ETV Bharat / state

রাতে পথ-কুকুরদের খাওয়াতে গিয়ে মদ্যপদের হাতে হেনস্তার শিকার তরুণী! বাড়িতে হামলার অভিযোগ - YOUNG LADY HARASSED

কলকাতার গরফা থানা এলাকার ঘটনা ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

GARFA PS
গরফা থানা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 9:42 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাতের কলকাতায় ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা ৷ অভিযোগ, কটূক্তির প্রতিবাদ করায় এক তরুণীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ উঠেছে ৷ বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে কলকাতার গরফা থানায় ৷

সোশাল মিডিয়ায় লাইভ করে প্রথমে ঘটনার বিবরণ দেন ওই তরুণী ৷ পরে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে ৷

তবে এই নিয়ে তদন্তকারীরা মুখ খুলতে নারাজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ওই তরুণীর তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গরফা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে । এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি ৷ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ।"

ঘটনাটি ঠিক কী ?

নিগৃহীত তরুণীর অভিযোগ, গত 9 ফেব্রুয়ারি গড়ফায় তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে পথ-কুকুরদের রোজকার মতো তিনি খাবার দিতে যান । সেই সময় কয়েকজন তাঁকে কটূক্তি করে ৷ কেন তিনি কুকুরদের রাস্তায় খাওয়াচ্ছেন তার কৈফিয়ৎ অশ্লীলভাবে চাওয়া হয় ৷

তাঁর আরও অভিযোগ, এর থেকেই বচসা শুরু হয় ৷ সেই সময় ওই যুবকদের মধ্যে একজনকে চড় মারেন ওই তরুণী ৷ তাঁর দাবি, ওই যুবকরা মত্ত অবস্থায় ছিলেন ৷ তার পর ওই যুবকরা সেখান থেকে চলে যায় ৷ এর পর বাড়ি ফিরে আসেন ওই তরুণী ৷

তাঁর দাবি, বুধবার রাতে ওই যুবকরা আবার হাজির হয় ৷ এবার তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷ গালিগালাজ করা হয় ৷ জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় ৷ বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করে তারা ৷ তিনি গরফা থানায় ফোন করে বিষয়টি জানান ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তার পর সোশাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সকলকে জানান ওই তরুণী ৷ বৃহস্পতিবার তিনি গরফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তার পর পুলিশ তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় রাতে পুলিশি নজরদারি নেই ৷ কোনও ঘটনা ঘটলে নজরদারি বাড়ে ৷ পরে আবার নজরদারি কমে যায় না ৷ এই বিষয়ে পুলিশকে এর আগেও একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে ৷ পুলিশের তরফ থেকে কোনোরকমের ব্যবস্থা নেওয়া হয়নি । স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, রাত বাড়লেই এলাকায় বহিরাগত যুবকদের আনাগোনা শুরু হয়ে যায় । নির্জন জায়গায় তারা দাঁড়িয়ে মদ্যপান করতে থাকে । প্রতিবাদ করলে আসে হুমকি ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ৷ ফলে ফের হামলার আশঙ্কা করছেন ওই তরুণী ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাতের কলকাতায় ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা ৷ অভিযোগ, কটূক্তির প্রতিবাদ করায় এক তরুণীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ উঠেছে ৷ বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে কলকাতার গরফা থানায় ৷

সোশাল মিডিয়ায় লাইভ করে প্রথমে ঘটনার বিবরণ দেন ওই তরুণী ৷ পরে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে ৷

তবে এই নিয়ে তদন্তকারীরা মুখ খুলতে নারাজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ওই তরুণীর তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গরফা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে । এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি ৷ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ।"

ঘটনাটি ঠিক কী ?

নিগৃহীত তরুণীর অভিযোগ, গত 9 ফেব্রুয়ারি গড়ফায় তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে পথ-কুকুরদের রোজকার মতো তিনি খাবার দিতে যান । সেই সময় কয়েকজন তাঁকে কটূক্তি করে ৷ কেন তিনি কুকুরদের রাস্তায় খাওয়াচ্ছেন তার কৈফিয়ৎ অশ্লীলভাবে চাওয়া হয় ৷

তাঁর আরও অভিযোগ, এর থেকেই বচসা শুরু হয় ৷ সেই সময় ওই যুবকদের মধ্যে একজনকে চড় মারেন ওই তরুণী ৷ তাঁর দাবি, ওই যুবকরা মত্ত অবস্থায় ছিলেন ৷ তার পর ওই যুবকরা সেখান থেকে চলে যায় ৷ এর পর বাড়ি ফিরে আসেন ওই তরুণী ৷

তাঁর দাবি, বুধবার রাতে ওই যুবকরা আবার হাজির হয় ৷ এবার তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷ গালিগালাজ করা হয় ৷ জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় ৷ বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করে তারা ৷ তিনি গরফা থানায় ফোন করে বিষয়টি জানান ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তার পর সোশাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সকলকে জানান ওই তরুণী ৷ বৃহস্পতিবার তিনি গরফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ তার পর পুলিশ তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় রাতে পুলিশি নজরদারি নেই ৷ কোনও ঘটনা ঘটলে নজরদারি বাড়ে ৷ পরে আবার নজরদারি কমে যায় না ৷ এই বিষয়ে পুলিশকে এর আগেও একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে ৷ পুলিশের তরফ থেকে কোনোরকমের ব্যবস্থা নেওয়া হয়নি । স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, রাত বাড়লেই এলাকায় বহিরাগত যুবকদের আনাগোনা শুরু হয়ে যায় । নির্জন জায়গায় তারা দাঁড়িয়ে মদ্যপান করতে থাকে । প্রতিবাদ করলে আসে হুমকি ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ৷ ফলে ফের হামলার আশঙ্কা করছেন ওই তরুণী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.