।" তিনি আরও বলেন, "আগে খেলাটাকে কেরিয়ার বানানোর সুযোগ ছিল না । এখন আছে । তাই বাচ্চারাও মাঠে যাক, খেলুক । আমরা স্কুল বাস থেকে নেমেই ভাবতাম কখন খেলব । এখনকার ছেলেমেয়েরা ভাবে কখন মোবাইল দেখবে । এরা মাঠে এলে ভালো থাকবে ।"
'খাদান 2'-তে তাঁকে পাওয়া যাবে কি না, যীশুর কাছে তা জানতে চাইলে তিনি খানিক মজা করেই বলেন, "তাই ? আসছে নাকি ? শুনিনি কিছুই।..."
প্রসঙ্গত, 'খাদান'-এ যীশুর অভিনয় দর্শকের মন ভরিয়েছে ৷ যীশু এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত হিন্দি এবং তেলুগু ফিল্ম নিয়ে । সেই তুলনায় বাংলায় তাঁর ছবির সংখ্যা কমই । এমনকি শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধার জল্পনাও উড়িয়ে দিলেন তিনি ।
ক্রিকেট এবং অভিনয় ব্যালেন্স করেন কীভাবে ? যীশুর উত্তর, "ব্যালেন্স করার দরকার পড়ে না । আপনিও যেভাবে ব্যালেন্স করেন আমিও করি । এটা হয়ে যায় ।" সবশেষে সকলকে ভ্যালেন্টাইন্স ডে'র জন্য আগাম শুভেচ্ছা জানান যীশু সেনগুপ্ত ।