কলকাতা, 2 ডিসেম্বর: বছরের শেষ মাসের প্রথম দিন দুপুরের পর থেকে বাংলায় আবহাওয়ার পরিবর্তন শুরু হচ্ছে। গত কয়েকদিনে ঠান্ডার আমেজে বাধ সেধেছিল বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়। যদিও তার দূরত্ব বঙ্গ উপকুল থেকে এতটাই যে পরোক্ষ প্রভাব পড়ার কথা থাকলেও সেভাবে পড়েনি। এরফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে মাত্র । বেশ কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের পুরোটাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন একটু বেশি হতে পারে । ফলে থমকে যাওয়া শীতের স্পেল নতুন করে শুরু হতে পারে । ইতিমধ্যে মেঘমুক্ত রৌদ্রজ্বল আবহাওয়া দেখা যাচ্ছে ।
বাতাসে ঠান্ডার পরশ যথেষ্ট, যা অগ্রহায়নে হেমন্তের বেলা শেষের ইনিংসে শীতের আগমনীর ছোঁয়া । এই ঠান্ডার হাওয়ার পেছনে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে ঢুকে পড়া প্রচুর জলীয় বাষ্পের সৌজন্য রয়েছে। তাই আপাতত শুষ্ক আবহাওয়ায় শীত প্রবেশের রিস্টার্ট বলে মনে করা হচ্ছে। বঙ্গে শীত পড়েছে বলা যাবে এই পরিস্থিতি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে হবে না বলেই আবহাওয়াবিদরা মনে করছেন । তাই পাহাড় কিংবা সমতলে, আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে ।
উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি । বেলায় মেঘমুক্ত আকাশ থাকবে, তার সঙ্গে ঠান্ডার শিরশিরানি জড়ানো হাওয়া ।
রবিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ সর্বনিম্ন 49 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন । বেলায় আংশিক মেঘাচ্ছন্ন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে ।