কলকাতা, 13 ফেব্রুয়ারি: আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশি ধরপাকড়ে প্রায় কোণঠাসা হওয়া জামতাড়া গ্যাংয়ের ! তা-ও আবার অপরাধের ধরন ও এলাকার পরিধি পরিবর্তন করে ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ৷
উল্লেখ্য, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের গোয়েন্দা দফতর অর্থাৎ, সিআইডি-র সাইবার সেলের একটি দল তল্লাশি অভিযানে নামে ঝাড়খণ্ড সীমানা এলাকায় ৷ সেখান থেকেই জামতাড়া গ্যাংয়ের 46 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বলে জানান এডিজি দক্ষিণবঙ্গ ৷
রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বলেন, "জামতাড়া গ্যাং নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধি থেকে শুরু করে, নিজেদেরকে আবারও মেলে ধরার জন্য এলাকা পরিবর্তন করে অপরাধ সংগঠিত করছে ৷ পশ্চিমবঙ্গ হল তার মধ্যে অন্যতম ৷ এই পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি ও দুই 24 পরগনা হল তাদের বিশেষ টার্গেট ৷ গোপন সূত্রে খবর পেয়ে, সিআইডির সাইবার সেল গতকাল ঝাড়খণ্ড সীমানা থেকে মোট 46 জনকে গ্রেফতার করেছে ৷ এই 46 জনের প্রত্যেকে জামতাড়া গ্যাংয়ের সক্রিয় সদস্য ৷"
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 48টি মোবাইল ফোন, 48টি সিম কার্ড, 100টির বেশি বিভিন্ন ব্যাংকের পাসবুক, দশটার বেশি ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট ৷
সিআইডি সূত্রে খবর, এর আগেও জামতাড়া গ্যাংকে কোণঠাসা করার জন্য রাজ্য পুলিশ উঠে পড়ে লাগে ৷ ফলে নিজেদের শক্তি হারাতে থাকে এই চক্র ৷ এবার সেই হারানো শক্তি এবং নেটওয়ার্ক ফিরে পেতে ও অপরাধ দুনিয়ায় নিজেদের মেলে ধরতে নয়া পরিকল্পনা নিয়েছে জামতাড়া গ্যাং ৷ নিজেদের লোকেশন পরিবর্তন করে ছোট দলে বিভক্ত হয়ে সেক্সটরশন, ব্যাংক প্রতারণা ও ডিজিটাল অ্যারেস্ট-সহ একাধিক সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে এই চক্র ৷
সিআইডি সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷ এই অস্ত্র ব্যবসায়ীরাও জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ তাদের জেরা করে এই ঘটনায় আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷